দূতাবাস খবর

আল-আযহারের শিক্ষার্থীদের ভিসা জটিলতা নিয়ে মিশরের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

post-img

এলামী মো. কাউসার, কায়রো, মিশর: অবশেষে বাংলাদেশি ছাত্রদের সকল হতাশার অবসান ঘটিয়ে আসতে পারে সমাধান!! গত কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় দৈনিক ও প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল গুলোতে "বাংলাদেশি ছাত্রদের আর আসা হচ্ছে না আল আযহার বিশ্ববিদ্যালয়ে"

এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে বাংলাদেশ দূতাবাস। দূতালয় প্রধান ইসমাইল হোসেন সাংবাদিকদের আশ্বস্ত করে ছিলেন যতদ্রূত সম্ভব রাষ্ট্রদূত মনিরুল ইসলামের নেতৃত্বে দূতাবাস বিষয়টি সমাধানের পথে এগোবো।

এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর নীলনদের তীর ঘেঁষা মিশরের পররাষ্ট্র মন্ত্রনালয়ে, বাংলাদেশি ছাত্রদের ভিসা এবং স্কলারশিপ সংক্রান্ত বিষয়ে, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ঈসমাঈল খাইরাতের সাথে সাক্ষাৎ করেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। সে সময় তার সাথে ছিলেন দূতাবাসের কনসুলার, মোহাম্মাদ ঈসমাঈল হোসাইন, রাষ্ট্রদূতের অনুবাদক ফাহিম আহমাদ। ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি ছাত্রদের একমাত্র সংগঠন, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক, সাইমুম আল-মাহদী। 

মিশরের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশি ছাত্রদের উচ্চ শিক্ষা অর্জনে, মিশরের বিশ্ববিদ্যালয়গুলোতে এডমিশনে, ভিসা সহজীকরণের দাবি তুলে ধরা হয়। বিশেষ করে, আল-আযহার বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ থেকে স্কলারশিপ প্রাপ্ত, গত দুই সেশনের ছাত্রদের পুলিশ ক্লিয়ারেন্স জটিলতা ও ভিসা প্রাপ্তিতে বিলম্বের কারণে এখনো তারা মিশরে আসার সুযোগ পায়নি। তাদের স্কলারশিপের ডকুমেন্টসগুলো সরাসরি মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরা হয়। তিনি অচিরেই এর সমাধানকল্পে কার্যকরী ভূমিকা পালনের আশ্বাস দেন। এবং তৎক্ষণাৎ সিকিউরিটি বিভাগে খোঁজ নেওয়ার জন্য তার ব্যক্তিগত সহকারীকে কে নির্দেশ দেন। 

ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে মিশরে পড়তে চাওয়া প্রাইভেট স্ট্যাডির ছাত্রদের ভিসা প্রাপ্তির ব্যাপারে কার্যকর পদক্ষেপের জন্য অনুরোধ জানানো হয়। এ সময় রাষ্ট্রদূত মুনিরুল ইসলাম বলেন, মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অথবা বৃত্তি পাওয়া বাংলাদেশি ছাত্রদের একটা স্বপ্নের মতো। এসময় তিনি আল-আযহারের গত সেশনগুলোর পরীক্ষার ফলাফলে বাংলাদেশি ছাত্রদের সাফল্য তুলে ধরেন। সহকারী মন্ত্রী এতে বিস্মিত হন ও আনন্দ প্রকাশ করেন। 

সেই সাথে সাধারণ নাগরিকদের দ্রুত ভিসা প্রাপ্তির দাবিও জানানো হয়। তিনি দুই সপ্তাহের মাঝে ভিসা প্রস্তুতের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। 

রাষ্ট্রীদূত মহোদয় , বাংলাদেশিদের জন্য বিশেষ শর্তে অন এরাইভ্যাল ভিসা ও বানিজ্যিক সুবিধা, টুরিজম ইস্যুতে মিশরের কার্যকর ভূমিকার জন্য প্রশংসা করেন। কায়রো টু ঢাকা সরাসরি এয়ারলাইন্স দ্রুত চালুকরনের ব্যাপারেও মন্ত্রী মহোদয় আশ্বাস দেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.