সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। সাধারণ ক্ষমার মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে। এতে, যেসব অভিবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে,তারা নতুন ভিসার জন্য এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। কেউ যদি এই সময়সীমার মধ্যে আমিরাত ত্যাগ করতে চান, তারাও কোনো প্রকার জরিমানা প্রদান ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশটিতে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি অভিবাসী, যাদের ইতিমধ্যে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। আমিরাতে অভিবাসীর দিক থেকে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন, যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশি।
