post
শিক্ষা

উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে হবে। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা-যোগ্যতা না থাকলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।রোববার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিশ্ব নাগরিক তৈরি করার প্রক্রিয়া। সমগ্র বিশ্বে এখন দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ কর্মীর চাহিদা বেড়েছে। সমগ্র বিশ্বের শ্রম বাজার আমাদের জন্য উন্মুক্ত।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে যদি দেখি, সেসব দেশে আরবি-ফরাসি ভাষা শিখে বিশ্ব নাগরিক হওয়ার জন্য তাদের তরুণ প্রজন্ম সারাবিশ্বে জড়িয়ে পড়েছে। আমাদেরকেও এ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এজন্য যেভাবে দক্ষ ও যোগ্য হওয়া যায়, শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে হবে।গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আপনারা কেন বিদেশি পেশাজীবীদের এ জায়গা দখল করতে পারবেন না? যারা ইতোমধ্যেই গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের উদ্দেশ্যে বিনীত নিবেদন থাকবে ক্যারিয়ার প্ল্যানিংটা আপনারা অবশ্যই করবেন। তিনি বলেন, বিশ্বের যেসব ভাষা বহুল প্রচলিত সেসব ভাষায় আমাদের শিক্ষার্থীরা যাতে দক্ষ হয়ে উঠে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন।তিনি  আরো বলেন, ভাষা ছাড়াও অনেক সফট স্কিল রয়েছে। এসব স্কিলের দিক থেকেও আমরা যদি পিছিয়ে থাকি তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে।বিশ্ববিদ্যালয়টির ৭ম সমাবর্তনে ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আরও চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।তিনি বলেন, যেসব খাতে বিদেশি পেশাজীবীরা কর্মরত আছেন সে সব খাতে আপনারা দেখবেন, এসব পেশাজীবীরা সুনির্দিষ্ট কিছু দক্ষতার কারণে এদেশে কাজের সুযোগ পেয়েছেন। যারা কর্মদাতা, তারা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট বলে কাউকে চাকরি দেন না।ইউআইইউর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভাসিটির অধ্যাপক ইমেরিটাস এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া প্রমুখ।

post
শিক্ষা

বেগম রোকেয়া সাখাওয়াতকে বিদেশীদের কাছে তুলে ধরতে জীবনী অনুবাদ

বাঙালী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতকে বিদেশীদের কাছে তুলে কাজ করছেন জার্মান প্রবাসী বাংলাদেশী হামিদুল খান। নারীর অগ্রযাত্রায় বাংলাদেশ ভূখণ্ডে যে কাজ করেছেন তিনি,তা বিদেশিদের কাছে তুলে ধরছেন তার জার্মান ভাষার গ্রন্থ প্রকাশনায়। বাংলাদেশি লেখকদের সহযোগিতায় জার্মানি ভাষায় বেগম রোকেয়ার নারী অগ্রযাত্রার তথ্য ও ভূমিকা তুলে ধরেছেন তিনি।বাঙালি মুসলিম নারী সমাজের শিক্ষার কথা বলতে গেলে প্রথমেই যার নাম আসে তিনি হলেন বেগম রোকেয়া। মুসলিম বালিকাদের শিক্ষাবিস্তারের ক্ষেত্রে তার সাহসী ও অগ্রণী ভূমিকা চিরস্মরণীয়। নারীর অধিকার রক্ষার আন্দোলনেও তিনি অগ্রবর্তী। তার এসব কর্ম দেশের পরে বিদেশে চর্চা হচ্ছে এখন। জার্মানিতে বিদেশি নাগরিকদের কাছে বেগম রোকেয়ার ইতিহাস তুলে ধরতে জার্মান ভাষায় বই প্রকাশ করেছেন জার্মান প্রবাসী রোকেয়া গবেষক ও সমাজ সেবক হামিদুল খান। এই বইয়ের প্রকাশনায় সহযোগিতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান। বেগম রোকেয়ার কারণে আজ নারীরা মাথা উচু করে কাজ করে যাচ্ছেন বলে জানান ব্রাক সমকাল সাহিত্য পুরস্কার জয়ী লেখিকা রাশিদা স্বরলিপি। বর্তমানে জার্মানিসহ বিভিন্ন দেশের নাগরিকরা বেগম রোকেয়ার সাহিত্য চর্চা ও দর্শন অনুপ্রেরণার গল্প জানতে, বাংলাদেশ ভ্রমণ করছেন।

post
শিক্ষা

নোয়াখালীতে প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা

নোয়াখালীর বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমান ও আয়েশা খাতুনকে স্কুলের প্রাক্তন প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।স্কুলের প্রাক্তন ছাত্র সাউথ আফ্রিকা প্রবাসী মহিন এবং তার সহপাঠিদের সার্বিক সহযোগিতায় এই সংবর্ধনা দেয়া হয়। স্কুল কমিটির সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন ও অনুষ্ঠানের সমন্বয়ক গাজি মহিন উদ্দিন মজনুসহ অনেকে।

post
শিক্ষা

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর,২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে। এদিকে,বৈশ্বিক অতিমারিতে গেল তিন বছরে নির্ধারিত সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেয়া সম্ভব না হলেও,এবার হচ্ছে।রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরিক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষা। এবিষয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,পাশের হার বৃদ্ধির সাথে সাথে এবার পরিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এদিকে ভাল ফলাফলের মাধ্যমে সন্তানরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান অভিভাবকরা। অন্যান্য বছরের তুলনায় এবার প্রশ্নপত্র সহজ হয়েছে বলে জানায় পরীক্ষার্থীরা।

post
শিক্ষা

তুরস্কে চলছে সরকারের বৃত্তির আবেদন, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন

সারাবিশ্বে ঐতিহাসিকভাবে সমৃদ্ধশালী দেশ তুরস্ক। ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত দেশটির সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর আকর্ষণীয় কিছু বৃত্তির সুযোগ দিয়ে থাকে। এরমধ্যে অন্যতম হলো তুরস্ক সরকারি বৃত্তি বা তুর্কিয়ে বুরস্লারি।মূলত মেধাবী বিদেশি শিক্ষার্থীদের সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিতে বৃত্তিটি দেওয়া হচ্ছে। এই বৃত্তির আওতায় মাসিক উপবৃত্তি ছাড়াও ফ্রি টিউশন ফি, রিটার্ন ফ্লাইট টিকিট, স্বাস্থ্যবিমা, বাসস্থানসহ বিভিন্ন খরচ বহন করে তুরস্ক সরকার। বৃত্তিতে থাকছে যেসব সুবিধা ফ্রি টিউশন ফি, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা, বাসস্থান, আসা-যাওয়ার বিমান টিকিট, এক বছরের তুর্কি ভাষাশিক্ষা কোর্স। মাসিক উপবৃত্তির পরিমাণ আন্ডারগ্র্যাজুয়েট: প্রতি মাসে ৩ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ১২ হাজার ৬০০ টাকা)। মাস্টার্স: প্রতি মাসে ৫ হাজার তুর্কি লিরা (প্রায় ১৮ হাজার ১০০ টাকা)। পিএইচডি: প্রতি মাসে ৬ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ২৩ হাজার ৫০০ টাকা)। ভাষা: ইংরেজি বা তুর্কি ভাষায় দক্ষতা থাকতে হবে। জাতীয়তা: তুর্কি নাগরিক বা যারা তুর্কি নাগরিকত্ব হারিয়েছেন, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া অন্য যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। তবে তুরস্কের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না। একাডেমিক স্কোর স্নাতক: ন্যূনতম ৭০ শতাংশ, মাস্টার্স এবং ডক্টরেট: ন্যূনতম ৭৫ শতাংশ, স্বাস্থ্যবিজ্ঞান (মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ফার্মেসি): ন্যূনতম ৯০ শতাংশ। বয়সসীমা আন্ডারগ্র্যাজুয়েট: ২১ বছরের কম, মাস্টার্স: ৩০ বছরের কম, ডক্টরেট: ৩৫ বছরের কম। আবেদন করতে যা যা লাগবে যেকোনো একটি বৈধ পরিচয়পত্র অথবা পাসপোর্ট, সাম্প্রতিক সময়ে তোলা আবেদনকারীর একটি ছবি, জাতীয় পরীক্ষার ফলাফল (যদি থাকে), ডিপ্লোমা অথবা অস্থায়ী পরীক্ষার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আন্তর্জাতিক পরীক্ষার ফলাফল (GRE, GMAT, SAT ইত্যাদি) যুক্ত করতে হবে যদি নির্ধারিত বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ে থাকে, প্রযোজ্য ক্ষেত্রে ভাষাগত দক্ষতার (TOEFL, DELF) সনদ। পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে একটি গবেষণার প্রপোজাল এবং প্রার্থী ইতোমধ্যে সম্পন্ন করেছেন- এমন একটি গবেষণার প্রমাণ দাখিল করতে হবে। বৃত্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির বিষয়ে আবেদন করা যাবে। বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রসহ (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং) বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিন ও আরও হাজারের বেশি প্রোগ্রাম। আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন https://turkiyeburslari.gov.tr/

