প্রবাস রাজনীতি

ইতালিতে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

post-img

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভেনিস শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কবিরউজ্জামান রোমানকে ইতালিতে সংবর্ধনা দেয়া হয়েছে।

ইতালিতে আগমন উপলক্ষ্যে ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। ভৈরবের প্রবীণ মুরুব্বি সিরাজ হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, শহিদুল ইসলাম ও সোহেল মিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন, ভেনিস আওয়ামী লীগের তাজুল ইসলাম,মোস্তাক আহমেদ,শাহাদাত হোসেন, মশিউর রহমান,বিল্লাল হোসাইন,কুদ্দুস চৌধুরী,আবুল কালাম আজাদ,ডালিম মাহমুদ,মোস্তফা সৈয়াল কালু,ফকরুল চৌধুরী ও ফয়সাল আহমেদ। এতে বক্তব্য রাখেন, প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল মান্নান, ব্যবসায়ী মোবারক হোসেন, সুলেমান হোসেন,সুজন আহমেদ ,মোহাম্মদ সাফি,কাজী রোনাক,আব্দুর রশিদ ভূঁইয়া,রতন মিয়া,জহিরুল ইসলাম ও সজীব আল হোসাইন। এসময় আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.