এনআরবি সাফল্য

আমিরাতে সফল ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফরহাদ

post-img

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার তৈরিতে বিশেষ অবদান রাখছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তবে, মরুর দেশটিতে বেশ কিছু বাংলাদেশী জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থাকলেও, স্বনামধন্য আমিরাতি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র কয়েকটি প্রতিষ্ঠানের সাথেই দীর্ঘমেয়াদী চুক্তিতে শ্রমিক নিচ্ছেন। আর তাদের মধ্যেই একটি "সেনসিবল গ্রুপ অফ কোম্পানিজ। প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তিনশোর বেশি বাংলাদেশীর।

জানা যায়, নারায়ণগঞ্জের মোঃ সিদ্দিক মুন্সীর ছেলে মোঃ ফরহাদ হোসাইন। সোনালী ভবিষ্যতের হাতছানিতে ২০০০ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। কঠোর পরিশ্রম ও সততাকে পুঁজি করে ২০০৯ সালে দুবাইতে তৈরি করেন, নিজস্ব প্রতিষ্ঠান "সেনসিবল ক্লিনিং এন্ড টেকনিক্যাল এল এল সি"।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই বাংলাদেশিকে। একে একে তৈরি করেন "সেনসিবল স্টার ক্লিনিং সার্ভিসেস, ও ‘সেনসিবল লোডিং এন্ড আনলোডিং’সহ আটটি প্রতিষ্ঠান সম্মিলিত "সেনসিবল গ্রুপ অফ কোম্পানিজ।

ইফকো গ্রুপ, দুবাই আটলান্টিস হোটেল এবং ল্যান্ডমার্ক গ্রুপ সহ বেশ কয়েকটি স্বনামধন্য আমিরাতি প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহ করে থাকে তার প্রতিষ্ঠান। এছাড়াও গার্মেন্টস ও ট্রাভেল এজেন্সি সহ আরো কিছু সেক্টর নিয়ে কাজ করেন সফল এই ব্যবসায়ী।

সম্প্রতি আজমানে তার পোশাক তৈরি প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে কাপড় আমদানি করা হচ্ছে। বাংলাদেশেও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে, পোশাক শিল্প কারখানা তৈরির পরিকল্পনা নিয়েছেন, সফল এই রেমিটেন্স যোদ্ধা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.