post
শিক্ষা

যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

উচ্চ শিক্ষার জন্য পছন্দের তালিকার শীর্ষে বরাবরই রয়েছে যুক্তরাজ্য ও  সুইজারল্যান্ড। উন্নত বিশ্বের এ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সরকারী অর্থায়নেও দেয়া হয় বিভিন্ন স্কলারশিপ। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি মওকুফের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক সুবিধাও পাওয়া যায়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষার জন্যে শিক্ষার্থীদের প্রথম পছন্দের নাম যুক্তরাজ্য। দেশটিতে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে দেওয়া হচ্ছে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটি টিউশন ফি, আবাসিক ভাতা এবং ওয়ার্কশপের জন্য অন্যান্য ভ্রমণ খরচ দিয়ে থাকে। তবে, যুক্তরাজ্যের বাইরের শিক্ষার্থীদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য গেটস কেমব্রিজ স্কলারশিপ দেওয়া হয়। এ স্কলারশিপটি টিউশন ফি, শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পোজিশন ফি, বিমান ভাড়া ও ভিসা খরচও প্রদান করে তারা।প্রাচীনতম স্কলারশিপ প্রোগ্রাম রোডসের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর করার সুযোগ পাচ্ছেন। রোডস স্কলারশিপ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ,ব্যক্তিগত উপবৃত্তি, স্বাস্থ্য বিমা এবং বিমান ভাড়া বহন করে।এছাড়াও নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ডেভেলপিং সলিউশন স্কলারশিপ। কমনওয়েলথের উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০৫টি বৃত্তি প্রদান করে থাকে এ প্রোগামটি । এদিকে বিশ্বের ১৮০ টিরও বেশি দেশের মধ্যে আন্তর্জাতিক বিনিময় ও গবেষণা সহযোগিতা প্রচারের জন্য গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রদান করছে সুইজারল্যান্ড। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, লোডিং ভাতা এবং স্বাস্থ্য বিমা পাবেন।এছাড়াও সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপে ডক্টরাল গবেষণার জন্য পড়াশোনার সুযোগ দিচ্ছে অনন্য সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড। এ স্কলারশিপে টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা পান বিদেশী শিক্ষার্থীরা। তাই দেরি না করে বৃত্তিগুলো লুফে নিতে পারেন শিক্ষার্থীরা।

post
শিক্ষা

রেসিপি শিখুন ফুলকপির বড়া

শীতের অন্যতম আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। এই সবজি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। ফুলকপির কোর্মা, ফুলকপির রোস্ট, ফুলকপির পায়েস তৈরি করেও খাওয়া যায়। আবার আপনি চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন ফুলকপির বড়া। শীতের বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির বড়া তৈরির রেসিপি-যা লাগবে তৈরি করতে: ফুলকপি- ১টি, ময়দা ও কর্নফ্লাওয়ার- ১ কাপ, কালিজিরা- এক চিমটি, ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, চিনি- আধা চা চামচ,লবণ- স্বাদমতো,টেস্টিং সল্ট- এক চিমটি, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ,ডিম- ১টি ও ভাজার জন্য তেল। তৈরি করার নিয়ম: ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ দিয়ে তুলে নিন। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন। খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ভাপানো ফুলকপি গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। গরম গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটি চাইলে পছন্দের যেকোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।

post
শিক্ষা

নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ শিক্ষামন্ত্রীর

নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে বলেও তিনি জানান। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন। তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান।

