প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ , ২২:৫০ | ভার্জিনিয়া নিউজরুম (এমএমকে)
বাংলাদেশে ইংরেজি ভাষার সংবাদমাধ্যমে চার দশকের বেশি সময় ধরে অবদান রাখার পর যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে বসবাসকারী সাংবাদিক ও লেখক মাইন উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
গত ১ জানুয়ারি (রবিবার) রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের জ্যামাইকা মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২৭ ডিসেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাইন উদ্দিন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওজন পার্কের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন মাইন উদ্দিন।
মাইন উদ্দিন আহমেদ এর ছেলে রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তারা বাবার কিডনিতে টিউমার ধরা পড়লে চিকিৎসকরা ক্যান্সারের সম্ভাব্যতা যাচাই করছিলেন।
রিয়াজ জানান, তার বাবাকে নিউ জার্সিতে সমাহিত করা হবে।
মাত্র কয়েক বছরের প্রবাস জীবনে মাইন উদ্দিন আহমেদ বিভিন্ন মহলে অনেক পছন্দের মানুষ হয়ে উঠেছিলেন। কমিউনিটির বিভিন্ন কর্মসূচিতে তার ছিলো সরব উপস্থিতি।
নিউ ইয়র্ক বাংলাডটকম এর বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ, দেশ পত্রিকার সাপ্তাহিক কলাম ‘কথার কথকতা’ লিখে যাওয়া, টাইম টিভির ‘প্রেস ভিউ’তে অংশ নেওয়া এসব নিয়ে সব সময় ব্যস্ত সময় কাটতো তার।
মাইন উদ্দিন আহমেদের এই অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে আসে নিউইয়র্কের সাংবাদিক মহল তথা বাংলাদেশি কমিউনিটিতে।