post
এনআরবি বিশ্ব

কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত সিলেটের মেয়ে নাজমা

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। গত সোমবার তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। একজন মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত করা হয় ডেপুটি মেয়র। আগামী এক বছরের জন্য কেমডেন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন নাজমা।গত ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সিলেটের নাজমা রহমান। নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন। নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি। 

post
এনআরবি বিশ্ব

ইতালিতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন রাষ্ট্রদূত

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে; বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমানের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। মঙ্গলবার রোমের তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল কনভারসেশন শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত "Bangladesh & Bangabandhu in the Evolving Geopolitical Context of South Asia and Beyond" শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপনকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা এবং সে সূত্র ধরে বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করেন। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অগ্রযাত্রার সার্থক রূপায়নে জাতির পিতার প্রদর্শিত পথই যে নেপথ্যে অবদান রেখে চলেছে সে বিষয়ে আলোকপাত করে জনাব আহসান শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের কিছু দৃষ্টান্ত তুলে ধরেন।বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত কালজয়ী বিভিন্ন উদ্ধৃতি এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগায়। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রা, ভবিষ্যৎ রূপকল্প ও অনন্য সাফল্যসমূহ তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও পর্যালোচনা করা হয়। এ সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর দেখানো মূলনীতিসমূহ যে এখনো প্রাসঙ্গিক এবং কার্যকর সে বিষয়ে রাষ্ট্রদূত তার অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা তুলে ধরেন। সেমিনারে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বাংলাদেশ এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ভূ-রাজনৈতিক কৌশল এবং বিশ্ব রাজনীতিতে এর অবস্থান ইত্যাদি বিষয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উপর তথ্য ও উপাত্তসহ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কয়েকজন শিক্ষক এবং দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খ্যাতিমান তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে (University of Tor Vergata) ইতালির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী (প্রায় ৩৫ হাজার) অধ্যয়ন করে। দূতাবাসের চলমান জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে দূতাবাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হবে লন্ডন ও বার্মিংহামে

বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ব্রিটেনে বাংলাদেশিদের মধ্যে পরিচিত করতে ও বাংলাদেশের সংস্কৃতিকে ব্রিটিশ বাংলাদেশিদের সঙ্গে আরো সম্পৃক্ত করতে এ বছর লন্ডনে দুটি এবং বার্মিংহামে একটি নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।আরো পড়ুন- মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি তারিকুল আগামী ২১ আগস্ট ইটনের ডর্নি লেইকে একটি এবং ডকল্যান্ডের রিগেট্টা সেন্টরে আরেকটি নৌকা বাইচের আয়োজন করেছে দুটি ভিন্ন সংগঠন। এছাড়া আগামী ২৪ জুলাই মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের এগবাস্টন রিজার্ভরে নৌকা বাইচের আয়োজন করেছে স্থানীয় নৌকা বাইচ কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি।রাজধানী লন্ডনে ১২তম ন্যাশনাল নৌকা বাইচের আয়োজন করেছে আয়োজক মোহাম্মদ আবদুল আজিজ ও তার সহকর্মীরা। এবারের প্রতিযোগিতার জন্য ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ইটনের কোলঘেষা ডর্নি লেইক। এ লেকে অনুষ্ঠিত হয়েছিল ২০১২ লন্ডন অলিম্পিকের নৌকা বাইচ প্রতিযোগিতা। ভেন্যুর ধারণক্ষমতা প্রায় সাত হাজার বলে জানা গেছে। গত ৭ মে ইটনের ডর্নি লেইকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌকা বাইচের পরিবর্তিত তারিখ ঘোষণার পাশাপাশি এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজক মোহাম্মদ আবদুল আজিজ। পুরো আয়োজনটি ব্রিটেনের রানীর সিংহাসনে আরোহণের প্লাটিনাম জুবিলিকে উৎসর্গ করা হবে। আর একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে ব্রিটেন-বাংলাদেশের বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী। তাই এবারের আয়োজনকে নানাভাবে বর্ণাঢ্য করে তুলতে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। বাংলাদেশের একসময়ের কোচ ক্রিকেট কিংবদন্তী স্যার গর্ডন গ্রীনিজ, ব্রিটেনের হাউজ অব লর্ডসের সদস্য পলা মঞ্জিলা উদ্দিন এবং বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ কূটনীতিক আনোয়ার চৌধুরী এবারের নৌকা বাইচ আয়োজনের সম্মানিত অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এছাড়া এবারের আয়োজনের পেট্রন হিসেবে রয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তারা নিজ নিজ পরিসরে এবারের প্রতিযোগিতার বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে মোট ১৮টি দল নেওয়া হবে। একসঙ্গে ছয়টি করে নৌকা প্রতিযোগিতায় নামবে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে পাঁচ হাজার পাউন্ড, সঙ্গে রয়েছে সোনার মেডেল এবং ১৮ ক্যারেটের সোনায় মোড়ানো ট্রফি।সংবাদ সম্মেলনে বক্তারা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, কোনো প্রবেশ ফি ছাড়াই দর্শকরা এবারের ন্যাশনাল নৌকা বাইচ উৎসব উপভোগ করতে পারবেন। এদিকে আগামী ২১ আগস্ট তিনটি চ্যারিটি সংগঠনের আয়োজনে লন্ডনের সিটি এয়ারপোর্টের কাছে রিগেট্টা সেন্টারে আরেকটি নৌকা বাইচের আয়োজন করেছে চ্যারিটি বোট রেইস নামে একটি সংগঠন। সংগঠনের সিইও রশিদ আলী জানান, গিফট অব নলেজ, সিস্টার্স ফোরাম এবং নিউহ্যাম ইয়ুথ লিংক নামে তিনটি চ্যারিটি সংগঠনের যৌথ সহায়তায় ওই নৌকা বাইচের আয়োজন করা হচ্ছে। নৌকা বাইচের মাধ্যমে উত্তোলিত অর্থ বাংলাদেশে আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে। বার্মিংহামে অনুষ্ঠিতব্য নৌকা বাইচ মধ্য ইংল্যান্ডের বার্মিংহামে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ অনুষ্ঠান। আগামী ২৪ জুলাই সেখানকার এগবাস্টন রিজার্ভরে নৌকা বাইচের আয়োজন করেছে স্থানীয় নৌকা বাইচ কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি। এ উপলক্ষে গত ২১ মার্চ বার্মিংহামের ক্রাউন ব্যাংকুইটিং হলে গালা ডিনারের মাধ্যমে নৌকা বাইচ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে আয়োজন কমিটি। এছাড়া অনুষ্ঠানে নৌকা বাইচের থিম সং প্রকাশ করা হয়। এবারের থিম সংয়ে সুর দিয়েছেন বাংলাদেশের শিল্পী শিখ দিনার এবং নতুন ব্র্যান্ড গ্রুপ চারকোনের লোকমানসহ অতিথি শিল্পীরা। সেহেল আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বহুজাতিক সমাজে নৌকা বাইচের গুরুত্ব সম্পর্কে বক্তব্য তুলে ধরেন কমনওয়েল্থ গেমসের সিইও আয়ান ফিল্ড, রিভাল ট্রাস্টের সিইও রিচার্ড পেরী, ট্রান্সফর্মিং ন্যারেটিভের সফিনা জাগত, বশির আহমেদ এমবিই এবং আরো অনেকে। ২০১৫ সালে শুরু হওয়া বার্মিংহামের ওই নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ সালে করোনা মহামারির কারণে বন্ধ থাকলেও এবার আবার আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আয়োজক কমিটির চেয়ারপারসন আব্দুল কুদ্দুস রাজু জানান, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতি ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে শুধু নৌকা বাইচ প্রতিযোগিতা হবে না, সেখানে থাকবে বাংলাদেশের দেশাত্মবোধক গান। ছোট-ছেলে মেয়েদের জন্য থাকবে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক খেলাধুলার আয়োজন।

post
এনআরবি বিশ্ব

কানাডার অন্টারিওর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করতে আহ্বান

অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করতে কমিউনিটির প্রতি আহ্বান জানিয়ে ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেছেন কানাডার মূলধারায় বাংলাদেশিদের অবস্থান সুসংহত করতে রাজনীতিতে বাংলাদেশি কানাডিয়ানদের প্রতিনিধিত্বের বিকল্প নেই। কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় শ্ওগাত আলী সাগর লাইভের আলোচনায় তারা এই আহ্বান জানান। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যম বিশ্লেষক সৈকত রুশদী, প্রোগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট এর নির্বাহী পরিচালক ইমামুল হক। স্থানীয় সময় বুধবার রাতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, প্রধান রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাওয়া বাংলাদেশি কানাডিয়ান প্রার্থীরা ইতোমধ্যে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আমাদের উচিত এই যোগ্য প্রার্থীদের বিজয়ে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা। প্রসঙ্গত, আগামী ২ জুন অনুষ্ঠিতব্য অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে এনডিপির মনোনয়নে স্কারবোরো সাউথওয়েষ্ট আসনে ডলি বেগম এবং ইটোবিকো-লেকশোর আসনে ফারহিন আলিম এবং লিবারেল পার্টির মনোনয়নে ওকভিল নর্থ – বারলিংটন থেকে কানিজ মৌলী প্রতিদ্বন্ধিতা করছেন। কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি ডলি বেগম দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হয়েছেন। আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যম বিশ্লেষক সৈকত রুশদী মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কানাডিয়ানদের বেশি বেশি অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, স্কারবোরোর প্রায় প্রতিটি রাইডিংয়ে শ্রীলঙ্কান কানাডিয়ানদের প্রার্থী আছে। অথচ পুরো প্রভিন্সে বাংলাদেশি কমিউনিটির মাত্র তিনজন প্রার্থী। তিনি বলেন, কেবল প্রার্থী হওয়াটাই বড় কথা নয়, নিজেদের যোগ্য করে তুলে নির্বাচনে প্রার্থী হতে হবে। আর যোগ্য হয়ে ওঠার জন্য প্রস্তুতি দরকার, কাজ করা দরকার। স্কুল, কমিউনিটি পর্যায়ে কাজ করে নিজেদের নেতৃত্ব দেয়ার যোগ্য করে তুলতে হবে। আসন্ন নির্বাচনে বাংলাদেশি কানাডিয়ান প্রার্থীদের নির্বাচিত করতে প্রয়োজনীয় ভূমিকা রাখতে কমিউনিটির প্রতি আহ্বান জানিয়ে সৈকত রুশদী বলেন, যারা অন্য নির্বাচনী এলাকায় বসবাস করেন তারাও বাংলাদেশি কানাডিয়ান প্রার্থীদের পক্ষে ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশি কমিউনিটির স্বার্থেই প্রভিন্সিয়াল সংসদে বাংলাদেশি কানাডিয়ান প্রতিনিধি থাকা দরকার বলে তিনি মত দেন।কমিউনিটি এমপাওয়ারমেন্ট সংগঠক ইমামুল হক ২০১৫ সালে পরিচালিত তাদের সংস্থার একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলেন সেই সময় মূলধারার রাজনীতির ব্যাপারে বাংলাদেশি কমিউনিটিতে তেমন একটা আগ্রহ দেখা যায়নি। তবে ডলি বেগম প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর বাংলাদেশি কানাডিয়ানদের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি এবং নির্বাচনের ব্যাপারে আগ্রহ অনেক বেড়েছে। এবারের নির্বাচনে প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কানাডিয়ান তরুণ-তরুণীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে। শওগাত আলী সাগর আলোচনায় অংশ নিয়ে বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি কানাডিয়ান তিন প্রার্থীই যোগ্য এবং দক্ষ। ডলি বেগমের কর্মতৎপরতা কানাডার মূলধারার মিডিয়ায় সবসময়ই দৃশ্যমান ছিল। প্রভিন্সিয়াল পার্লামেন্টে তিনি নিজেকে ইমিগ্র্যান্ট’স ভয়েস’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। 

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কের বাংলা বইমেলায় কাদরী পুরস্কারের জন্য বই আহ্বান