post
শিক্ষা

নতুন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিলো ডব্লিউইউএসটি

নতুন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিলো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)। ৩ জানুয়ারী বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ আলেকজান্দ্রেয়ার নিজস্ব নতুন ক্যাম্পাসে অরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয়া হয় উইন্টার কোয়ার্টার শুরু করতে যাওয়া নতুন শিক্ষার্থীদের। শিক্ষা জীবনের নতুন পাঠ শুরু করতে যাওয়া এসব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতিসহ নানা বিষয়ে পরামর্শ রাখেন শিক্ষকগণ। বিশ্বের ১২০'টি দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ডব্লিউইউএসটি)। ৮ জানুয়ারি থেকে শুরু থেকে যাওয়া উইন্টার কোয়ার্টারে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার ভর্তি হয়েছে আড়াইশোর মত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবন শুরুর আগে তাদের সাথে পরিচয় পর্ব এবং সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেয়ার জন্যই করা হয় এই অরিয়েন্টেশনের আয়োজন। নতুন ক্যাম্পাসের অডিটোরিয়ামে হওয়া যে আয়োজনে সরাসরি অংশ নিয়েছিলেন ৭০জন শিক্ষার্থী। বাকিরা যুক্ত হয়েছিলেন অনলাইনের মাধ্যমে। শুরুতে সকলে স্বাগতম জানান, ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পরিচয় করিয়েদেন ছাত্রছাত্রীদের সাথে।নতুনদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ড. কারাবার্ক বলেন এই বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রী অর্জনই নয়, জীবন ও ক্যারিয়ার গঠনে অনেক কিছু নেয়ার আছে এখান থেকে। ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে ডব্লিউইউএসটি বদ্ধ পরিকর। শিক্ষক থেকে কর্মকর্তা সকলে প্রস্তুত তাদের অভিজ্ঞতা বিলিয়ে দেয়ার জন্য, ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে আগ্রহ থাকবে হবে তা গ্রহনের জন্য। তিনি আরও বলেন, অনেক দেশের অনেক সংস্কৃতির মেলবন্ধন এই বিশ্ববিদ্যালয়। একেক দেশের সহপাঠীদের কাছ থেকে যেমন অনেক কিছু নেয়ার আছে শেখার আছে আবার অন্য কারোর অনুভূতিতে যেন আঘাত না লাগে সেই বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন ড. কারাবার্ক। সকলকে নেটওয়ার্ক বৃদ্ধির ব্যাপারো ফোকাস থাকতে বলেন তিনি। ডব্লিউইউএসটির প্রধান অর্থকর্মকতা ফারহানা হানিপ বলেন, নতুন বছরের শুরুতে নতুন পরিবেশে এতো গুলো নতুন মুখ দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, 'তোমাদের স্বপ্ন পূরণে যত ইচ্ছে শিখে নাও, যত পারো নিজেকে এগিয়ে নাও, সফলতার দারুণ সব স্মৃতি জমা করো। তবে তোমরা কে কোথা থেকে এসেছো সেটি ভুলে যেও না, নিজের দেশকে ভালোবাসো, দেশকে বুকের মাঝে সবসময় ধারণ করবে। তাহলে তোমার জাতিকে তুমি গর্বিত করতে পারবে।' স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মানতে হয় বেশ কিছু নিয়ম কানন। জানতে হয় কি কি করা যাবে আর কি করা যাবে না। ডব্লিউইউএসটির অ্যাডমিশন ম্যানেজার কিম্বার্লী সিম্পসন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেণ নতুন শিক্ষার্থীর সামনে।ডব্লিউইউএসটির লক্ষ্য, স্টুডেন্টদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবনা, কি কি সুযোগ সুবিধা রয়েছে যে সকল তথ্য উপস্থাপন করেন ডব্লিউইউএসটির স্কুল অব বিজনেস এর পরিচালক অধ্যাপক ড. মার্ক এল রবিনসন। জানান, ভালো ফলাফলের উপর ডব্লিউইউএসটি স্কলারশীপ দিয়ে থাকে প্রতি কোয়ার্টারে। সেই স্কলারশীপের নানা ধাপ ও তা পাবার জন্য করনীয় সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন ড. মার্ক। শিক্ষার্থীদের সামনে ক্লাসের অংশ গ্রহন, অ্যাসাইনমেন্ট সাবমিশন, ডিসকাশন, প্রেজেন্টেশন, পরীক্ষার মান বন্টনের বিষয়গুলো সর্ম্পকে ধারণা দেন স্কুল অব আইটির ডিরেক্টর অ্যাপোসটোলস ইলিওপোলাস পল।আর শিক্ষার্থীরা কোন কোন প্লাটফর্ম আর টুলস ব্যবহার করে তাদের ক্লাস ও অ্যাসাইনমেন্ট গুলো করবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন  স্টুডেন্ট সাকসেস ও ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ। জানান, ক্যারিয়ার ডেভেলপমেন্টে ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কিভাবে পাশে থাকবে।  এই আয়োজনে আরও বক্তব্য রাখেন, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অব জেনারেল অ্যাডুকেশন ড. হোয়ান লি, মার্কেটিং ডিরেক্টর হোসে ওর্তেগা,  আইটি ম্যানেজার কাজী বারী, স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিন ইয়েগিত।ওরিয়েন্টেশন শেষে নতুন স্টুডেন্টদের সাথে গ্রুপ ফটোসেশন অংশ নেন প্রেসিডেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা। আর মধ্যান্হ ভোজের মধ্য দিয়ে শেষ হয় উন্টার ওরিয়েন্টেশন। খাবার গ্রহনের সময় নতুন সহপাঠীরা একে অপরের সাথে পরিচয় পর্ব সেড়ে গল্পে মেতে উঠেন একেকজন।২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের সতেরশো শিক্ষার্থী লেখাপড়া করছে।

