post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। কুইন্সের হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। দলের থেকে যারা নিষ্ক্রিয় এবং যারা মারা গিয়েছেন সেসব জায়গায় শূন্যস্থান পূরণ করা হবে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, খুব শীগগিরই ফরম যাচাই-বাছাই শেষে শূন্যস্থান পূরণ করা হবে। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ ও সদস্য শাহানারা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

post
বাংলাদেশ

ঈদুল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস আদালত

পবিত্র ঈদুল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস আদালত। সকাল থেকেই অফিসে আসতে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, স্বাভাবিকের তুলনায় ছিল অনেকটাই কম। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সঙ্গে করেন কোলাকুলি। কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন,ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অনেকটাই ঈদের আমেজ থাকে। যারা দূর-দূরান্তে ঈদ করতে যান, তারা সাধারণত ঈদের ছুটির বাইরেও আলাদা ছুটি নেন। এছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে কর্ম দিবস। 

post
বাংলাদেশ

রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে ছিল: বানিজ্য প্রতিমন্ত্রী

বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে ছিল বলেই, মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ ও পহেলা বৈশাখ উদযাপন করেছে। আগামীতেও বাজারে পন্যের ঘাটতি হবে না বলে জানিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, শুধু রমজান নয় সারাবছর নিরবচ্ছিন্নভাবে নিত্যপণ্য সরবরাহের জন্য, সরকার কাজ করছে। সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রমজানের তুলনায় এখন পন্যের চাহিদা অনেক কম, তাই আগামীতে কোন পন্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা নেই।

post
বাংলাদেশ

স্বাধীনতার চেতনা রক্ষা নয়, ধ্বংস করতেই বিএনপির জন্ম হয়েছে : ওবায়দুল কাদের

স্বাধীনতার চেতনা রক্ষা নয়, ধ্বংস করতেই বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তারা সব সময় বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন। অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছে বিএনপির এমন দাবীর প্রেক্ষিতে, বন্দিদের তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময়, বিএনপির নেতিবাচক রাজনীতির সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি কোন দিন স্বাধীনতার পক্ষে কথা বলেনি। এখনো তারা অর্জিত স্বাধীনতাকে ম্লান করতে চায়। বিএনপি অপরাজনীতির মাধ্যমে সরকারের সমালচনায় ব্যস্ত অভিযোগ করে কাদের বলেন, যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসবে বলেও প্রত্যাশা জানান, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

post
বাংলাদেশ

টানা ছুটি শেষে, রাজধানীতে ফিরছে নগরবাসী

ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে, রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনে ছিলো যাত্রীদের ভিড়। পরিবারের সাথে ছুটির সময় কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে সন্তোষ জানিয়েছেন তারা। এছাড়া সড়কপথের যাত্রীরাও নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। বছর ঘুরে ঈদ, তার পরপরই বাংলা নববর্ষ। সবমিলিয়ে লম্বা ছুটি কাটিয়ে এবার কর্মস্থল অভিমুখে রাজধানী ফিরতে মানুষের ঢল। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। অনেকে স্বজনদের সাথে নিয়ে ফিরছেন। আবার কেউ কেউ বাড়িতে পরিবার রেখে চলে এসেছেন কর্মের টানে। সোমবার দিনভরই কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসে ট্রেনগুলো। যাত্রী চাপ বেশি থাকলেও নিরাপদে ফিরতে পারায় সবার চোখেমুখে স্বস্তি। অন্যদিকে সড়কপথে যাত্রীর চাপ এখনও তেমন একটা নেই। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে, ছুটির আমেজ কাটিয়ে রাজধানী ঢাকা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তার চিরচেনা রুপে। দৈন্দন্দিন যাত্রার এখনও নগর পরিবহন বেশি না চললেও, ঢাকার রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল।

post
বাংলাদেশ

সুখবর দিলেন পেসার রুবেল

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। নিজের ভেরিফাইড ফেইসবুক পোস্টে নিজেই জানিয়েছেন এই আনন্দের সংবাদ। এর আগে রুবেলের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আবারও দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতাচ্ছেন বাগেরহাটের এই পেসার। তবে সবশেষ বিপিএলটা সুখকর ছিল না রুবেলের কাছে। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ২৮টি উইকেট। গেল কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল। পরে মাঠে ফিরলেও আর ফেরা হয়নি জাতীয় দলের হয়ে।

