post
বিনোদন

গাজায় গণহত্যার নিন্দা বলিউড তারকাদের

গাজা উপত্যকার রাফা শহরে একের পর এক ইসরায়েলি হামলায় প্রতিদিন নিহত হচ্ছে নারী-শিশুসহ অগণিত মানুষ। রাফায় ইসরায়েলের এই সামরিক অভিযান ঘিরে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড়; এ নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে প্রতিবাদ।  ‘অল আইস অন রাফা’ অর্থাৎ সবার দৃষ্টি রাফায়- এমন উক্তি সম্বলিত একটি ছবি গণহারে শেয়ার করছে নেটিজেনরা। পাশাপাশি এই ছবি শেয়ারের মধ্য দিয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শামিল হয়েছেন বলিউডের তারকারাও। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখিয়ে ছবিটি শেয়ার করেছেন কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জার মত বেশ কয়েকজন বলিউড তারকা। সবার মত তাদের দৃষ্টিও রাফাতে আছে এমনটি জানান দিয়ে নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করেছেন ছবিটি। ইসরায়েলি বর্বরতার ওপর নিন্দা জানিয়ে পোস্ট শেয়ার করে আলিয়া ভাট তার পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর সব শিশুর ভালবাসা, নিরাপত্তা ও শান্তি পাওয়ার অধিকার আছে।’

post
বিনোদন

লেখাপড়াকে ‘সময় নষ্ট’ মনে করেন রহমান

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এআর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড। শৈশব থেকেই সংগীতচর্চায় ছুটেছেন । সঙ্গীত জগতে পুরোপুরি মনোনিবেশের স্বার্থে পরিবার থেকে তাকে স্কুলে যেতে দেওয়া হতো না । এতে তার শিক্ষাজীবনও অনেকটা ব্যাহত হয়। তবে পড়াশোনা থাকে বিচ্যুতি ঘটায় তার কোনো ক্ষতি হয়নি। বরং বিষয়টিকে আশীর্বাদ হিসেবে নিয়েছেন। পড়াশোনাকে আবশ্যিক কিছু ভাবেন না এই শিল্পী। অন্য বিষয়ে সময় নষ্ট না করে পছন্দের বিষয় নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পড়াশোনাকে সরাসরি অত্যাচার বলে অভিহিত করেন তিনি। এআর রহমান বলেন, ‘পড়াশোনার মত এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই, চিরাচরিত বিষয়ে পাঠ বন্ধ হলে পছন্দের বিষয় সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়ে।’ তিনি বলেন, ‘অধিকাংশ অভিভাবকের ধারণা, সন্তান আগে ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হবে তার পরে সংগীতশিল্পী হবে। আমি বলছি না পড়াশোনা খারাপ, কিন্তু প্রত্যেক শিশুকে এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই।’ উল্লেখ্য, অস্কার ও গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন তিনি। ৭৭তম এই আয়োজনে তার উপস্থিতি যেন ভিন্ন মাত্রা পেয়েছে।

