post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।তারা বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তাকে দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও অদূর ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।আলোচনা শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো শ্রী সাইফুদ্দিন আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।পররাষ্ট্রমন্ত্রী পরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে শুভ। চাঁদা ও টাকা-পয়সা লুটের উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আরিফের প্রতিবেশী আজাদ জানান, গত ৩-৪ মাস আগে জীবিকার সন্ধানে আফ্রিকায় যান শুভ ও আরিফ হোসেন। পরে তারা আফ্রিকার ব্রাকফান শহরের বাংলাদেশি একজনের দোকানে চাকরি নেয়। আফ্রিকার সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই দেশের দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ওই দোকান থেকে টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

post
এনআরবি বিশ্ব

কার্ডিফে পাঁচ বাংলাদেশি কাউন্সিলরকে সংবর্ধনা

ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের সিটি কাউন্সিলের নির্বাচনে নবনির্বাচিত পাঁচ বাংলাদেশি কাউন্সিলরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার। গত সোমবার (১৮ জুলাই) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ। পরিচালনায় ছিলেন সেক্রেটারি মোহাম্মদ আসকর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেইকফোর্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্সিল লিডার হিউ টমাস, কাউন্সিলর জেসমিন চৌধুরী ও কাউন্সিলর ড. বাবলিন মল্লিক।মার্ক ড্রেইকফোর্ড তার বক্তব্যে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বই প্রকাশনাসহ বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। কার্ডিফ কাউন্সিলে এ বছর পাঁচ জন বাঙালি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আনন্দিত হয়েছেন উল্লেখ করে তিনি আগামীতে আরও বাঙালি কাউন্সিলর নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে বৃটিশ রাজনীতিতে বাংলাদেশ কমিউনিটির নব প্রজন্মের সন্তানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিউনিটির জন্য করণীয় কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এগুলো হচ্ছে- বাংলাদেশ কমিউনিটির কল্যাণে একটি বড় আকারের মাল্টিপারপাস ও মাল্টিকালচারাল সেন্টার প্রতিষ্ঠা, একটি ইসলামিক মাদরাসা করার উদ্যোগ, একটি বড় কবরস্থান করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কার্ডিফ শাহজালাল মসজিদের সামনে একটি ক্রসিংয়ের ব্যবস্থা করার যথাযথ ভূমিকা রাখা।  

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রের বুকে লিটল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বুকে ছোট বা লিটল বাংলাদেশ নামের জয়জয়কার চলছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের তিন অঞ্চলের নামকরণ করা হলো ছোট বা 'লিটল বাংলাদেশ'। সর্বশেষ ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে ছোট বা লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল তিনটিতে। এছাড়াও বাংলাদেশ এভ্যেনু ও ব্লুভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম। এ নিয়ে নিউ ইয়র্ক সিটির একটি বিল ইতিমধ্যে সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে জানান বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফ। তিনি আরও জানান, তার উত্থাপিত বিলটি গত ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাশ হয়েছে। যে কোনো সময় চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামের সাইনবোর্ড লাগানো হবে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও হোমলন স্ট্রিটের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ হিসেবে নামরকরণ করা হয়। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মাধ্যমে নিউ ইয়র্কের দু'টি এলাকার নামকরণ করা হল লিটল বাংলাদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে একটি সড়ক করার উদ্যোগ নিয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে নিউ ইয়র্ক নগর কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাবটি পাস করানোর চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের থার্ড স্ট্রিট ও আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত একটি এলাকাকে লস অ্যাঞ্জেলস শহর কর্তৃপক্ষ কর্তৃক 'লিটল বাংলাদেশ' নামে স্বীকৃতি দেয়। এটি শহরটিতে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের প্রাণকেন্দ্র। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বুলেভার্ড’ রাখা হয়। ২০১৯ সালের ২২ জুন আনুষ্ঠানিকভাবে ওই সড়কে নামফলক লাগিয়ে বাংলাদেশ বুলেভার্ড করা হয়।

post
এনআরবি বিশ্ব

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার

ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোরশেদ আলম (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুহাম্মদ সুমন নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওমান রয়েল হাসপাতালে নিহতের লাশ রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন নিহতের এলাকার বাসিন্দা মুহাম্মদ মাহফুজ। খোরশেদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দনে। তার বাবার নাম মুহাম্মদ শাহ আলম। আহত সুমনের বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগর এলাকায়। সুমনের অবস্থা গুরুতর হওয়ায় ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমানের রিচেল ইন্ডাস্ট্রি এরিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। ওমান রাইস ভেজিটেবল মার্কেটে কাজ করতেন খোরশেদ।

