অনুষ্ঠান

লেবাননে আনন্দ ভ্রমনে বাংলাদেশিদের মিলন-মেলা

post-img

প্রবাস জীবন মানেই কর্মব্যস্ততা, সংসারের দায়ভারসহ নানাবিধ অস্থিরতা। আর এই অস্থিরতা দূর করতেই আনন্দ ভ্রমন করেছে, লেবাননের প্রবাসী বাংলাদেশিরা।

একতা বন্ধন সহায়তা সংগঠনের উদ্যোগে পর্যটন নগরী হেরমেল-এ এই আয়োজন করা হয়। দেড়শতাধিক বাংলাদেশির অংশগ্রহনে আনন্দভ্রমন রুপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। আয়োজকেরা জানান, অর্থনৈতিক মন্দায় হাঁফিয়ে উঠা প্রবাসীদের আনন্দ দিতেই এ আয়োজন। এতে সার্বিক সহযোগিতা করেন, ওমর ফারুক মোল্লা, জাকির হোসেন রতন, রিপন চৌধুরী, সাদ্দাম হোসেন ও রাশেদুল ইসলামসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.