post
বাংলাদেশ

আজ পয়লা বৈশাখ, নতুন প্রত্যয়ে নতুন দিনের সূচনা

কুসংস্কার,হিংসা,হানাহানি,যুদ্ধ বন্ধ এবং শান্তির প্রত্যাশায় ধ্বনিত হল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বর্ণিল আয়োজনে যোগদেয় সর্বস্তরের মানুষ। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল অন্ধকার ভেদ কোরে আলো ছড়াতে-আমরা তিমিরবিনাশী। অন্যায় -অনাচার দূর কোরে নতুন সম্ভাবনায় ভরে উঠবে নতুন বর্ষ,এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া সকলের। বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দিনটির অপেক্ষায় থাকে। ঢাক-ঢোলের তালে তালে নেচে গেয়ে, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩১ সালকে স্বাগত জানিয়েছেন, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা সফল করতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে থাকে নানা বয়সী মানুষ। পুরোনো গ্লানি আর হতাশা ভুলে, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায়, নতুন বছর বরণ করে নেয় তারা। বর্ষ বরণের এই আনন্দ শুধু বাঙ্গালীদের নয়, ভিনদেশীদের কাছেও এই আয়োজন ছিল আনন্দময়। এবারের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা নিয়ে সন্তোষ জানিয়েছেন সবাই। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় নিয়োজিত ছিল সোয়াত,র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

post
বাংলাদেশ

বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা: ওবায়দুল কাদের

বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। তারা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশ বিরোধী এসব অপশক্তিকে শক্তিকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। সকালে বাংলা নববর্ষ উপলক্ষে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে, সকালে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বলেন,বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে, ইতিহাস ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বৈশাখকে মর্যাদা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈশাখের চেতনাবিরোধী কারা,তা আজ দেশে প্রতিষ্ঠিত সত্য। তারা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না। তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান। এ সময় অপরাজনীতি, অপসংস্কৃতি পরিহার করে, শিশুদের জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে, সকলের প্রতি আহ্বান জানান তিনি। পরে,বাংলা নববর্ষ ১৪৩১-কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

post
বাংলাদেশ

বাড়লো বাংলাদেশের রিজার্ভ

ফের বাড়তে শুরু করেছে বাংলাদেশের রিজার্ভ। সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বর্তমান রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের উপরে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে রিজার্ভ ছিল ২ হাজার ৪৮১ কোটি ডলারে। আর বিপিএম-৬ ছিল ১ হাজার ৯৪৫ কোটি ডলার। তবে চলতি মাসের ৮ এপ্রিল গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে, ২ হাজার ৫৩৮ কোটি ডলারে। আর বিপিএম-৬ হয়েছে ২ হাজার ১০ কোটি ডলারে। ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২৯ দশমকি ৭৩ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমকি ৩৭ বিলিয়ন ডলার। কিন্ত্ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফকে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, সেই হিসেবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখনও ১৫ বিলিয়ন ডলারের ঘরে।

post
বাংলাদেশ

ফাকা ঢাকায় স্বস্তির নিঃশ্বাস

ঈদের ‍ছুটির দ্বিতীয় দিনে একেবারেই ফাঁকা রাজধানী ঢাকা। সড়কে নেই কোনরকম যানজট বা কোলাহল। সকাল থেকে সারাদিনই রাজধানীর পথঘাট ফাঁকা। এ অবস্থায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে সাচ্ছন্দে গন্তব্য চলাচল করেন নগরবাসী। ফাঁকা সড়কে বেশিরভাগই ব্যক্তিগত যানবহন। মোড়ে মোড়ে চিরচেনা যানজটের ছিঁটেফোঁটাও নেই, তাই যাতায়াত ছিলো স্বস্তিময়। এছাড়া যাত্রী পরিবহনের জন্য সিএনজি অটোরিক্সা ও বাস চলাচল করেছে। তবে যাত্রী একেবারেই কম। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক বিভাগসহ পুলিশের সতর্ক নজরদারি রয়েছে। সবমিলিয়ে ঢাকার শান্ত এক চেহারা পেয়েছে নগরবাসী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.