প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ , ২১:৫৪ | ঢাকা নিউজরুম (এজে)
যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর তত্ত্বাবধানে পোষ্ট গ্রাজুয়েশন অন নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্ট্রেশন এর ৬ষ্ট ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর পান্থপথ গুডলাক সেন্টারের পিপলএনটেক ক্লাসরুমে এ অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
কোর্সটি পরিচালনা করবেন ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং সেক্টর নিয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞ মেন্টর কাজী মাহমুদুল হক।
ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির তত্ত্বাবধায়নে ১ বছর মেয়াদী পোষ্ট গ্রাজুয়েশন অন নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্ট্রেশন কোর্সটির অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ ও পিপলএনটেকের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে কোর্সের খুঁটিনাটি বিষয়ে এবং ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ে পরামর্শ দেয়া হয়।
কোর্সটির রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/mXuR1FkRp8Xp6iSS8
বিস্তারিত জানতে যোগাযোগ করুন –
01799 446655
01611 446699
১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫
ভিজিট করুনঃ
https://www.peoplentech.com.bd
নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুনঃ
- YouTube: youtube.com/channel/UCFsCGU6vp4LApX1wzf0dpUQ
- Facebook Page: https://facebook.com/peoplentech/