PeopleNTech Business Hosting
চ্যানেল আই সেরা কন্ঠ নর্থ আমেরিকার অডিশন রাউন্ডে ওয়াশিংটন ডি.সি ‘র ৫ জনের মিললো 'ইয়েস কার্ড'

চ্যানেল আই সেরা কন্ঠ নর্থ আমেরিকার অডিশন রাউন্ডে ওয়াশিংটন ডি.সি ‘র ৫ জনের মিললো 'ইয়েস কার্ড'


upload news

এখানে গানের প্রতিযোগিতায় এসেছিলো শিশুরা। তারা গাইলো তাদের প্রিয় গানগুলো। বড়রাও এসেছিলেন কেউ কেউ। তারাও শিশুদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়লেন। তবে প্রতিযোগিতা ছাপিয়ে অনুষ্ঠানস্থল গানের হয়ে উঠলো। আর হয়ে উঠলো উপভোগ্য। তাতে ইয়েস কার্ড পেলো ৫ জন। তবে জয়ী হলো তারা সবাই। 

গত ৩০ ডিসেম্বর শুক্রবার, ভার্জিনিয়ার আলেক্সজেন্ড্রিয়ার “ডাটা গ্রুপ সেন্টার” মিলনায়তনে চ্যানেল আই সেরা কন্ঠ নর্থ আমেরিকা-ওয়াশিংটন ডিসি অডিশন অংশ নেন এমন ২০ জন প্রতিযোগী। তাদের মধ্যে ইয়েস কার্ড পেয়ে চ্যানেল আই সেরাকন্ঠ উত্তর আমেরিকায় ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ মিললো ৫ জনের। বড়দের চেয়ে অপেক্ষাকৃত শিশুরাই ছিলো এগিয়ে। এবং তারাই বিজয়ী হয়ে পরের রাউন্ডে যাওয়ার গৌরব অর্জন করে নিয়েছে।

এর হচ্ছে- মাহদীয়া ঈশাল, অপ্সরা বণিক, শ্রেয়সী বড়ুয়া, ঐশ্বর্য্য বণিক এবং এন্থনী রুদ্র।

ওয়াশিংটন অডিশনের বিচারক ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও নাসের চৌধুরী।

বিচারকরা কাগজ কলম নিয়ে টেবিলে বসলে প্রথমেই গান গাইতে এলো শিশু শিল্পী ঐশ্বর্য্য বণিক। সে গাইলো সোলসের সেই বিখ্যাত গান- এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা। দারুণ সুর ছড়িয়ে ঐশ্বর্য্য মঞ্চ ছাড়লে স্ট্যাফানি মন্ডল দিশা গেয়ে শোনালো যারে, যারে উড়ে যারে পাখি গানটি। শিশুকণ্ঠে লতা মুঙ্গেশকরের সেই গান উপভোগ করলো সকলে। সে সুরের রেশ কাটতে না কাটতেই চিরকূট ব্যান্ডের গান নিয়ে এলো তানজিমা মিষ্টি। সে গাইলো একটু তোমায় নিলাম আমি- গানটি। পরে শাহনাজ রহমতউল্লার দেশাত্ববোধক গান আমার দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন গেয়ে সকলকে মুগ্ধ করলো শ্রেয়সী বড়ুয়া। আর সুবীর নন্দীর দিন যায় কথা থাকে গানটি গেয়ে শোনালেন আবদুল্লাহ আল মাসুদ। মান্না দের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই থেকে গাওয়ার চেষ্টা করলেন সুব্রত বাইন। খালিদ হাসান মিলুর যে প্রেম স্বর্গ হতে এসে জীবনে অমর হয়ে রয় এই গানটি গেয়ে বিচারকের মন পেতে চেষ্টা করলেন পরপর দুই জন নিহারজিৎ দত্ত ও তানভীর। তবে আবারও সুবের তালে দর্শকদের মাতিয়ে বিচারকদেরও মন কেড়ে নিলো শিশু শিল্প মাহদীয় ঈশাল। সে গেয়ে শোনালো রবীন্দ্র সঙ্গীত- তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে। রবীন্দ্র সঙ্গীতের রেশ কাটতে না কাটতেই নজরুল গীতি নিয়ে এলো অপ্সরা বণিক। ফিরিয়া যদি সে আসে এই রাগপ্রধান গানটি গেয়ে সকলকে মুগ্ধ করলো সে। এরপর কিছুটা বক্তৃতার পালা হলেও সবশেষে ছোট্ট শিশু এন্থনি রুদ্র তার গানে দর্শককে মুগ্ধ করলো। 

গান শেষ হলে ফলের অপেক্ষা। অবশেষে জানানো হলো চ্যানেল আই সেরা কন্ঠ নর্থ আমেরিকার অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পেয়েছে ওয়াশিংটন ডি.সি ‘র মাহদীয়া ঈশাল, অপ্সরা বণিক, শ্রেয়সী বড়ুয়া, ঐশ্বর্য্য বণিক ও এন্থনী রুদ্র।

আগামী ২রা জানুয়ারী নিউ ইয়র্কের গুলসান টেরেসে জাকজমকপূর্ণ ফাইনাল রাউন্ডে যোগ দেবার আমন্ত্রণ জানিয়ে ইয়েস কার্ড দেন চ্যানেল আই ইউএসএ’র চীফ অপারেটিং অফিসার রাশেদ আহমেদ।

ডিসি অডিশন রাউন্ডে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সরকার কবির উদ্দিন, মাসুদা খাতুন, প্রযোজক ওয়ালি ফাহমি, ড. ফয়সল কাদের ও স্পন্সর‌ ডাটা গ্রুপ সিওই জাকির হোসেন।


অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতায় ছিলেন শামীম চৌধুরী, রেদোওয়ান চৌধুরী, প্রানেশ হালদার, মাহসাদুল ইসলাম রূপম।

ওয়াশিংটন ডিসির আগে কানাডার টরন্টো, ফিলাডেলফিয়া, নিউজার্সি, নিউইয়র্কসহ পৃথক পৃথক রাজ্যে জুমে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২রা জানুয়ারী উত্তর আমেরিকার সকল আঞ্চলিক বিজয়ীরা নিউইয়র্কে চূড়ান্ত পর্বে অংশ নেবে। সেখানে বিজয়ী চ্যাম্পিয়ন এবং রানার্স আপ বাংলাদেশে চ্যানেল আই সেরা কন্ঠ পর্বে অংশ নেবে। তবে নিউইয়র্কে সেরা পাচ নির্বাচিত করা হবে। কোন কারনে চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপের কেহ বাংলাদেশ পর্বে অংশ গ্রহনে অপরাগ হলে পর্যায়ক্রমে বাকী তিনজন থেকে অন্তর্ভূক্ত করা হবে।

সর্বশেষ



G-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads