পর্তুগালে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা সংকটাপন্ন। দেশটির বন্দরনগরী পোর্তো শহরে সভা আয়োজনকে ঘিরে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
কমিটি গঠন ও নেতৃত্ব নিয়ে বিরোধ চলে আসছিলো পোর্তো বিএনপির সদস্য সচিব তাজুল ইসলাম এবং পর্তুগাল বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজল আহমেদ গ্রুপের মধ্যে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাদের মারামারির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পর্তুগিজ নাগরিকরা বাংলাদেশীদের অপরাধী ও হিংস্র হামলাকারী বলে মন্তব্য করছেন। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমেও এ ঘটনার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছে। কমিউনিটি নেতারা বলছেন,সম্প্রতি ইমিগ্রেশন আইন কঠোর হওয়ায় এ ধরনের ঘটনা বাংলাদেশিদের প্রতি পর্তুগিজ সরকারের আরো কঠোর অবস্থান তৈরি করতে পারে।