জ্যাকসন হাইটসে বিনামূল্যে বাংলাদেশিদের মাঝে বুস্টার টিকা প্রদান করেছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি। করোনা মহামারীর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব বাড়তে থাকায় বুস্টার টিকার ওপর গুরুত্বারোপ করেছে সিডিসি এবং নিউইর্য়ক হেলথ ডিপার্টমেন্ট।
এই লক্ষ্যে বাংলাদেশি কমিউনিটির সেবায় বুস্টার টিকা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি। প্রথম ধাপে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারের সামনে গত ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বুস্টার টিকা প্রদান করা হয়।
কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সাবেক সিটি কাউন্সিল মেম্বার কস্টা কস্টান্টিনিডস, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, জেবিবিএ’র নির্বাচিত সভাপতি গিয়াস আহমেদসহ আরও অনেকে।
সার্বিক আয়োজনে ছিলেন বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আমিন মেহিদী বাবু।