post
বিনোদন

বলিউডের ‘কৃপণ’ অভিনেতার নাম ফাঁস করলেন ফারাহ খান

বলিউডের প্রায় সকল গোপন খবরই নাকি রাখেন পরিচালক ফারাহ খান। কার সংসারে কী চলছে, কার সম্পর্ক ভাঙছে- সবার হাঁড়ির খবর নাকি তার জানা। এবার আরও একটি গোপন খবর সামনে আনলেন স্বনামধন্য এই পরিচালক। কপিল শর্মার শো-তে হাজির হয়ে জানালেন বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতার নাম। শুধু নামই জানিয়েছেন, এমনও নয়। অনুষ্ঠানেই হাতেনাতে প্রমাণও দিয়েছেন তিনি। অনুষ্ঠানে ফারাহকে পেয়ে কপিল প্রশ্ন করেন, ব্যক্তিজীবনে ফারাহ কি খুব কৃপণ? জবাবে এই পরিচালক জানান, টাকা-পয়সার বিষয়ে তিনি খুবই উদার প্রকৃতির। তবে মুম্বাইয়ের একজন অভিনেতাকে চেনেন, যিনি ফারাহর দেখা সবচেয়ে কৃপণ ব্যক্তি। ফারাহ বলেন, ‘আমি জানি, বলিউডে কে সবচেয়ে কৃপণ। এ জনই আছে এমন কৃপণ। তিনি হলেন চাঙ্কি পান্ডে। সত্যি বলছি। আমার ফোনটা দিন। এখনই ফোন করে ৫০০ টাকা চাইব।’ পরিচালকের কথা শুনে কপিলও রাজি হয়ে যান। চাঙ্কি পান্ডেকে ফোন করেন ফারাহ। টিভি প্রোগ্রামেই অভিনেতাকে ফোন দিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা ধার চান পরিচালক। জবাবে ফারাহকে এটিএম-এ গিয়ে টাকা তোলার পরামর্শ দেন চাঙ্কি পান্ডে। এরপর ৫০০-র পরিবর্তে ৫০ টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন ফারাহ। সেটাতেও রাজি না হয়ে অজুহাত দিয়ে ফোন রেখে দেন তিনি। এরপরই ফারহা বলে ওঠেন, তিনি প্রমাণ করে দিয়েছেন, চাঙ্কিই বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতা। পরিচালক-অভিনেতার এমন কাণ্ডে দর্শকরাও হেসে ওঠেন। পুরো ঘটনাই যে মজার ছলে ঘটে, তা বলাই বাহুল্য। এর আগে কপিলের শোতে ‘হাউসফুল ৪’-এর প্রচার করতে এসেছিলেন চাঙ্কি পান্ডে, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও জ্যাকি শ্রফ। সেখানেই অক্ষয় জানান, চাঙ্কি নাকি ব্যবসায়ী হিসেবে খুব ভালো। এক ঘটনা উল্লেখ করে এই অভিতো বলেন, একবার সালমান খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার এক বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন চাঙ্কি। সেখানে এক বিক্রেতা সালমানের সঙ্গে ছবি তুলতে চান। ছবি তোলার ব্যবস্থা করে দেন চাঙ্কি পান্ডে। পরিবর্তে নাকি সেই ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার ডলার নিয়েছিলেন তিনি।

post
বিনোদন

অভিনেত্রীর মৃত্যুর পর অভিনেতার লাশ উদ্ধার

সপ্তাহখানেক আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দর্শকপ্রিয় তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন সহ-অভিনেতা চন্দ্রকান্ত। শুক্রবার (১৭ মে) সেই অভিনতাও আত্মহত্যা করেছেন বলে খবর মিলেছে। তেলঙ্গানার আল্কাপুরে নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে অভিনেতার মরদেহ। পুলিশের বরাতে এমনটাই জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম। অভিনেতা চন্দ্রকান্তের বাবা পুলিশকে জানান, দুর্ঘটনায় পবিত্রার মৃত্যু মেনে নিয়ে পারেনি তার ছেলে। সেই ঘটনার পর থেকেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। কিন্তু ছেলে যে মনে মনে এমন এক পদক্ষেপ নেওয়ার কথা পরিকল্পনা করছিলেন তা একেবারেই আন্দাজ করতে পারেননি তারা। গত ১২ মে অন্ধ্রপ্রদেশে গাড়ি দুর্ঘটনা প্রাণ হারান অভিনেত্রী পবিত্রা জয়রাম। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ডিভাইডারে ধাক্কা দিয়েছিল। ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে একটি বাস এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মারা যান পবিত্রা। দুর্ঘটনার দিন পবিত্রার সঙ্গে গাড়িতে ছিলেন তার চাচাতো বোন অপেক্ষা, শ্রীকান্ত এবং অভিনেতা চন্দ্রকান্ত।

post
বিনোদন

মঞ্চেই মৃত্যু হলো অভিনেতার

ভারতের দক্ষিণী মারাঠি চলচ্চিত্র জগতে একের পর এক দুঃসংবাদ। মালয়ালম অভিনেত্রী বেবি গিরিজা, সিনিয়র সাউন্ড রেকর্ডিস্ট এএন ঠাকুর এবং তেলুগু অভিনেত্রী পবিত্রা জয়রামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। এরই মাঝে আরেক মারাঠি অভিনেতা সতীশ জোশী মঞ্চে অভিনয় করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রোববার (১২ মে) গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মঞ্চে অভিনয় করার সময় অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে সকলেই শোকাহত। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ভক্তদের অনেকে শোক প্রকাশ করছেন। অভিনেতার বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। শেষ নিশ্বাস নেওয়ার আগ পর্যন্ত তিনি পারফর্ম করে গিয়েছেন।’

post
বিনোদন

‘সিকান্দার’ এ সালমানের নায়িকা রাশমিকা

২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসন বৃহস্পতিবার সকালে ‘সিকান্দার’ সিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা। পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘অনেক দিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকই জানতে চেয়েছেন এবং এখানেই চমক!! সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি।’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। এ প্রযোজকের ‘জুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমান’ ও ‘কিক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান। কিক মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এ অভিনেতা-প্রযোজক জুটি। অন্যদিকে ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে সবশেষ ‘অ্যানিমেল’ সিনেমা সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বলিউডেও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। 

post
বিনোদন

বিশ্রামে যাচ্ছেন শাহরুখ!

