দূতাবাস খবর

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সান্ধ্যভোজ, উন্নয়ন সহযোগিতার সম্পর্ক দৃঢ়তর করায় গুরুত্বারোপ রাষ্ট্রদূতের

post-img

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সান্ধ্যকালীন ভোজে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেছেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশ তার সহযোগিতার সম্পর্ক দৃঢ়তর করতে সব প্রচেষ্টা চালিয়ে যাবে। একটি অগ্রসরমান বাংলাদেশের জন্য বিশ্বব্যাংক আইএমএফ-এর মতো সংস্থাগুলোর অব্যহত সহযোগিতাও প্রত্যাশা করেছেন তিনি। 

বিশ্বব্যাংক-আইএমএফ'র বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে বাংলাদেশ থেকে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা এই ভোজসভায় অংশ নেন। 

দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মো. মেহেদী হাসানের নিমন্ত্রণে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থমন্ত্রীর একান্ত সচিব ড. ফেরদৌস আলম, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ড. মো. হাবিবুর রহমান, আইএমএফ-এর এশিয়া প্রশান্তমহাসাগরীয় বিভাগে বাংলাদেশ মিশন চিফ রাহুল আনন্দ।

বিশেষ নিমন্ত্রিত অতিথি হিসেবে এই কর্মসূচিতে যোগ দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র চ্যান্সেলর ও বোর্ড চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ড. টমাজ মরোস্কোবস্কি।

 

এছাড়াও দূতাবাসের কর্মকর্তারা এই ভোজসভায় যোগ দেন। 

অর্থসচিব ফাতিমা ইয়াসমিন বিশ্বব্যাংক আইএফএর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের সফল আলোচনা হচ্ছে এমনটা উল্লেখ করে জানান, বিষয়গুলো বাংলাদেশে ফিরে ফলোআপ করা হবে। 

মেহেদি হাসান তার বক্তৃতায় বাংলাদেশের আগামী ৫০ বছরের অভিযাত্রায় এই দুই উন্নয়ন সহযোগীর ভূমিকা যথেষ্ট গুরুত্ব রাখবে বলে উল্লেখ করেন। 


বাংলাদেশকে উন্নয়নযাত্রায় অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন ড. টমাজ আর উন্নয়ন সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন রাহুল আনন্দ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.