আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তালিকা প্রকাশ

post-img

মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে হিসেবে বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোটো দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।

আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে

আয়ারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার

সুইজারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার ২৫১ ডলার

নরওয়ে— মাথাপিছু আয় ১ লাখ ২ হাজার ৪৬৫ ডলার

সিঙ্গাপুর— মাথাপিছু আয় ৯১ হাজার ৭৩৩ ডলার

আইসল্যান্ড— মাথাপিছু আয় ৮৭ হাজার ৮৭৫ ডলার

কাতার— মাথপিছু আয় ৮৪ হাজার ৯০৬ ডলার

যুক্তরাষ্ট্র— মাথাপিছু আয় ৮৩ হাজার ৬৬ ডলার

ডেনমার্ক— মাথাপিছু আয় ৭২ হাজার ৯৪০ ডলার

ম্যাকাও এসএআর— মাথাপিছু আয় ৭০ হাজার ১৩৫ ডলার


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.