প্রবাস জীবন মানেই কর্মব্যস্ততা, সংসারের দায়ভারসহ নানাবিধ অস্থিরতা। আর এই অস্থিরতা দূর করতেই আনন্দ ভ্রমন করেছে, লেবাননের প্রবাসী বাংলাদেশিরা।
একতা বন্ধন সহায়তা সংগঠনের উদ্যোগে পর্যটন নগরী হেরমেল-এ এই আয়োজন করা হয়। দেড়শতাধিক বাংলাদেশির অংশগ্রহনে আনন্দভ্রমন রুপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। আয়োজকেরা জানান, অর্থনৈতিক মন্দায় হাঁফিয়ে উঠা প্রবাসীদের আনন্দ দিতেই এ আয়োজন। এতে সার্বিক সহযোগিতা করেন, ওমর ফারুক মোল্লা, জাকির হোসেন রতন, রিপন চৌধুরী, সাদ্দাম হোসেন ও রাশেদুল ইসলামসহ অনেকে।