বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা। তাই তাদের জন্য নিরাপদ ঔষধ সরবরাহ করা জরুরী। কেননা তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক অভিবাসন প্রকল্পের নরসিংদীর সমন্বয়কারী মোহাম্মদ আনোয়ার হোসেন। ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাসবন্ধু ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিন ব্যাপী কর্মশালায় তিনি একথা বলেন। প্রত্যাশা প্রকল্পের আয়োজনে ঢাকা উত্তরার ব্র্যাক লার্নিং সেন্টারের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নিরাপদ অভিবাসন, বিদেশ ফেরত অভিবাসীদের পুনর্বাসনসহ সামাজিক অবস্থান তৈরি করতে প্রবাস বন্ধু ফোরাম সদস্যদের করনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালয় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনোয়ার হোসেন। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রকল্প সংগঠক মো: মাজহারুল হক মোল্লা ও মো: হেদায়েত উল্লাহ। কর্মশালায় নরসিংদী জেলার ৪০ জন প্রবাসবন্ধু সদস্য অংশগ্রহণ করে।