কাতারে রেস্টুরেন্ট শিল্পে একক অধিপথ্য এখন বাংলাদেশিদের কাছে। সাম্প্রতি রাজধানী দোহার বাণিজ্য নগরী নাজমা কুয়েতি বিল্ডিং এর পাশে রুচি সম্মত স্বদেশী রকমারি খাবারের প্রতিশ্রুতি দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে লাস্ট উইশ বাংলাদেশী রেস্টুরেন্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিন প্রবাসী বাংলাদেশী নুর ইসলাম রাসেল, মোঃ ইউনুছ মাঝি ও মোঃ ওমর ফারুক সবুজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ,দাদন মিয়া,শাহরিয়ার শামীম ,মোশারাফ, সাংবাদিক জিএম আকাশ ও আহসান উল্লাহ সজিবসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।