ঢাকার ধামরাই পৌর শহরে গত বুধবার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া একই পরিবারের চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) ১২ ঘণ্টার ব্যবধানে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
ওই ঘটনায় অগ্নিদগ্ধ ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নূরুল ইসলাম নান্নু মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে সাথী আক্তার (২১) ও কলেজপড়ুয়া ছেলে সোহাগ মিয়া (১৮)। এর মধ্যে সুফিয়া বেগম সোমবার ভোরে, নূরুল ইসলাম নান্নু বিকেলের দিকে ও ছেলে সোহাগ সন্ধ্যার দিকে মারা যান।
নূরুল ইসলাম নান্নু উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত সুফিয়া বেগমের ভাই মজিবুর রহমান বলেন, মরদেহগুলো বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। তাদেরকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
গত বুধবার ভোরে নূরুল ইসলাম নান্নুর স্ত্রী সুফিয়া বেগম সাহরি রান্নার সময় রান্নাঘরে সিলিন্ডার গ্যাসের চুলায় অটো সুইচ অন করার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড ঘটে। অন্যান্য কক্ষে থাকা সবার বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই অপর তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন কক্ষে থাকা জিনিসপত্র এবং নান্নুসহ স্ত্রী সুফিয়া, ছেলে ও মেয়ে গুরুতর দগ্ধ হন।
দগ্ধদের সবাইকে উদ্ধার করে প্রথমে ধামরাইয়ের সলামপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন।