যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করাসহ অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, জেদ্দার একটি হোটেলে ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
সৌদি আরবের জেদ্দায় আয়োজিত ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা,নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধে ভূমিকা রাখতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান তিনি। একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা গাজায় নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরাইলি নৃশংসতার নিন্দা জানাচ্ছি। এছাড়া ব্ক্তৃতায় মুসলিম নারীদের অগ্রযাত্রায় একগুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।