বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠানে যোগ দেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মরহুমের কনিষ্ঠ কন্যা ডাঃ জুবাইদা রহমান। স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক আবেদ রাজা ও যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন। এর আগে, মরহুমের কর্মজীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ ও ব্যারিস্টার নজির আহমদসহ আরো অনেকে।