যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মদ। এসময় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করে। অনুষ্ঠানে গ্রিসের জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দূতাবাসের দিতীয় সচিব রাবেয়া বেগমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিনিষ্টার মোহাম্মদ খালেদ, শ্রম কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ,সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম ,সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস , গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ -সম্পাদক বাবুল হাওলাদার ,যুবলীগের আহব্বায়ক কামরুল ইসলাম ,রাসেল মিয়া ও ছাত্রলগের মুমিন খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।