চলতি বছরের আগষ্ট মাস থেকে শনিবার ও রোববার কনস্যুলেট সেবা দিবে বাংলাদেশ কনস্যুলেট। ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট এম জে এইচ জাবেদ এ তথ্য জানান।
এ সিদ্ধান্তের ফলে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং পাসপোর্ট সংশোধনীসহ নানা সেবা পাবেন প্রবাসীরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির মিশনে প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট করার জন্য সাধারণ ভাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিলের না। ফলে দালাল চক্রের মাধ্যমে অনেকে প্রতারিত হচ্ছিলেন অ্যাপোয়েন্টমেন্টের জন্য। এমন সংবাদ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর দৃষ্টিগোচর হলে তিনি প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, এই সেবার মাধ্যমে প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইল এর মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পাবেন। এর আগে, ২৪ জুন কনস্যুলেট সভাকক্ষে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং উপদেষ্টা তুহিন মাহমুদ এর সাথে বৈঠক করেন কনসাল জেনারেল ।