এনআরবি বিশ্ব

বাহরাইনে প্রবাসীদের মোবাইল কনস্যুলার ক্যাম্প

post-img

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মানামায় আল ইসলাহ সোসাইটি হলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সদস্যরাও। প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ এ সেমিনারের আয়োজন করা হয়। যেখানে বাহরাইনের আইনকানুন, ট্রাফিক আইন , ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার ও সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। সেমিনারে দেশটির শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, পূর্ত মন্ত্রণালয়, ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন-আইওএম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.