post
এনআরবি বিশ্ব

হাঙ্গেরিতে অনুপ্রবেশের চেষ্টা, রোমানিয়ায় ১৮ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি প্রবেশের সময় ৫০ জনকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি অভিবাসী রয়েছেন। বাকিদের মধ্যে ২২ জন ভারতীয় ও ১০ জন পাকিস্তানি নাগরিক। সোমবার রাতে দেশটির পেটিয়া সীমান্তে একটি ট্রাক থেকে তাদেরকে আটক করা হয়।আটক অনিয়মিত অভিবাসীরা ২২ থেকে ৫৮ বছর বয়সী। তাদের মধ্যে ৭ জন রোমানিয়াতে আশ্রয়প্রার্থী ও ৩১ জন দেশটিতে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অবস্থান করছিলেন। রোমানিয়ার সীমান্ত পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত সোমবার বিশেষ অভিযানে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে থাকা কাগজপত্র অনুযায়ী, এটি বিভিন্ন বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর ৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। সীমান্ত পুলিশ অভিবাসীর সঙ্গে ট্রাকের রোমানিয়ান গাড়িচালক ও তার সহযোগীকে মানবপাচার আইনে আটক করে। এ ছাড়া, কাজে যুক্ত অপর একজনের সন্ধানে অভিযান চলছে। রোমানিয়ার পুলিশ জানিয়েছে, দক্ষিণ এশীয় এ ৫০ জন বিভিন্নভাবে রোমানিয়া যান। তাদের পরিকল্পনা ছিল অস্ট্রিয়া যাওয়ার। সেই পরিকল্পনা অনুযায়ী অবৈধভাবে রোমানিয়া থেকে হাঙ্গেরি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন তারা। এর আগে গত ৩ আগস্ট সীমান্ত পাড়ি দেওয়ার সময় ৩ বাংলাদেশিকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া, তাদেকে আগামী ৫ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ওমানে এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী প্রবাসী মোহাম্মদ মোরশেদ (২২) নামে এক রেমিট্যান্সযোদ্ধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার (৭ আগস্ট) দিবাগত রাতে ওমানের রুয়ি হামিরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম এনায়েতপুর গ্রামের সিকদার পাড়ার হাদু গাজীর বাড়ির মোহাম্মদ মুছার ছেলে মোহাম্মদ মোরশেদ। পারিবারিক সূত্রে জানা গেছে, মোরশেদ গত ছয় বছর আগে ওমান গিয়েছিলেন। এ সময়ের মধ্যে একবারও বাড়িতে যাননি। সামনের বছর তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার আর বাড়ি যাওয়া হলো না। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে

post
এনআরবি বিশ্ব

৬ মাসেরও বেশি ছুটি পাবেন কুয়েত প্রবাসীরা

করোনা মহামারি পরবর্তীকালে কুয়েত প্রবাসীদের জীবন আরও সুন্দর ও সহজ করতে উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। এখন থেকে স্টুডেন্ট ভিসা, প্রবাসী বা ডিপেনডেন্সি ভিসায় দেশটিতে অবস্থানকারীরা ছয় মাসের বেশি সময় কুয়েতের বাইরে থাকতে পারবেন। এটি ইকামা বা ওয়ার্ক পারমিটধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হিসেবে গণ্য হবে।তবে কুয়েতে গৃহকর্মী ভিসায় থাকা কোনো প্রবাসী এ সুযোগ পাবেন না। এক্ষেত্রে যদি কোনো প্রবাসী গৃহকর্মী ছয় মাসের বেশি কুয়েতের বাইরে থাকেন তবে তাদের স্পনসরদের নির্ধারিত চুক্তিতে সই করতে হবে। অন্যথায় তাদের রেসিডেন্সি পারমিট বা কুয়েতে বসবাসের অনুমোদন বাতিল করা হবে। খবর কুয়েত টাইমসের।বৈশ্বিক করোনা মহামারির কারণে দীর্ঘদিন কুয়েতের সঙ্গে বিভিন্ন দেশের বিমান চলাচল বন্ধ থাকায় দেশটিতে থাকা প্রবাসীরা ছুটি কাটাতে পারছেন না। ফলে কুয়েত সরকার এবার সেইসব প্রবাসীদের ছয় মাসের বেশি বাইরে থাকার অনুমতি দিচ্ছে।ইকামা বা ওয়ার্ক পারমিটধারী প্রবাসীদের ছয় মাসের বেশি কুয়েতের বাইরে থাকার অনুমতি দেওয়ার সরকারি সিদ্ধান্ত এখনো বলবৎ রয়েছে। এখন পর্যন্ত এ নিয়ম বাতিল করা হয়নি। সূত্র বলেছে, শুধুমাত্র গৃহকর্মীদের ছয় মাসের বেশি কুয়েতের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়নি, যদি না তাদের পৃষ্ঠপোষক বা স্পনসর তাদের পক্ষে সরকারের কাছে আবেদন করে।কুয়েতের বাইরে থাকাকালীন প্রবাসীরা তাদের রেসিডেন্সি পারমিট নবায়ন করতে পারবেন। ছয় মাস আগে চালু হওয়া প্রবাসীদের অনলাইনে তাদের ইকামা নবায়ন করার অনুমতি এখনো কার্যকর রয়েছে। গৃহকর্মী ব্যতীত ছয় মাসের বেশি কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের রেসিডেন্সি বাতিল করা হবে না।কুয়েত সরকারের এ সিদ্ধান্ত পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত বৈধ থাকবে। কোভিড মহামারি চলাকালীন আন্তর্জাতিক রুটে বিমান চালাচল বন্ধ বা সীমিত থাকায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য এ ছাড় দিয়েছিল। বর্তমানে কুয়েত ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোও চালু রয়েছে।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে অনুমতিপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষ চারে

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গত বছর জোটের বাইরের প্রায় ৩০ লাখ অভিবাসী প্রথমবারের মতো বসবাসের অনুমতি পেয়েছেন, যা গত বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ইতালিতে অনুমতিপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষ চারে।২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রথমবার বসবাসের অনুমতি বা রেসিড্যান্স পারমিট পাওয়াদের সংখ্যা বেড়ে করোনা পূর্ব পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালে ২৯ লাখ ৫২ হাজার ৩০০ জন দেশগুলোতে অনুমতি পেয়েছে।২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৯ লাখ ৫৫ হাজার ৩০০টি। এর পেছনে কর্মসংস্থান সবচেয়ে বেশি অবদান রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।কর্মসংস্থানে উল্লম্ফনকাজের কারণে গত বছর ১২ লাখ মানুষ প্রথমবারের মতো ইইউ দেশগুলোতে বসবাসের অনুমতি পেয়েছেন, যা গত বছরের চেয়ে ৪৭ ভাগ বেশি। এই পরিসংখ্যান প্রকাশের পর থেকে এটি এ যাবৎকালের সর্বোচ্চ।গত বছর শিক্ষার কারণে প্রথমবার বসবাসের অনুমতি পাওয়ার হার ৪২ শতাংশ বা এক লাখের বেশি বেড়েছে। এছাড়া পারিবারিক পুনর্মিলনে ১৪ শতাংশ ও আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার অধীনে অনুমতির সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে।২০২১ সালে অনুমতিপ্রাপ্তদের ৪৫ শতাংশ কর্মসংস্থান, ২৪ শতাংশ পারিবারিক পুনর্মিলন, ১২ শতাংশ শিক্ষা ও ১৯ শতাংশ আন্তর্জাতিক সুরক্ষার অধীনে বসবাসের অনুমতি পেয়েছেন।ভারতীয়রা শীর্ষ পাঁচেপ্রথমবার রেসিড্যান্স পারমিট বা বসবাসের অনুমতিপ্রাপ্তদের মধ্যে শীর্ষে রয়েছেন ইউক্রেনীয়রা। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনের বিপুল শরণার্থী প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে তার আগের বছরই আট লাখ ৭৫ হাজার ইউক্রেনীয় প্রথমবারের মতো ইইউ দেশগুলোতে বসবাসের অনুমতি পেয়েছেন।দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে মরক্কো। দেশটির দেড় লাখের বেশি মানুষ গেলো বছর প্রথমবার বসবাসের অনুমতি পেয়েছে। তৃতীয় অবস্থানে থাকা বেলারুশ নাগরিকের সংখ্যা এক লাখ ৪৯ হাজার জন। চতুর্থ অবস্থানে ভারতীয়রা। দেশটির এক লাখ ১০ হাজার ৬৪১ জনের মধ্যে ৪১ শতাংশই কাজের সূত্রে অনুমতি পেয়েছেন, যাদের প্রায় অর্ধেকই কাজের সূত্রে এসেছেন।ভারতীয়দের সবচেয়ে বেশি সাড়ে ১১ শতাংশের গন্তব্য ছিল ইতালি। নেদারল্যান্ডসে ১০ দশমিক সাত শতাংশ ও আয়ারল্যান্ডে অনুমতি পেয়েছেন নয় দশমিক সাত শতাংশ। প্রথমবার বসবাসের অনুমতি পাওয়াদের মধ্যে শীর্ষ দশে এরপর আছে রাশিয়া, ব্রাজিল, তুরস্ক, চীন ও হংকং, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র।কাজের জন্য পোল্যান্ড, শিক্ষার জন্য ফ্রান্সগত বছর পোল্যান্ড প্রায় দশ লাখ মানুষকে প্রথমবার বসবাসের অনুমতি দিয়েছে, যা জোটভুক্ত দেশগুলোর ৩৩ শতাংশ। এর মধ্যে সাত লাখ ৯০ হাজার জনই কাজের সূত্রে অনুমতি পেয়েছেন। ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে ২০২১ সালে ছয় লাখ ৬৬ হাজার জন দেশটিতে চাকরির জন্য এসেছেন।পোল্যান্ডের পরে এই তালিকায় আছে স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি ও নেদারল্যান্ডস। এই ছয় দেশ মিলে চার ভাগের তিন ভাগ রেসিড্যান্স পারমিট ইস্যু করেছে ২০২১ সালে। স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানিতে সবচেয়ে বেশি মানুষ অনুমতি পেয়েছেন পারিবারিক পুনর্মিলনের কারণে।অন্যদিকে, গত বছর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গন্তব্য ছিল ফ্রান্সে। দেশটিতে ৯০ হাজার ৬০০ জন গত বছর পড়াশোনার কারণে থাকার অনুমতি পেয়েছেন যাদের বেশিরভাগই চীনের নাগরিক।বাংলাদেশিদের গন্তব্য ইতালিগত বছর ইতালি ইউরোপীয় ইউনিয়নের বাইরের বিভিন্ন দেশের দুই লাখ ৯৫ হাজার জনকে প্রথমবার বসবাসের অনুমতি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯ হাজার ৭৩২ জনই আলবেনিয়ার। মরক্কোর ২৩ হাজার ৭৬৬ জন, পাকিস্তানের ১৮ হাজার ২৩২ জনও অনুমতি পেয়েছেন। এরপরই রয়েছেন বাংলাদেশিরা। ১৭ হাজার ৯৮৭ জন বাংলাদেশি সেখানে বৈধভাবে বসবাসের অনুমতি পেয়েছেন, যা ছয় দশমিক ছয় শতাংশ।ইউরোপীয় ইউনিয়নের আর কোনো দেশে ২০২১ সালে বসবাসের অনুমতি পাওয়াদের মধ্যে প্রথম পাঁচে নেই বাংলাদেশিরা। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালি দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের অন্যতম গন্তব্য। ইউরোপের বহিঃসীমান্তরক্ষী সংস্থা ফ্রনটেক্স-এর হিসাবে ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে ইটালি প্রবেশের তালিকায় বাংলাদেশিরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে।অন্যদিকে, বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে এ যাবৎকালে দেশটিতে কাজের ভিসা নিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা ৫৬ হাজার ১৭৩ জন।গত বছর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা ৮৭ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন দেশে, যা ইতালি থেকে বিভিন্ন দেশে যাওয়া মোট রেমিট্যান্সের শতকরা ১১ দশমিক তিন ভাগ।সূত্র: ইনফো মাইগ্রেন্টস

post
এনআরবি বিশ্ব

আমিরাতে বন্যায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিকে আর্থিক সহায়তা

সংযুক্ত আরব আমিরাতে বন্যায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোহাম্মদ সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।চট্টগ্রামের বোয়ালখালীর সাজ্জাদসহ সম্প্রতি আমিরাতে বিভিন্ন কারণে মারা যাওয়া আরও ৮ জন প্রবাসীর কাছে আত্মীয়র মাধ্যমে তাদের পরিবারকে দুবাই কনস্যুলেট এ আর্থিক সহায়তা দেন।বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।এসময় উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.