post
বিনোদন

শাশুড়ির জন্য উপহার পাঠিয়েছে আরিয়ান

ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান, এমন খবরই চাউর হয়েছে বি টাউনে। যেটা ফাঁস করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। মূলত আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই চমকপ্রদ কিছু তথ্য বের করেছেন তিনি। যেখানে দেখা গেছে, শাহরুখের ছেলে শুধু লরিসা নয় লারিসার পুরো পরিবারকে ইনস্টাতে ফলো করেন। একই চিত্র এই অভিনেত্রীর ক্ষেত্রেও। শাহরুখ পরিবারকে ফলো করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী নিজেও। এমনকি আরিয়ান খান লারিসার মাকে তার জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন বলেও জানা গেছে। যা উঠে এসেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে। ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা পেশায় একজন অভিনেত্রী। গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও থেকে শুরু করে একাধিক গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে।

post
বিনোদন

‘গ্রেট ইন্ডিয়ান শো’ দিয়ে ফিরলেন কপিল-গ্রোভার, প্রথম দিনেই ঘটল যে কাণ্ড!

দীর্ঘ বিরতি পর গত ৩০ মার্চ থেকে ফের কমেডি শোতে ফিরেছেন কপিল শর্মা। নতুন শোয়ের নাম—দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। প্রথম দিনের অনুষ্ঠানে কাপুর ফ্যামিলি (নীতু কাপুর, রণবীর কাপুর ও রিদ্ধিমা কাপুর) এসেছিলেন। এছাড়া ছিলেন কপিল শর্মা ও কিকু সারদার পরিবার। শোতে কপিলের স্ত্রী গিনি চত্রথও ছিলেন।এই পর্বে একটা সময় গিনি কপিলের মধ্যে বিয়ের পর্বে যে পরিবর্তনগুলো দেখেছেন সেটা নিয়ে কথা বলেন।তিনি বলেন, আমি সামনে থাকলে ভদ্র থাকে। কিন্তু আমি বাড়ি থেকে বেরোলে জানি না কী ঘটবে।অভিমান ভুলে ফের কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভার নতুন কমেডি শো’র পরিকল্পনা কপিল শর্মার, আর কারা থাকছেন?স্ত্রী এসব বলতেই কপিল তার উদ্দেশ্যে বলেন, আমি বাজে বকার জন্যই টাকা পাই। কিন্তু ওর সামনে ফ্রিতে বাজে বকি কিন্তু ও শুনতে চায় না। এরপরই অর্চনা গিনিকে জিজ্ঞেস করেন কপিল বাবা হিসেবে কেমন? উত্তরে তিনি বলেন, সেরা বাবা। কিন্তু স্ত্রী যতই প্রশংসা করুন না কেন জবাবে কপিল বলেন, ও কিছুই করে না। করবে কী করে, তখন তো দ্বিতীয় সন্তানের জন্ম দিতে ব্যস্ত ছিল। এটার জবাবে মোটেই চুপ থাকেননি গিনি। তিনি কপিলকে পাল্টা আক্রমণ করে বলেন, ওই দয়াটা কে করেছিল? আনায়রা তখন মাত্র পাঁচ মাসের যখন আমি আবার মা গর্ভবতী হই। এদিন রণবীর কাপুর-নীতু কাপুরও তাদের পরিবারের খুদে সদস্য রাহাকে নিয়ে কথা বলেন। জানান, রণবীরও খুব ভালো বাবা।

