স্বাধীনতার চেতনা রক্ষা নয়, ধ্বংস করতেই বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তারা সব সময় বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন। অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছে বিএনপির এমন দাবীর প্রেক্ষিতে, বন্দিদের তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময়, বিএনপির নেতিবাচক রাজনীতির সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি কোন দিন স্বাধীনতার পক্ষে কথা বলেনি। এখনো তারা অর্জিত স্বাধীনতাকে ম্লান করতে চায়।
বিএনপি অপরাজনীতির মাধ্যমে সরকারের সমালচনায় ব্যস্ত অভিযোগ করে কাদের বলেন, যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসবে বলেও প্রত্যাশা জানান, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।