টেক মেন্টর

ইউটিউবে যেভাবে ভিডিওর ভিউ বাড়াবেন

post-img

অনলাইনে অর্থ উপার্জনের জন্য অনেকেই ইউটিউব অ্যাকাউন্ট খোলেন। ভিডিও তৈরি করে নিজের সেই অ্যাকাউন্টে আপলোড করলেও অধিকাংশ সময় দেখা যায় ভিডিওতে ভিউ খুব বেশি একটা হয় না। মানসম্মত কনটেন্ট না হওয়া, সঠিক নিয়ম না মানার কারণে ভিডিওর ভিউ সংখ্যা খুব কম হয়ে থাকে। তাই আজকের প্রতিবেদনে ইউটিউবে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বেশ কিছু কৌশল এবং প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।

ভিডিওর মান বৃদ্ধি করুন : ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আপনাকে উচ্চ মানের ভিডিও তৈরি করতে হবে। যেন দর্শকরা অধিক সময় আপনার ভিডিওগুলো দেখতে উৎসাহিত হন।এজন্য ভালো ক্যামেরা, মাইক্রোফোন এবং প্রসেসিং উপকরণের জন্য নিয়ে চিন্তা করতে হবে।

ইনফরমেটিভ এবং বিনোদনমূলক ভিডিও তৈরি করুন : আপনার ভিডিওগুলো ইনফরমেটিভ এবং বিনোদন ভিত্তিক হতে হবে। যেন ভিডিওটি দর্শকদের জন্য দ্রুত এবং বিনোদনমূলক হয়।

বিশেষ টপিক নির্বাচন করুন : আপনি যে সম্প্রদায়ের আছেন, সেই সম্প্রদায়ের জন্য ভিডিও তৈরি করুন এবং আপনার নিজের প্রতিষ্ঠান তৈরি করুন।

ট্রেন্ডিং টপিক নির্বাচন করুন : ইউটিউবে ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করা যেতে পারে। তাহলে আপনার ভিডিওগুলো একটি বিশেষ দর্শক মহলে প্রচুর ভিউ পাবে।

আকর্ষণীয় ভিডিও তৈরি করুন : আপনি আপনার ভিডিওগুলোর প্রমোট করার জন্য সামাজিকমাধ্যমে একটিভ থাকার পাশাপাশি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন। এতে আপনার দর্শকদের সঙ্গে কমেন্ট এবং প্রতিক্রিয়ার মাধ্যমে ইন্টারঅ্যাক্ট বৃদ্ধি পাবে।

ভিডিও প্রকাশ সময় নির্বাচন করুন : আপনি সবচেয়ে জনপ্রিয় সময় বা পিক আওয়ারে আপনার ভিডিও আপলোড করুন।

একটি পুল তৈরি করুন : ভিডিওর শুরুতে দর্শকদের উৎসাহিত করার জন্য অংশগ্রহণকারীদের জন্য একটি কুইজ/পুল তৈরি করতে পারেন। যার মাধ্যমে ইউটিউব চ্যানেলে এনগেজ বৃদ্ধি পাবে।

কীওয়ার্ড ব্যবহার করুন : আপনার ভিডিওর টাইটেল ও ডেসক্রিপশনে সঠিক কীওয়ার্ড ব্যবহার করতে হবে। কারণ সঠিক কীওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এটি সার্চ ইঞ্জিনে লিখে ভাল ফলাফল পেতে পারেন। কারণ, কীওয়ার্ড লিখেই বেশির ভাগ লোক ইউটিউবে নিজের পছন্দের ভিডিওর খোঁজ করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.