আওয়ামী লীগ সরকারের পতনে রচডেল প্রবাসী বাংলাদেশীদের উদ্যাগে আনন্দ সভা ও মিষ্টি বিতরন করা হয়।
স্থানীয় বাংলাদেশ সেন্টারে এ আয়োজন করা হয়। সৈয়দ মিজান ও রিপন খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন মির্জা আছকির বেগ, জয়নাল আবেদিন , শহীদ খাঁন, মইন উদ্দিন ও মহসিন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন, আগামীতে যে নতুন সরকার ক্ষমতা আসবে সে সরকার জনগনের জন্য কাজ করবে এবং অতীত থেকে শিক্ষা নিবে।