আপতত বিশ্রাম নিতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান। তবে বিশ্রাম সেরে এ বছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চান। শুক্রবার ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন শাহরুখ খান। অভিনেতা বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গিয়েছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব। সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শ্যুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো। প্রসঙ্গত, শাহরুখকে শেষবার রাজকুমার হিরানিক ডাঙ্কিতে তাপসী পান্নুর সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও মেয়ে সুহানা খানের সঙ্গে জুটিতে শাহরুখ খান। ছবির নাম 'কিং'। এই অ্যাকশন থ্রিলার ছবিতে ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

post
বিনোদন

মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসিফের অভিষেক

কয়েকদিন আগেই অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের ব্যক্তিগত স্টুডিওতে গান রেকর্ড করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। এবার ভক্তদের আরও একটি বড় সুখবর দিলেন এই সংগীতশিল্পী। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে আসিফের। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন গায়ক নিজেই। সেই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’ যদিও কোন গান বা সিনেমায় কণ্ঠ দিয়েছেন আসিফ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে গায়কের সেই পোস্টে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভক্ত-সহশিল্পীরা। প্রিয় তারকাকে বলিউডে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন তারা। এর আগে সম্প্রতি মুম্বাইয়ের ‘কেএম’ স্টুডিওতে গান রেকর্ড করেছেন আসিফ। এ আর রহমানের স্টুডিওতে গান রেকর্ডিংয়ের বিষয়টিকে সৌভাগ্য হিসেবে দেখছেন এই তারকা। ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের সেই অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন আসিফ।

post
বিনোদন

চুরির অভিযোগে কী বললো ময়দান

বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ‘ময়দান’। এ দিকে তার আগেই নির্মাতাদের পাঠানো হয়েছে আইনি নোটিস। গল্প ‘চুরি’ করা হয়েছে, দাবি জানিয়ে কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার নির্মাতাদের বিরুদ্ধে মহীশূরের একটি জেলা আদালতের দারস্থ হয়েছিলেন। আদালত ছবিমুক্তির উপর স্থগিতাদেশও জারি করে। এ বার এ প্রসঙ্গে ‘ময়দান’ ছবির নির্মাতারা বিবৃতি প্রকাশ করলেন।ময়দান’ ছবির অন্যতম প্রযোজক বনি কপূর। তার প্রযোজনা সংস্থা ‘বেভিউ প্রজেক্ট এলএলপি’র তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা দাবি করেছেন যে, তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। লেখা হয়েছে, জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই রায় দান করেছে। আমাদের কথা শোনা হয়নি। এরই সঙ্গে নির্মাতারা দাবি করেছেন, যে তাদের না জানিয়েই এই রায় দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ছবিমুক্তির পর এ রকম কোনও রায় দেওয়া হলে মনে রাখতে হবে সেটাই বেআইনি। একই সঙ্গে তারা জানিয়েছেন, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা এ বার কর্নাটক হাই কোর্টে মামলা করতে চলেছেন। একই সঙ্গে ‘ময়দান’-এর মুক্তি যে কোনওভাবেই আটকাচ্ছে না, সে কথাও ওই বিবৃতিতে স্পষ্ট করেছেন নির্মাতারা।

post
বিনোদন

সিলমোহর দিলেন জাহ্নবী কাপুর

প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুর প্রতিষ্ঠিত প্রযোজক। সম্প্রতি তিনি প্রযোজনা করেছেন ‘ময়দান’ সিনেমা। আর বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকাকন্যা।মঙ্গলবার ‘ময়দান’-এর বিশেষ স্কিনিং ছিল মুম্বাইয়ে। বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন মেয়ে জাহ্নবী কাপুরও। সেখানে ‘শিখু’ লেখা একটি নেকপিস পরেছেন অভিনেত্রী। যা দেখেই শুরু হয়েছে তুমুল আলোচনা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়া। শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন জাহ্নবী। কফি উইথ করণে মুখ ফসকে সে কথা নিজেই বলে ফেলেছিলেন। নেকপিস নিয়ে প্রকাশ্যে এসে রীতিমতো নিজের প্রেমকেই স্বীকৃতি দিলেন এই তারকাকন্যা। এদিন জাহ্নবী পরেছেন সাদা ব্লেজারের সঙ্গে ম্যাচিং প্যান্ট। পাপারাজ্জিদের ক্যামেরায় হাসি মুখ পোজও দিয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.