প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ , ১৬:৩৯ | ঢাকা নিউজরুম (এইচ আর)
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির সহযোগিতায় নোয়াখালীর বেগমগঞ্জের শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে জহির উদ্দিন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জের শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ মারিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাসের ইকোনোমিক্স এন্ড ফাইনান্স প্রফেসর ড. ফাইজুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফাইজুল ইসলাম বলেন, 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির মাধ্যমে উন্নত জীবন যাপন, মানব কল্যাণ, সম্পর্ক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ করা সম্ভব। আইটি শিক্ষার মাধ্যমে পৃথিবীকে একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত করা যায়। বিশ্বকে জানা এবং নিজেদের দোরগোড়ায় আনা শুধু আইসিটি কে জানা এবং আইসিটি শিক্ষা লাভের মাধ্যমেই সম্ভব।
এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তিনি তার দাদার নামকরণে কম্পিউটার ল্যাবটি স্থাপন করেন। যেখানে গ্রামের সকল শিক্ষার্থীরা স্কুলে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবে। আর এই সকল প্রশিক্ষণে অনলাইনের মাধ্যমে কারিগরি সহায়তা প্রদান করবে ঢাকায় অবস্থিত পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন বলেন, 'আমরা ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও পিপলএনটেকের যৌথ আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান শুরু করতে যাচ্ছি, এটির মূলত যে উদ্দেশ্য তা হল গ্রাম বা মফস্বলে থাকা যে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত থাকে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। এই প্রশিক্ষণ আমরা স্কলারশিপের মাধ্যমে এবং কোন কোন ক্ষেত্রে বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করব যাতে করে শিক্ষার্থীরা আইটি জ্ঞানকে কাজে লাগিয়ে আর্থস্বাবলম্বী হতে পারে। তিনি আরো বলেন আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমটি পাইলট প্রকল্প। ভবিষ্যতে দেশের ৬৪ টি জেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, 'তিনি বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম নোয়াখালীর মাধ্যমে যাত্রা শুরু করলো, ভবিষ্যতে সারাদেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষকসহ বিদ্যালয় প্রতিষ্ঠাতার পরিবার বর্গ।