উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হলো খ্রিস্টান ধর্মের অন্যতম বৃহৎ অনুষ্ঠান ইস্টার সানডে। বিশেষ দিনটিকে কেন্দ্র করে তুলুজ শহরের খ্রিস্টান সম্প্রদায় আয়োজন করেন আনন্দ অনুষ্ঠানেরও।
স্থানীয় হলরুমে সার্বজনীন এ ধর্মীয় উৎসবে বাংলা খিষ্টযাগ উৎসর্গ করেন, ইটালি থেকে আগত ফাদার লরেন্স এল গমেজ। এতে পাপ স্বিকার, বাংলা খ্রিষ্টযাগ, ইস্টার সানডের বিশেষ খাবার, কীর্তন পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি যোসেফ ডি'কস্তার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক রিকি পি. রোজারিওর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক- মার্ক রায়, প্রচার সম্পাদক-পংকজ গমেজ, ট্রেজারার-ক্যান্টন কস্তা, জে.বুলবুল গমেজ, কলিন্স গমেজ, তুষার সি.কস্তা, হিলারি মিনস্ এবং বিশেষ অতিথি বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি-ফখরুল আকম সেলিম ও সাধারণ সম্পাদক শাকের চৌধুরী সহ অন্যান্যরা।