সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের বাঙালী অধ্যুষিত এলাকা রোলা বাজারের, প্রায় ৯০ শতাংশ ব্যবসায়ী বাংলাদেশী। প্রবীণদের পাশাপাশি তরুণ ব্যবসায়ীদের জন্যও এলাকাটিতে রয়েছে, ব্যবসার বিপুল সম্ভাবনা। এসব তরুণ ব্যবসায়ীদের মধ্যে একজন মো. খোরশেদ আলম।
জানা যায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার উত্তর রাঙ্গুনিয়ার ফরিদ আহমেদ এর ছেলে মোহাম্মদ খোরশেদ আলম। সোনালী ভবিষ্যতের হাতছানিতে ২০০৮ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চাকুরীর পর কঠোর পরিশ্রম আর সততাকে পুঁজি করে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। রোলা বাজারে বর্তমানে তার রয়েছে দুটি ইলেকট্রিক এবং স্যানিটারী, হার্ডওয়ার ও রিয়েল এস্টেট ব্যবসা। তার প্রতিষ্ঠান মোঃ মোরশেদ ইলেকট্রিক এন্ড সেনিটারি এবং রোকন আল রামলা হার্ডওয়্যার থেকে, সব ধরনের সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করেন। বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধ থাকায়, বিপাকে পড়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। পুনরায় বাংলাদেশী ভিসা চালু হলে, নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে ব্যবসা ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে জানান সফল এই রেমিটেন্স যোদ্ধা।