post
প্রবাস রাজনীতি

মাদারীপুর জেলা যুব সংগঠন তরিনো ইতালীর আত্মপ্রকাশ

মাদারীপুর জেলার যুবকদের নিয়ে গঠিত হয়েছে মাদারীপুর জেলা যুব সংগঠন তরিনো ইতালী।তরিনোর স্থানীয় ভোজন বিলাস রেস্টুরেন্টের হলরুমে কমিউনিটি নেতা রেজাউল করিম মিন্টুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। রিমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিনোর রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সংগঠনকে গতিশীল করতে মাদারীপুর জেলাবাসীর সকলের সম্মতিতে রাজ্জাক মোল্লাকে সভাপতি, মো বাহাদুর ইসলামকে সিনিয়র সহ সভাপতি, রিমন মিয়া ও আলিম উল্লাহকে সহ সভাপতি, আলামিন মিয়াকে সাধারণ সম্পাদক ও মো ইয়াদুল আকনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মো. সোহাগ শিকদার ,মো তরিকুল তালুকদারকে নির্বাচিত করা হয়।

post
এনআরবি সাফল্য

ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান

ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান। যার ফলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। তেমনি এক সফল ব্যবসায়ী সাইফুল ইসলাম।জিএফসি নামে প্রথম রেস্টুরেন্ট উদ্বোধন করেন প্যারিস ১৩ তে। তার শ্রম এবং মেধা দিয়ে ক্যাট সীমাতে তৃতীয় নতুন শাখা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। যেটি আগে কেএফসি ছিল। সেটির নাম পরিবর্তন করে বর্তমান নাম দেওয়া হয়েছে জিএফসি। রেস্টুরেন্টের কর্ণধর সাইফুল ইসলাম বলেন, তার তিনটি প্রতিষ্ঠানে ৫০ জনের অধিক বাংলাদেশী কাজ করেন।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন আসছে

পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন নিয়ে আসছে মন্টিনেগ্রো সরকার। সেনজেন ভ্রমন ভিসা বা অবৈধভাবে গিয়ে আর বৈধ হওয়ার সুযোগ থাকছেনা দেশটিতে। ৩ জুন অভিবাসন আইনের পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে নতুন সরকার প্রধান। হঠাৎ এই পরিবর্তনে বৈধ অভিবাসনের আশায় পাড়ি জমানো হাজারো বাংলাদেশীসহ অনিয়মিত অভিবাসীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। তবে, পতুর্গিজ নাগরিকরা বলছেন,পতুর্গালের অভিবাসনের উদার নীতির কারণে ভবিষ্যতে নতুন কোনো সুযোগ তৈরি হতেও পারে। জানা যায়, ইতিহাস ঐতিহ্যের আর প্রাকৃতিক সৌন্দর্যে্যর কারণে ইউরোপ আমেরিকার উন্নত দেশের ভ্রমন পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে আছে আটলান্টিক তীরের দেশ পতুর্গাল। বৈধ বা অবৈধভাবে পতুর্গালে প্রবেশ করে একটি চাকরি জোগাড় করতে পারলেই,অথবা এমন বেশকিছু সহজ শর্তে এ দেশে স্থায়ী বসবাসের অনুমতি মিলেছে। মিলেছে নাগরিকত্ব। ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে সবচেয়ে সহজে বৈধ হওয়ার সুযোগ থাকায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশী বসতি গড়েছেন এখানে। কাজের পাশাপাশি পর্যটন, রেস্টুরেন্ট, কৃষিখাত, গণপরিবহন ব্যবসায় ও সফলতার সাক্ষর রাখছেন বাংলাদেশী প্রবাসীরা। রাজধানী লিসবনেই উরোপের সবচেয়ে বড় বাংলাদেশী অধ্যুষিত ব্যবসায়ীক এলাকাও গড়ে উঠেছে। তবে সরকারের নতুন অভিবাসন নীতিমালার কারণে এই সম্ভাবনার আকাশে দেখা দিয়েছে হতাশার কালো মেঘ। দীর্ঘদিন ধরে ইউরোপের অন্য দেশে বৈধ হতে না পারা বাংলাদেশী প্রবাসীদের শেষ ভরসা ছিলো পর্তুগাল। নতুন নীতিমালায় অন্য দেশের ভিসা নিয়ে বা ভিসা ছাড়া এসে বৈধ হওয়ার সুযোগ আর থাকছেনা। তাই গোটা ইউরোপের অবৈধ অভিবাসীদের জন্যও দুঃসংবাদ হয়ে এসেছে এই ঘোষনা। নীতিমালা অনুমোদনের পর প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন,পতুর্গালের দরজা একবারে বন্ধ হচ্ছেনা। তবে যে রকম অরক্ষিত ছিলো এখন আর সেরকম থাববেনা। নির্দেশনা মেনে ওয়ার্ক পারমিট বা জব ভিসায় পতুর্গালে আসা যাবে বলে জানান সরকার প্রধান।

