খেলা

জিম্বাবুয়েকে ‘সফর ভাতা’ দেবে ইংল্যান্ড

post-img

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রাজস্ব বন্টন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর প্রতি নজর বাড়াতে লম্বা সময় ধরে আলোচনা হচ্ছিল। বিশেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া, বিসিসিআই এবং ইসিবির দৃষ্টি আকর্ষণ করছিল দেশগুলো। কিন্তু আইসিসির কিংবা বিগ থ্রি কান্ট্রির তেমন ভ্রুক্ষেপ পাওয়া যায়নি। বরং আর্থিকভাবে তারা কেবল লাভবানই হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে কিছুটা হলেও সরে আসার পথ খুঁজে নিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০২৫ সালে ইংল্যান্ডে দুই টেস্ট খেলতে যাবে জিম্বাবুয়ে। তাদেরকে সফর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এ খবর নিশ্চিত করেছেন। ইএসপিএন ক্রিকইনফো বলছে, আধুনিক যুগে প্রথম নজির গড়ে জিম্বাবুয়ে ক্রিকেটকে এই অর্থ দেবে ইসিবি।

একটা সময়ে সফরের ভাতা আয়োজক দেশ সফরকারী দেশকে দিয়ে আসতো। এই ধারা চালু ছিল লম্বা সময়। কিন্তু বিংশ শতাব্দীতে এই ধারা পাল্টে যায়। তাতে সফরকারী দেশগুলোর ওপর অর্থ খরচের চাপ বাড়তে থাকে। ইসিবি শুধুমাত্র জিম্বাবুয়ে দলকেই নয়, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনার চেষ্টা করছে।

স্কাই স্পোর্টসে মাইক আথারটনের সঙ্গে আলোচনায় গুল্ড বলেছেন, ‘এখানে প্রচুর দায়িত্ব রয়েছে। আপনি যদি আইসিসির রাজস্ব এবং দ্বিপক্ষীয় সিরিজে আয়োজক দেশগুলোর আয়ের দিকটি দেখেন দেখবেন পুরোনো রীতিতেই সব কিছু চলছে। উদাহরণ হিসেবেই দেখুন, আগামী বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল ইংল্যান্ডে সফর করবে। স্বাভাবিকভাবেই তারা এখানে যখন আসবে আমরা কেবল তাদের থাকার বিষয়টিই দেখবো। বাকিটা তাদের। সফরকারী দলকে কোনো ভাতা দেওয়া হবে না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, জিম্বাবুয়ে যখন আমাদের এখানে খেলতে আসবে আমরা তাদেরকে সফর ভাতা দেবো।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.