কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে ভূক্তভোগী ইতালী প্রবাসী মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, প্রবাসী হওয়ার কারনে শহিদুলের জমি দখলের পায়তারা করছে তারই আপন ভাই শফিকুল ও তার সহযোগিরা। শফিকুল প্রভাব খাটিয়ে শহিদুল ইসলামের বাড়ীর সামনে ঘর নির্মান করছে বলেও অভিযোগ করা হয় থানায়। এছাড়াও অন্য যায়গায় শহিদুল দোকান তুলতে গেলে,শফিকুলের লোকজনেরা সেখানেও বাঁধা দেয়। প্রতিবাদ করতে গেলে মারধোর, এমনকি মিথ্যা মামলাসহ প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে।এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার সাব ইন্সপেক্টর-এসআই বাপ্পি জানান, এই ঘটনায় তদন্ত করা হচ্ছে।