post
শিক্ষা

আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামে স্কলারশিপ

বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত। তবে শিক্ষার্থীদের জন্য খুশির বিষয় হলো, আইইএলটিএস পরীক্ষা না দিয়েই আবেদন করা যাবে এসব বিশ্ববিদ্যালয়ে। তাই, জেনে নেয়া যাক, আইইএলটিএস ছাড়াই স্কলারশিপ নিয়ে লেখাপড়ার সুযোগ দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর নাম। এই তালিকায় প্রথমেই রয়েছে, গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ। এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম কোর্সে এ বৃত্তি দেয় বেলজিয়াম সরকার। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকারনির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে লেখাপড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দিয়ে থাকে। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি মওকুফসহ ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা দেয়া হয়। ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ, ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে অন্যতম একটি। ইউরোপীয় ইউনিয়নের এই স্কলারশিপটি মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এতে শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো পর্যন্ত, জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি ও বিমা খরচ বহনকরে। এছাড়াও রয়েছে,ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও,জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান প্রদান করে। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য, প্রায় ৩১ জন বিদেশি ছাত্রকে প্রতিবছর এই বৃত্তি দেওয়া হয়।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে নির্বাচন ঘিরে বিতর্কে ইমিগ্রেশন ইস্যু

নির্বাচন ঘিরে বিবিসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন ৭ দলের নেতাগণ। লেবার দল থেকে যোগ দেন এঞ্জেলা রেইনার, কনজারভেটিভ পার্টির পেনি মর্ডান, এসএনপির স্টীপের ফ্লিন, লিবডেমের ডেইজি কুপার, রিফর্ম ইউকের নাইজে ফারাজ, প্লেড কামরোর রোন এপ লোর্থ এবং গ্রীন পার্টির কার্লা ডেনিয়ার। বিতর্কের শুরুতেই উঠে আসে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সংস্কারের বিষয়। এসময় ডি ডের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগে বের হয়ে যাওয়ার বিষয়টি ভুল ছিলো বলে স্বীকার করেছেন পেনি মডার্ণ। এরপর সব দলের নেতারা অংশ নেন স্বাস্থ্য সেবার প্রধান খাত এনএইচএস সংস্কার ইস্যুতে। এসময় টরি সরকার এনএইচএস কে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেন লেবার দলসহ অন্যান্য দলের নেতারা। বিতর্কে স্থান পায় ইমিগ্রেশন ইস্যু।

post
এনআরবি বিশ্ব

ডেমোক্রেটিক থেকে প্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি

আসন্ন ইউরোপ পার্লামেন্টে নির্বাচনে ইতালির ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল পারতিতা ডেমোক্রেটিক থেকে পদপ্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি। নির্বাচনী প্রচারনা নিয়ে এবার আর্চি রোমাতে চার দিনব্যাপী বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চারদিনের এই আয়োজনের শেষ দিন ছিল ইমিগ্রেশন নিয়ে। যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরাসহ প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় আরো উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্টের সদস্য পাওলো চিয়ানি, তনি রিকিয়ার্দি এবং আর্চি রোমার অভিবাসী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি ইতালিয়ান নাগরিক পাপিয়া আকতার। এ সময় পাপিয়া আকতার বলেন" লাজিও, তোসকানো, উম্রিয়া, মার্কে থেকে পদপ্রার্থী মার্কোকে ভোট দিতে পারবেন। বলেন, তিনি দীর্ঘদিন থেকে অভিবাসীদের অধিকার নিয়েই কাজ করছেন। মার্কো জয়ী হলে ইউরোপে বসবাসরত সকল অভিবাসীদের জন্যেই ইতিবাচক পদক্ষেপ রাখবেন।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে সংবর্ধনা

মালয়েশিয়া সফররত উত্তরা রিক্রিয়েশন ক্লাবের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমকে সংবর্ধনা দিয়েছে কেএল ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দ। কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের ভিআইপি পিঠাঘরে এ সংবর্ধনা দেওয়া হয়। দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখাওয়াত হক জোসেফ। এতে বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, রাশেদ বাদল ও সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান লিংকন। সংবর্ধিত অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। এ সময় তিনি অসহায় প্রবাসীদের পাশে থাকারও ইচ্ছে পোষণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য আব্দুল মজিদ, সাইফুল ইসলাম সিরাজ, মোঃ মওদুদ মোল্লা, সাংবাদিক মো: আরিফুজ্জামান, তারেক হোসেন, মোকলেসুর রহমান, আবু সাঈদ, সোহাগ সরকার, রমজান ও রবিউলসহ অনেকে।

post
দূতাবাস খবর

ইতালিতে বর্ষবরণ উপলক্ষ্যে দূতাবাসের মতবিনিময়

বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের সাথে মতবিনিময় করেছে সেন্তসেল্লে ঐক্য পরিষদ। বুধবার দূতাবাস কনফারেন্স হলরুমে চার্জ দ্যা এফেয়ার্স মোঃ জসিম উদ্দিনের সাথে বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ,সংগঠনের সভাপতি ইসরাফিল বারী, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমন ও সহ সভাপতি সজল সিকদারসহ অনেকে। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এ বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

post
অভিবাসন

৮০ অভিবাসন প্রত্যাশিকে উদ্ধার করেছে যুক্তরাজ্য

বৃহস্পতিবার ভোরে আরো ৮০ অভিবাসন প্রত্যাশিকে ইংলিশ চ্যানেল থেকে উদ্ধার করেছে যুক্তরাজ্যের বর্ডার ফোর্স। যাদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে। কেন্ট থেকে প্রায় দশ মাইল দূরে অভিবাসন প্রত্যাশিদের বহনকারী একটি নৌকা অচল হওয়ার খবর পেলে তাদের উদ্ধার করা হয়। বর্ডার ফোর্সের সাথে এসময় উদ্ধার কাজে যোগ দেয় ডোবার এবং ওয়ালমার লাইফবোট ও কোস্টগার্ড হেলিকপ্টার। তবে এঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায় নি। এদিকে, ব্রিটিশ সরকার চেষ্টা করেও থামাতে পারছে না চ্যানেল অতিক্রম করে আসা অভিবাসন প্রত্যাশিদের। হোম অফিসের তথ্য মতে, গত চার মাসে ব্রিটেনে অভিবাসন প্রত্যাশি প্রবেশ করেছে প্রায় সাড়ে ৭ হাজার। অন্যদিকে, রুয়ান্ডা প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সংগঠন হোয়াইটহন ইউনিয়ন। তারা বলছেন, এ বিষয়ে ইউরোপিয় আদালতের রায় পাশ কাটানোর সুযোগও কম। আর সাবেক এক শীর্ষ কর্মকর্তা বললেন, নৌকা যোগে মানুষ আসা ঠেকানো কঠিন হবে।

post
প্রবাস রাজনীতি

আয়ারল্যান্ডের নির্বাচনে লড়ছেন বাংলাদেশী আজাদ

আয়ারল্যান্ডের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বাংলাদেশী কমিউনিটিতে বেশ উৎসব মুখর সময় কাটছে। ডাবলিন, লিমেরিক ও গলওয়েসহ বিভিন্ন শহরে এবার ৯ জন বাংলাদেশী বংশোদ্ভূত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচন করছেন কাউন্সিলর আজাদ তালুকদার। তিনি গেলো ৮শ বছরের ইতিহাসে, মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট অব লিমেরিক শহরের প্রথম অভিবাসী মেয়র। ডাবলিনের বাসিন্দা আজাদ তালুকদার গেল বার মেয়র নির্বাচিত হয়ে ইতিমধ্যে ইতিহাসের অংশ হয়ছেন। এবারও চষে বেড়িয়েছেন নিজ নির্বাচনী এলাকা। সকল ভোটারদের কাছে তুলে ধরছেন তাঁর গেলো ৫ বছরের কাজের সাফল্য। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কোন সরকারী ভবনে উড়িয়েছেন বাংলাদেশের পতাকাও। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লিমেরিক নগর ভবনকে তিনি সাজিয়েছেন লাল সবুজ রঙে। এই নির্বাচনেও বিজয় আসবে বলে প্রত্যাশা বাংলাদেশী প্রার্থীদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.