টেক মেন্টর

ইস্পাহানি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা ফারহানা হানিপের

post-img

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে সেমিনার অন ‘আইটি ক্যারিয়ার উইথ স্মার্ট টেকনোলজি’ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারহানা হানিপ ভার্চুয়ালি এক বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে আসতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আইটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। এবং পিপলএনটেক শিক্ষার্থীদের সঠিক আইটি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলে এবং পরবর্তীতে তাদের চাকুরী পেতেও সহযোগিতা করে থাকে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৮০০০ শিক্ষার্থীদের জব দিয়েছি।

তিনি বলেন, পিপলএনটেক শুধু বাংলাদেশেই নয় আমেরিকার মূলধারাসহ বিশ্বের বিভিন্ন দেশে সঠিক আইটি ট্রেনিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে।

এছাড়া পিপলএনটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন এপর্যন্ত চার শত’র বেশী বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় এসেছেন এবং তারা ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছে।

এসময় তিনি ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেন। তিনি বলেন, ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে আসতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রি কলেজের ভাষা সৈনিক শিল্পী ইমাদ হোসাইন মিলানায়তনে অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি কলেজের প্রিন্সিপাল প্রফেসর রওশন আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোফাসসের হোসেন, ও পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিওন।

প্রধান অতিথির বক্তব্যে রওশনারা বেগম বলেন, পিপলএনটেক এর অগ্রযাত্রা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সকল কার্যক্রম সহ শিক্ষার্থীদের বিভিন্ন আইটি কোর্সের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত ও ক্যারিয়ার গঠনের জন্য পরামর্শ দেন। এছাড়াও তিনি সরকারি ইস্পাহানি কলেজের শিক্ষার্থীদের বিশেষ স্কলারশিপ দেওয়া হবে বলে জানান।

তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারে আইটিতে তাদের দক্ষতা অর্জন করতে হবে। এতে পিপলএনটেক সকল ধরনের সহযোগিতা করবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোফাসসের হোসাইন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল মার্কেটিং ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আগত শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন বলেন, পিপলএনটেক দীর্ঘ ১৮ বছর বছর ধরে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, জব প্লেসমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয় অত্যন্ত সফলতার সাথে সেবা প্রদান করে আসছে।

সেমিনারে মাছুমা ভূইয়া ফারহার সঞ্চালনায় পিপলএনটেকের বিভিন্ন কোর্স নিয়ে বক্তব্য রাখেন বিজনেস ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার রনি সাহা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র এসইও এক্সিকিউটিভ এন্ড ফ্যাকল্টি অফ ডিজিটাল মার্কেটিংয়ের ফরহাদ হোসেন সহ অন্যান্যরা ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.