post
বিনোদন

ক্যামেরা দেখে চেতলেন সারা আলি

বিভিন্ন সময়ে মন্দিরে যেমন দেখা গেছে সারা আলি খানকে, দেখা গেছে আজমির শরিফেও। সম্প্রতি মুম্বাইয়ের এক শনি মন্দিরের বাইরে দেখা গেল সারাকে। এমনিতে আলোকচিত্রীদের সঙ্গে সুসম্পর্ক তার। তবে এ দিন আলোকচিত্রীদের দেখামাত্রই বিরক্তি প্রকাশ করেন। সেই সঙ্গে, ক্যামেরা বন্ধ করার অনুরোধও জানান। কিন্তু, হঠাৎ এমন বিরক্তির কারণ কী? মুম্বাইয়ের ওই মন্দিরের বাইরে দুঃস্থদের খাবার বিতরণ করছিলেন অভিনেত্রী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই রেগে যান সারা। আলোকচিত্রীদের উদ্দেশে সারা বলেন, প্লিজ বন্ধ করুন। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গিয়েছি। আপনারা দয়া করে এটা করবেন না। প্লিজ! তবে সারার অনুরোধের তোয়াক্কা করেননি ফটোশিকারিরা। শুধু সারা নন, বলিউডে বার বার তারকাদের ব্যক্তিগত জীবনে ঢুকে গেছেন ফটোশিকারিরা। সর্বক্ষণ ক্যামেরার নজরদারির সামনে থাকতে থাকতে খানিক হাঁপিয়ে ওঠেন তারাও। সম্ভবত সেই কারণেই মেজাজ হারান সারা।

post
বিনোদন

২০ কোটির গয়নায় আলিয়া

সম্প্রতি লন্ডনের দ্য ডিভা হোপ গালা আয়োজনে অংশ নিয়েছিলেন আলিয়া। যেটি মূলত একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজন। সেখানে নিজের পোশাক ও গহনাকে আলো ছড়িয়েছেন অভিনেত্রী। বিশেষ এই অনুষ্ঠানে আলিয়া ভাটকে দু’রকম পোশাকে দেখা যায়। একটিতে তিনি একটি হোয়াইন লং গাউন পরেছেন। অন্যটিতে নায়িকাকে দেখা গেছে আইভোরি রঙের শাড়িতে। তবে যা সবচেয়ে বেশি সকলের নজর কেড়েছে, তা হলো বলিউড নায়িকার গয়না। অভিনেত্রী প্রায় ২০ কোটি টাকার গয়না পরেছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এদিন গাউনের সঙ্গে একটি হিরা এবং নীলকান্তমণির নেকলেস পরেছিলেন আলিয়া। হাতে পরেছিলেন কয়েক কোটি টাকা দামের এক আংটি। ইতালিয়ান জুয়েলারি ব্র্যান্ড বুলগারির গয়নায় সেজেছিলেন নায়িকা। প্রিয়াঙ্কা চোপড়া যেই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে সঞ্জয় লীলা বান্সালির ‘লাভ অ্যান্ড ওয়্যা’ ছবিতে। যেখানে তিনি রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন। এছাড়াও তার ‘জিগরা’ ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।

post
বিনোদন

বাপ্পি লাহিড়ীর সোনা কার কাছে

২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয়েছিল বাপ্পি লাহিড়ীর। বয়স হয়েছিল ৬৯ বছর। গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ী জনপ্রিয় ছিলেন তার ফ্যাশনের জন্য। ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সোনার গয়না, রঙিন সানগ্লাসে ভিড়ের মধ্যেও আলাদা হয়ে থাকতেন এই প্রতিভাধর। গয়নার প্রতি ঝোঁক বরাবরের। হাতে চওড়া ব্রেসলেট, গলায় নানান মাপের সোনার গয়না পরে থাকতেন তিনি। বাপ্পির গলায় হরেক রকমের সোনার গয়না দেখে বিস্মিত হয়েছিলেন মাইকেল জ্যাকসনও।গয়না পরতে খুবই ভালবাসতেন বাপ্পি লাহিড়ি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সব গয়নার কী হয়েছে? কোথায় রাখা আছে? বদলে গিয়েছে কি মালিকানা? ভারতীয় গণমাধ্যম বলছে, ২০১৪ সালেই এক এফিডেবিট করে গিয়েছিলেন কিংবদন্তী গায়ক। সেখানে উল্লেখ ছিল তার কাছে মোট ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য সেই সময় ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ টাকা। লেখা ছিল, তার মৃত্যুর পর তাঁর যাবতীয় অলঙ্কারের দায়িত্ব পাবেন ছেলে বাপ্পা ও মেয়ে রিমা। তার মৃত্যুর পর তার ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই অলঙ্কার গচ্ছিত রয়েছে রিমা ও বাপ্পার কাছেই। তবে তা সবটাই সযত্নে রাখা রয়েছে, বিক্রি করেননি দুই ছেলেমেয়ের কেউই। স্মৃতি হিসেবে তা গচ্ছিত রয়েছে পরিবারের কাছে।প্রসঙ্গত, সোনার গয়না পরার কারণ নিজেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। তিনি বলেছিলেন, ‘গোল্ড ইজ মাই গড!' জানিয়েছিলেন, সোনা তাঁর লাকি চার্ম। আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকেই তিনি উৎসাহ পেয়েছিলেন এই ব্যাপারে।

