ঈদের আগেই মুক্তি পেয়েছে অভিনেতা মুশফিক আর ফারহানের বিশেষ নাটক ‘মাস্তান’। কোরবানির ঈদ ও একটি গৃহপালিত গরুর গল্পে নির্মিত হয়েছে এই নাটক। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তার গরু মাস্তান।
আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। ঈদ উপলক্ষে ১৫ জুন দুপুরে নাটকটি মুক্তি পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এরপরই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই নাটক।
ইউটিউবে নাটকটি দেখে রমজান হোসেন নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘চোখের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে কখন জানি না। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ওই একটা পশুকে নিয়ে একরাশ স্বপ্ন থাকে, থাকে অফুরন্ত ভালোবাসা। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, অর্থের বিনিময়ে ভালোবাসা যে বিক্রয় করে দিতে হয়।’
জান্নাত আক্তার লিখেছেন, ‘নাটকটা খুবই সুন্দর ছিল। মন ছুঁয়ে গেল এমন নাটক দেখে। কুরবানির সময় এরকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে প্রিয় পশুর মায়ায়।’
‘মাস্তান’ মুক্তির পর দারুণ সাড়া পাচ্ছে সংশ্লিষ্টরা। নাটকটি প্রকাশের চার ঘণ্টায় অতিক্রম করেছে প্রায় তিন লাখ ভিউ।