post
শিক্ষা

নতুন বছরে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ

নতুন বছরে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। পুরোনো বৃত্তিগুলো যেমন চালু হচ্ছে, তেমনি নতুন অনেক বৃত্তির জন্যও আবেদনের আহ্বান করা হয়েছে। যাঁরা বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে চান, তাঁদের জন্য করণীয় কী?বিদেশে বৃত্তি নিয়ে লেখাপড়ার স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি শিক্ষার্থী। তবে এ প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। ফলে তাড়াহুড়ায় সুযোগ পাওয়ার সম্ভাবনা সীমিত। এর জন্যে যেমন পড়াশোনার প্রস্তুতির প্রয়োজন, অন্যদিকে প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয়ও কম গুরুত্বপূর্ণ নয়। প্রতিযোগিতামূলক বৃত্তিগুলোর জন্য দরকার হয় ৭ থেকে ৭ দশমিক ৫ আইইএলটিএস স্কোর। তবে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তিগুলোতে ৬ দশমিক ৫ স্কোরও গ্রহণ করা হচ্ছে। তাই ইংরেজি দক্ষতার প্রতি নজর দেয়া জরুরী। তবে যাঁরা ব্যবসায় শিক্ষা নিয়ে পড়বেন, তাঁদের জন্য জিম্যাট গুরুত্বপূর্ণ। আর প্রকৌশল এবং বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে পড়তে চাইলে দরকার হবে জিআরই স্কোর। এদিকে, বৃত্তির ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলি,স্বেচ্ছাসেবক বা গবেষক হিসেবে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হয়। তাই এসব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে আগে থেকেই। বাংলাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সনদ তুলতে গেলে আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। তাই শেষ মুহুর্তের জন্যে না রেখে শিক্ষা সনদ ও পাসপোর্টসহ প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে। দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে আবেদন প্রক্রিয়া ভিন্ন হয়। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে এসব বিষয়ে তথ্য পাওয়া যায়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকেও ই-মেইল করে তথ্য জানতে পারেন। বৃত্তির সর্বশেষ ধাপে সাক্ষাতের মুখোমুখিও হতে হয় আবেদনকারীকে। অনলাইনে মৌখিক সাক্ষাৎকারের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের দূতাবাসও নিতে পারে সাক্ষাৎকার। কিছু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট অর্থ ব্যাংকে রাখতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া সম্পর্কে জেনে নেয়া ভালো। চিভনিং বৃত্তিসহ প্রতিযোগিতামূলক স্কলারশিপগুলোর ক্ষেত্রে আবেদনের শেষ সময়ে সার্ভার জটিলতায় অনেকেই আবেদন বঞ্চিত হন। তাই কিছুটা সময় হাতে নিয়ে এ আবেদন করতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.