প্রতিবারের মতো ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলায় এবারও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২। এ লক্ষ্যে ১৫ জুন এর মধ্যে বই জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। এর আর্থিক মূল্যমান ৫০০ ইউএস ডলার।আগ্রহীরা তাদের বাংলা ভাষায় রচিত ২০২১ সালে প্রকাশিত যেকোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে গঠিত একটি বিচারক সভা সেরা বই নির্বাচন করবেন। শহীদ কাদরী পুরস্কার ২০২২-এ অংশগ্রহণের জন্য লেখককে নিচের শর্তগুলো অনুসরণ করতে হবে:১. লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোনো দেশে অভিবাসী হতে হবে।২. লেখকেরা তাদের বাংলাভাষায় রচিত একটিমাত্র শিরোনামের বই জমা দিয়ে এই পুরস্কার প্রত্যাশী হতে পারবেন। ৩.বইটি অবশ্যই ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে হবে। ৪. লেখককে নিজ খরচে তার বইয়ের ৩ কপি নিচের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।৫. অভিবাসী লেখকদের সেরা বই পুরস্কারের জন্য অংশগ্রহণ করতে হলে ১৫ জুনের মধ্যে বইটি পাঠাতে হবে। উল্লেখ্য, ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত 'নিউইয়র্ক বাংলা বইমেলা'র ৩১তম আসরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক ভুঁইয়া। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লেখক, শিল্পী, প্রকাশক বরাবরের মতো এ বইমেলায় অংশগ্রহণ করে থাকেন। বই পাঠানোর ঠিকানা:USA: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation 37-69, 74th St, 2nd Floor, Jackson Heights, NY 11372Bangladesh: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation , 44 Arambagh, 2nd Floor, Motijheel, Dhaka 1000, Bangladesh. 

post
এনআরবি বিশ্ব

এক মাস পেছাল দুবাইয়ে বাংলাদেশ বইমেলা

এক মাস পেছাল সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী বাংলাদেশ বইমেলা ও বৈশাখী উৎসবের তারিখ। আগামী ২৭ থেকে ২৯ মে এর পরিবর্তে মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৬ জুন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বইমেলা ও বৈশাখী উৎসবের সময় পুনঃনির্ধারণের বিষয়টি অবগত করে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।একই বিজ্ঞপ্তিতে বইমেলা ও বৈশাখী উৎসবে স্টল বরাদ্দের জন্য আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে আবেদন ফরম পূরণের বিষয়ে উল্লেখ করা হয়। আগ্রহীরা আগামী ১৫ জুন বিকাল ৪টা পর্যন্ত ই-মেইলের মাধ্যমে স্টল বরাদ্দের আবেদন করতে পারবেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের উন্নয়ন-প্রবাসীদের অধিকার নিয়ে আলোচনা সভা করেছে কানেক্ট বাংলাদেশ

‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ স্লোগান নিয়ে আলোচনা সভা করেছে কানেক্ট বাংলাদেশ। সম্প্রতি অনলাইন প্লাটফর্ম জুমে এ সভার আয়োজন করা হয়। এতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানেক্ট বাংলাদেশের সদস্যরা আলোচনায় অংশ নেন। আলোচ্য বিষয় ছিল বাংলা নববর্ষের তাৎপর্য, গত ৬ বছরের কানেক্ট বাংলাদেশের কার্যক্রমের মূল্যায়ন, শ্রমিক দিবস স্মরণে কানেক্ট বাংলাদেশের দাবি সমূহের যৌক্তিকতা, প্রবাস জীবনে ঈদের আনন্দ। এসব বিষয়ের ওপর বিষদ আলোচনা করেন উপস্থিত বক্তারা। এসময় আলোচকরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বাংলা নববর্ষের তাৎপর্য, গত ৬ বছরের ‘কানেক্ট বাংলাদেশ’ এর কার্যক্রমের মূল্যায়ন ও প্রবাস জীবনে ঈদের আনন্দ ইত্যাদি। বক্তারা বলেন, বাংলা নববর্ষের শুরু হওয়ার পটভূমি ও বাঙালি জীবনে এর গুরুত্ব এবং বাংলা নববর্ষ আজ আমাদের সামাজিক ও জাতীয় জীবনে একটি উৎসব হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে বসবাসরত সমগ্র বাঙালি সমাজ খুব আনন্দের সাথে দিবসটি উদযাপন করে যাচ্ছে। তারা বলেন, ‘কানেক্ট বাংলাদেশ’এর প্রতিষ্ঠার পটভূমি ও গত ৬ বছরের কার্যক্রম বর্ণনা তুলে ধরেন। ‘কানেক্ট বাংলাদেশ’ আয়োজিত ৪টি বিশ্ব সম্মেলন ও একটি অনলাইন সম্মেলনের সফলতা তুলে ধরেন। বিশ্বের ২৩টি দেশে সংগঠনের কমবেশি তৎপরতা তুলে ধরেন সভায়। এই বছর থেকে চারটি জাতীয় দিবসে নিয়মিত অনলাইন সভা অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান। এছাড়াও করোনা মহামারি সংকটে সংগঠনের সহযোগিতা কার্যক্রম, প্রবাসীদের ওপর নানা অন্যায় অত্যাচারের প্রতিবাদ, দেশের উন্নয়নে নিয়মিত আলোচনা, বিতর্ক, প্রস্তাবনা, দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন ও দলসমূহে গণতান্ত্রিক রীতিনীতি চর্চাসহ সার্বিক তৎপরতার প্রশংসা করেন বক্তারা। নির্দলীয় রাজনৈতিক সংগঠন হিসাবে ‘কানেক্ট বাংলাদেশ’ সত্যি অনন্য। এসময় প্রবাস জীবনে ঈদের আনন্দ এই বিষয়ে অনেকে নানা প্রসঙ্গ তুলে ধরেন। পৃথিবীর অনেক দেশে সম্মিলিতভাবে ঈদ উদযাপন সম্ভব হচ্ছে। ঈদের জামাতে নামাজ পড়া, পাস্পরিক কৌশল ও শুভেচ্ছা বিনিময় আজ দেশে দেশে সম্ভব হচ্ছে। প্রায় দেড় কোটি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে সম্মিলিতভাবে আনন্দও ভাগাভাগি করে যাচ্ছেন। একই সাথে বিশ্বের অপরাপর জাতির সহিত সৌহাদ্য ও সম্প্রীতি গড়ে তুলছেন। মে দিবস স্মরণে আলোচকরা দেশ ও প্রবাসের শ্রমিকদের নানাহ সমস্যা ও অধিকারের প্রসঙ্গ তুলে ধরেন। তারা বলেন, শিশু শ্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নারী শ্রমিকদের ওপর সবধরনের নিপীড়ন বন্ধ করতে হবে। বিশেষ করে সৌদিসহ বিদেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিক বিশেষ যত্ন নিতে হবে ও তাদের ওপর নিপীড়ন বন্ধের দাবি করেন। আই এল ও সনদ স্বীকৃত বিধান মোতাবেক ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। ন্যায্য মজুরি দিতে হবে, যা কমপক্ষে বিশ হাজার টাকা হতে হবে। কর্মঘণ্টা আট ঘণ্টার বেশি হতে পারবে না। এর বেশি হলে দ্বিগুণ মজুরি নিশ্চিত করতে হবে। বাসযোগ্য আবাসন নিশ্চিত করতে হবে। বেতনের এক-তৃতীয়াংশ আবাসন ভাতা চালু করতে হবে। দেশব্যাপী সর্বজনীন চিকিৎসা সুবিধা চালু করা। শ্রমজীবী, কর্মজীবীদের বিনামূল্যে চিকিৎসা, সর্বজনীন, কর্মমুখী, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু, কর্মজীবীদের সন্তানদের শিক্ষা অবৈতনিক, সর্বোপরি সকল কর্মক্ষেত্রে যৌথ ব্যবস্থাপনা (মালিক প্রতিনিধি, শ্রমজীবী/কর্মজীবীদের প্রতিনিধি, কলাকৌশলীদের প্রতিনিধি চালু এবং পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে সরকারিভাবে শিশু পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান।

post
এনআরবি বিশ্ব

বিদেশ পাঠিয়ে দু'বছরেও খোঁজ মিলেনি মিরাজুলের, ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা

গত দুই বছরেও সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুল মন্ডলের। ছেলেকে ফিরে পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে ধর্না দিচ্ছেন তার বাবা-মা। কিন্তু এখনো জানতে পারেননি ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়া গিয়ে নিখোঁজ মিরাজুল কেমন আছেন। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ তার মা।মিরাজুল পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ী গ্রামের দুলাল মন্ডলের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনালের (আরএল-৫৪৯) মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি।দেশটিতে পৌঁছানোর পর মালয়েশিয়ার ‘ইয়াংসিং ইন্ডাস্ট্রিজ-ইপু এসডিএন. বিএইচডি’ কোম্পানিতে সাধারণ কর্মী হিসেবে যোগ দেন মিরাজুল।এরপর প্রথম দিকে তিনি নিয়মিত দেশে টাকা পাঠাতেন ও বাবা-মাসহ পরিবারের লোকজনের খোঁজ নিতেন। কিন্তু হঠাৎ করেই ২০২০ সালের জানুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর দুই বছর কেটে গেলেও আর খোঁজ মেলেনি মিরাজুলের। পরিবার বা আত্মীয় কেউই জানে না তিনি এখন কেমন আছেন। বেঁচে আছেন নাকি মারা গেছেন।মিরাজুলের বাবা দুলাল মন্ডল অভিযোগ করে বলেন, মালয়েশিয়া যাওয়ার পর ২০১৯ সাল পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করাসহ টাকা পাঠাতো সে। তবে মাঝেমধ্যে ফোনে আমাকে বলতো তার রুমমেট পাবনার মিলন, কুমিল্লার ফরহাদ ও ব্রাহ্মণবাড়িয়ার সজিব নামে তিনজন তাকে নির্যাতন করে। তার টাকা কেড়ে নেয়। এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।তিনি আরও বলেন, ২০২০ সালের ১৭ জানুয়ারি আমার সঙ্গে শেষ কথা হয় মিরাজুলের। এরপর আমরা তার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, কিন্তু সন্ধান পাইনি।এদিকে মিরাজুলের মা একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তবে অনেকেই আশা করছেন, ছেলেকে ফিরে পেলে হয়তো আবারও সুস্থ হতে পারেন তিনি।মিরাজুলের বাবা জানান, ছেলের সন্ধান চেয়ে বাংলাদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং থানায় লিখিত আবেদন জমা দিয়েছেন। কিন্তু তিনি এখনো এ বিষয়ে কোনো সহায়তা পাননি। এছাড়া রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল থেকেও কিছু বলা হয়নি।এদিকে মিরাজুলকে খুঁজে পেতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন তার পরিবারের সদস্যরা ও স্থানীয় চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল।মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্টরা জানান, বিষয়টি নিয়ে এরই মধ্যে নিয়োগকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের সহায়তা পেতে নেওয়া হয়েছে পদক্ষেপ। খুব শিগগির মিরাজুলের সন্ধান পাওয়া যাবে বলে আশা করছেন দূতাবাস সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্র-কানাডা প্রবাসীদের টেবিল টেনিসের আসর বসছে মিশিগানে

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকান প্রবাসী বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট। আয়োজকরা বলেছেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী ১২টি টেনিস ক্লাব অংশ নেবে। ক্লাবের বেশির ভাগ খেলোয়াড়ই বাংলাদেশে থাকতে জাতীয় দলে এবং বিভিন্ন ইউনিভার্সিটি টেনিস ক্লাবে খেলেছেন।আগামী ১১ জুন মিশিগান স্টেটের নোভাই শহরে স্পার্ক এরিনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় সময় রোববার (২৩ মে) বিকেলে মিশিগান রাজ্যের হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিশিগান রাজ্যে থেকে চারটি, শিকাগো থেকে দুটি, নিউইয়র্ক থেকে একটি এবং কানাডার টরন্টো থেকে পাঁচটি টেনিস ক্লাবসহ মোট ১২টি ক্লাব টুর্নামেন্টে অংশ নেবে। চারটি একক এবং একটি দ্বৈত ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ক্লাবে সর্বনিম্ন তিন জন এবং সর্বোচ্চ চার জন খেলোয়াড় থাকবেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে রিয়েল এস্টেট এজেন্ট জেএস গ্রুপের জাহেদ জিয়া ও তার সহধর্মিণী সালমা রহমান মুমু। সহযোগিতায় থাকছেন রয়েল বেঙ্গল ইন্ডিয়ান কুজিন রেস্টুরেন্টের কর্ণধার ক্রীড়া ব্যক্তিত্ব হাসান খান

