পবিত্র ঈদুল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস আদালত। সকাল থেকেই অফিসে আসতে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, স্বাভাবিকের তুলনায় ছিল অনেকটাই কম। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সঙ্গে করেন কোলাকুলি। কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন,ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অনেকটাই ঈদের আমেজ থাকে। যারা দূর-দূরান্তে ঈদ করতে যান, তারা সাধারণত ঈদের ছুটির বাইরেও আলাদা ছুটি নেন। এছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে কর্ম দিবস।