প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ , ০১:০৪ | ভার্জিনিয়া নিউজরুম (এমএমকে)
২০২৩ সালে আইটি প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ সব কোর্স নিয়ে আসছে পিপলএনটেক। যুক্তরাষ্ট্রে আইটি খাতে দক্ষ জনশক্তি সরবরাহে প্রায় দুই দশক ধরে কাজ করে আসা প্রতিষ্ঠানটি জানুয়ারিতে শুরু করছে সেলেনিয়াম কোর্স। এছাড়া ফেব্রুয়ারিতে শুরু হবে ডেভঅপস কোর্স।
উভয় কোর্সই পরিচালিত হবে পিপলএনটেকের ভার্জিনিয়া ক্যাম্পাস থেকে।
এরই মধ্যে দুটি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ১৪ জানুয়ারি শুরু হবে সেলেনিয়াম কোর্স। যা প্রতি সপ্তাহান্তে শনিবার ও রবিবারগুলোতে চলবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস নেবেন সেলেনিয়ামের দক্ষ প্রশিক্ষকরা।
১৪টি মডিউলে ভাগ করে পুরো প্রশিক্ষণ প্রক্রিয়াটি শেষ করা হবে, জানাচ্ছিলেন পিপলএনটেকের কর্মকর্তারা।
তারা বলেন, পিপলএনটেক প্রশিক্ষণরুমে কর্মপরিবেশ সৃষ্টি করে প্রশিক্ষণার্থীদের তৈরি করা হয়। এতে প্রশিক্ষণার্থীরা চার মাস ধরে ক্লাসরুমে সৃষ্ট ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্টে কাজ করেন। আর তার মধ্য দিয়ে তারা প্রশিক্ষণ শেষে নিজেদের এতটাই দক্ষ করে তুলতে পারেন যে কর্মজগতে ঢুকতে তাদের বেগ পেতে হয় না।
কেবল তা-ই নয়, এই প্রশিক্ষণার্থীরা নিজেদের এতটাই দক্ষ করে তুলতে পারেন যে তারা মধ্যম থেকে উচ্চ পর্যায়ের কাজের জন্য প্রস্তুত হয়ে যান। এবং সরাসরি সিক্স ডিজিট কিংবা তারও বেশি বেতনের কাজ পেয়ে যান।
সেলেনিয়াম কোর্সের ওরিয়েন্টেশন হবে আগামী ৭ জানুয়ারি এবং ডেভঅপস কোর্সের ওরিয়েন্টেশন আগামী ৪ ফেব্রুয়ারি। যার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
কেবল সেলেনিয়ামই নয় ২০২৩ এর ফেব্রুয়ারি পিপলএনটেক শুরু করতে যাচ্ছে ডেভঅপস কোর্সটি। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই কোর্সের ক্লাস হবে প্রতি শনি ও রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
কোর্স দুটিতে অংশ নিতে যোগাযোগ করুন:
ফোন: +1 (855) 562-7448
ই-মেইল: [email protected]
বিস্তারিত জানতে ব্রাউজ করুন: www.piit.us