প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান।
কুইন্সের হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। দলের থেকে যারা নিষ্ক্রিয় এবং যারা মারা গিয়েছেন সেসব জায়গায় শূন্যস্থান পূরণ করা হবে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, খুব শীগগিরই ফরম যাচাই-বাছাই শেষে শূন্যস্থান পূরণ করা হবে। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ ও সদস্য শাহানারা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।