চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে, হিট স্ট্রোকে মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
মাদরাসা খোলা থাকায় সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে কালুরঘাটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তাকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, যশোরে স্কুলে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে, আহসান হাবীব নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অন্যদিকে, স্কুল খোলার প্রথম দিনে প্রচন্ড গরমে নোয়াখালীর হাতিয়া উপজেলার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।