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় শুরু হয়েছে ১৭তম এশিয়া মিডিয়া সামিট

মালয়েশিয়ায় শুরু হয়েছে ১৭তম এশিয়া মিডিয়া সামিট। সোমবার (২৩ মে) থেকে শুরু হওয়া সামিট চলবে ২৬ মে পর্যন্ত। গণমাধ্যম উন্নয়ন সংস্থা এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট-এআইবিডির আমন্ত্রণে ও অর্থায়নে, কুয়ালালামপুরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবু সাদেক। ‘ফিউচার ফরওয়ার্ড: রিইমাজিনিং মিডিয়া’ শীর্ষক থিম নিয়ে অনুষ্ঠিত সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্তের গণমাধ্যম নেতারা অংশ নেন। এছাড়া বিভিন্ন দেশ থেকে গণমাধ্যম নেতারা ভার্চুয়ারি সামিটে অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত, গণমাধ্যমকর্মীদের জন্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা (এইচসিএম) প্রণয়নে গঠিত টাস্কফোর্সের সভায় ও সামিট-পূর্ব কর্মশালায় অংশগ্রহণ ও করোনাকালীন গণমাধ্যম বিষয়ে বিশেষজ্ঞ আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আবু সাদেক।এআইবিডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পরামর্শক্রমে গণমাধ্যমকর্মীদের জন্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা প্রণয়ন কার্যক্রমের উদ্যোগ নেয়। শ্রোতা-দর্শক-পাঠকের কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে স্বাস্থ্য বিষয়ক সঠিক বার্তা, পেশাগত দক্ষতার সঙ্গে উপস্থাপনে, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীদের মধ্যে যোগসূত্র স্থাপন করবে এআইবিডি-এইচসিএম। বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন টাস্কফোর্স সদস্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা প্রণয়ন ও এ সংক্রান্ত সকল প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিষয় তদারকি করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদনক্রমে ও মহাপরিচালক শাহিন ইসলামের দক্ষ নেতৃত্বে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, এআইবিডির সক্রিয় সদস্য হিসেবে নির্দেশিকা প্রণয়নে যুক্ত হয়েছে।এআইবিডি গঠিত এইচসিএম টাস্কফোর্সে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে। এছাড়া টাস্কফোর্সে ভারত, ভুটান, মালয়েশিয়া, কোরিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, আমেরিকা ও ফিজির ১২ জন সদস্য রয়েছেন। সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী আবু সাদেক এর আগে কানাইঘাট কলেজ ও সিলেটের নয়াসড়কস্থ খাজাঞ্জিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন।এছাড়া তিনি শীর্ষস্থানীয় সফটওয়্যার নিমার্তা প্রতিষ্ঠান টেকনোভিস্তা লিমিটেডে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মো. আবু সাদেকের বাড়ি সিলেট জেলার কানাইঘাট থানার সাতবাক ইউনিয়নের জুলাই গ্রামে। তিনি এমসি কলেজের সাবেক শিক্ষক (১৯৭০-১৯৮৩) মরহুম মোহাম্মদ আবু সালেহ ও শাহিদা বেগম চৌধুরীর পুত্র।তিনি কানাইঘাট হাইস্কুলের দীর্ঘদিনের কর্ণধার (১৯৪৩-১৯৭১) প্রখ্যাত শিক্ষাবিদ মরহুম ‘হেডমাস্টার মৌলভী ইব্রাহিম আলী’ এর নাতি ও সমাজসেবক মরহুম তফজ্জুল আলী চৌধুরীর দৌহিত্র। ‘এআইবিডি’ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আন্ত:সরকার এবং ইউএন-এসকাপ সদস্য দেশসমূহের গণমাধ্যম উন্নয়ন সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশ্বের ৪৬টি দেশের ৯৩টি গণমাধ্যম সংস্থা ‘এআইবিডি’ এর সদস্য এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার ৫০টিরও বেশি অংশিদার প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ১৯৮০ সাল থেকে ‘এআইবিডি’ এর সদস্য। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার মালয়েশিয়াভিত্তিক এ সংস্থার সদস্য।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.