post
বিনোদন

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর কনসার্ট করতে বাংলাদেশে আসছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক নিজেই এমনটি জানিয়েছেন। আতিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্থির ছবি দিয়ে ভিডিও শেয়ার করেন। আরাবিয়ান মিউজিকের সঙ্গে আতিফের একটি ছবি শেয়ার করে লিখা হয়, ‘বাংলাদেশ লেটস ভাইব টুগেদার সুন।’ এরপর মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।তবে পাকিস্তানি এই শিল্পী কবে বাংলাদেশে আসছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে মাসখানেক আগে আতিফ আসলামের বাংলাদেশে আসর গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়- ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম। কিন্তু পরবর্তীতে তার আর আসা হয়নি। এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন সংগীতের জনপ্রিয় এই তারকা। ২০২৪ সালের বিপিএলেও আতিফকে আনার চেষ্টা করেছিল আয়োজকরা। তবে শিডিউল ব্যস্ততার কারণে তার আসা হয়নি। অবশেষে বাংলাদেশে আসছেন তিনি।

post
বিনোদন

বচ্চন পরিবারের সাথে ঐশ্বরিয়া

পরিবারে সঙ্গে রঙের উৎসব পালন করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারের নাতনি নভ্যা নাভেলি নন্দার শেয়ার করা ছবিতে পরিবারের সঙ্গে দোল উদযাপন করতে দেখা গেছে ‘রাইসুন্দরী’কে। কিন্তু হঠাৎ কেন এত আলোচনায় নভ্যার শেয়ার করা ঐশ্বরিয়ার ছবি? উত্তর খুঁজতে ফিরতে হবে পেছনে। শোনা গিয়েছিল, বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না। আর সে কারণেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তার জন্মদিনে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো শুভেচ্ছা আসেনি। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও দূরত্ব যেন কমছিল না। তবে এরপর দুজনের একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। তবে পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। গুঞ্জনের পর এই প্রথম পরিবারের সঙ্গে দেখা গেল ঐশ্বরিয়াকে। সোশ্যাল মিডিয়ায় হোলির আগের রাতে হোলিকা দহন পালনের ছবি শেয়ার করেছিলেন নভ্যা। বাড়ির উঠানে আগুন জ্বেলে পালন হয় হোলিকা দহন উৎসব। একে অপরকে আবিরের টিপ পরিয়ে দেন সবাই। এরপর দোলের দিন সকালেও একগুচ্ছ ছবি শেয়ার করেন নভ্যা। আদরের নাতনি জড়িয়ে ধরে রয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে। কখনো আবার সেই ছবিতেই ধরা পড়ল ছোটদের মতোই দোল খেলছেন জয়া। একেবারে অন্য মেজাজে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে।

post
বিনোদন

ঢাকা মাতাবেন বাদশাহ

জাকজমকপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট। এতে শিরোনাম হতে চলেছেন ভারতীয় র‌্যাপার ও সংগীতশিল্পী বাদশাহ৷আগামী ১ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) অনুষ্ঠিত হবে টেকনো মিউজিক ফেস্ট। বিনোদনে ভরপুর অনুষ্ঠানটিতে থাকতে যাচ্ছে চমকপ্রদ সব আয়োজন। শ্রোতাদের মুগ্ধ করার সব উপকরণ থাকছে এই টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্টে। আদিত্য প্রতীক সিং সিসোডিয়া, তার মঞ্চ নাম বাদশাহ হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত। তিনি হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবী গানের জন্য বিখ্যাত। বাদশাহ এরই মধ্যে তার বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতমুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। পরপর তিন বছর ধরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রিটি হিসেবে তিনি ফোর্বস ইন্ডিয়ার টপ ১০০ জন সেলিব্রেটির তালিকায় স্থান পেয়েছেন। গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর লক্ষ তরুণদের কাছে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেওয়া। বিষয়টি মাথায় রেখে তরুণদের উন্মাদনাকে বিবেচনায় নিয়েই আয়োজন করা হচ্ছে এই টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট। এতে মূল মঞ্চে বাদশাহের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিউজিক ইন্ড্রাস্টির স্বনামধন্য কয়েকজন জনপ্রিয় ফেইস, যার মধ্যে থাকছে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং এবং সঞ্জয়। লাইনআপটি শ্রোতাদের মিউজিক্যাল পারফমেন্সের মাধ্যমে সুরের মোহে আচ্ছন্ন করবে।

post
বিনোদন

রেস্তোরাঁ ব্যবসায় নামলেন সানি লিওন

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় “চিকা লোকা” নামের একটি রেস্তোরাঁ খুলেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে তাকে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে।অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেঠি কুন্দ্রা, সুনীল শেঠি, ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং সংগীত শিল্পী আশা ভোঁসলে থেকে শুরু করে, নাগার্জুন, মৌনি রায়ের মত অনেকেরই রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এসব তারকারা অভিনয়ের পাশাপাশি তাদের ব্যবসাও ভালোই চালাচ্ছেন।কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত সিনেমা “কেনেডি”সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।

post
বিনোদন

৬ বছর আগে শিশুকে দেওয়া কথা রাখলেন সালমান!

বছর ছয়েক আগে ক্যানসার আক্রান্ত এক শিশুকে দেওয়া কথা রাখলেন সালমান খান। সম্প্রতি ৯ বার কেমোথেরাপির পর ক্যানসারজয়ী সেই খুদে ভক্তের সঙ্গে ফের দেখা করলেন বলিউডের ভাইজান। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০১৮ সালে ক্যানসার ধরে পড়ে জগনবীর নামের এক শিশুর। সেই সময় তার বয়স ছিল চার। জগনবীরের বাবা-মা ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইয়ে যান। সেখানে টাটা মেমোরিয়াল সেন্টারে ভর্তি হয় জগনবীর। মুম্বাইয়ে যাবে শুনেই জগনবীর মনে মনে সালমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতে শুরু করে। জগনবীরের মা সুখবীর কৌর ছেলের স্বপ্নের কথা জানতেন। তিনি হাসপাতালে ছেলের একটি ভিডিও রেকর্ড করেছিলেন।সেই ভিডিওতে জগনবীর সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ভিডিও গিয়ে পৌঁছায় সালমানের কাছে। তার পরেই স্বপ্নপূরণ হয় জগনবীরের। সালমান হাসপাতালে এসে দেখা করে গিয়েছিলেন জগনবীরের সঙ্গে। যাওয়ার আগে সালমান জগনবীর বলে গিয়েছিলেন, আবার দেখা হবে। তবে একটা শর্ত আছে। জগনবীরকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। সেরে উঠলেই তিনি আবার দেখা করবেন তার সঙ্গে। সালমানের সঙ্গে দ্বিতীয় বার দেখা করার ‘লোভে’ মনেপ্রাণে সুস্থ হয়ে উঠতে চাইছিল জগনবীর। চিকিৎসকেদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে। কষ্ট হলেও মুখ ফুটে বলেনি। অবশেষে এই যুদ্ধে জয়ী হয়েছে সে। ৯ বার কেমোথেরাপির পর আপাতত ক্যানসারমুক্ত জগনবীর। সে দিনের ছোট্ট ছেলেটি এখন ৯ বছরের কিশোর। জগনবীরের সুস্থ হয়ে ওঠার কথা জানতে পারেন সালমান। ৬ বছর আগে দেওয়া কথা রাখেন তিনি। সালমানের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা হয় ভাইজানের। জগনবীরের মা সুখবীর বলেছেন, ‘জগনবীর এখন অনেকটা সুস্থ। আবার স্কুলে যেতে শুরু করেছে। ও মন থেকে না চাইলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব ছিল না। আর শুধু সলমনের সঙ্গে দেখা করবে বলেই ও সুস্থ হয়ে ওঠার এত তাড়া ছিল। আমরা কৃতজ্ঞ ভাইজানের কাছে।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.