এনআরবি লাইফ

আমিরাতে সিলেট প্রবাসীদের ইফতার

post-img

সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শাহিদুল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক ইন্জনিয়ার তৈয়ব আলি তালুকদারের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব আব্দুল করিম-সিআইপির। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের দূতালয় প্রধান মোহাম্মদ আসফাক হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বদরুল ইসলাম চৌধুরী-সিআইপি‌। এসময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশার, সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ, উপদেষ্টা হারুনুর রশিদ, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, জি এম জায়গীরদার, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক ও সংগঠনের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.