post
এনআরবি বিশ্ব

ইউরোপের দেশ পতুর্গাল বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্র

আটলান্টিক সাগরের কোল ঘেঁষে অবস্থান, নয়নাভিরাম প্রকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ইউরোপের দেশ পর্তুগাল। হাজার বছরের ঐতিহ্যবাহী স্থাপনার কারণে ইউরোপের দেশ পতুর্গাল বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। ইউরোপের দেশ হলেও, প্রায় বাংলাদেশের মতই সেখানকার আবহাওয়া। বিনয়ী ও বন্ধুসুলভ দেশটির মানুষ। বর্ণ্যাঢ্য সংস্কৃতির সঙ্গে বছর জুড়ে থাকে উৎসব। তাই পর্যটন আকর্ষণে বিশ্বের সব উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে সপ্তম অবস্থানে পতুর্গাল।আয়তনে বাংলাদেশের চেয়ে ছোট দেশটির ভুখন্ডের পুরো একদিক মিশে গেছে আটলান্টিক সাগরে। দেশ জুড়ে পাহাড়ি রাস্তা; পাহাড়ের স্তরে স্তরে বাড়ি ঘর, শহর, সভ্যতা। সাগর বা নদীর ল্যান্ডক্যাপ বা ঢালেই প্রধানত জনপদ। রাজধানী লিসবনের এক পাশে বয়ে গেছে তেজো নদী। অদূরেই শতাধিক সমুদ্র সৈকত। ফুটবল লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্মস্থান মাদেইরা এবং আসুরেস দ্বীপ পর্যটক আকর্ষনের অন্যতম কেন্দ্র। বিশ্বখ্যাত দিক বিজয়ী নাবিক ভাস্কো দা গামার ভারতবর্ষ অবিস্কারের যাত্রাস্থল বেলেমে সারা বছরইপর্যটকের ভিড় লেগে থেকে। তার নামেই লিসবনে আছে ইউরোপের সবচেয়ে বড় সেতু। ছাদ খোলা বাস, টুকটুক ও কয়েকশ’ বছরের পুরনো লোহা—কাঠের ট্রামে চেপে শহর ঘুরে দেখেন পর্যটকরা। পতুর্গিজ কারীসহ মুখোরোচক বিভিন্ন খাবারে মুগ্ধ হন তারা। পর্যটন ম্যাগাজিন গুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৩০ মিলিয়ন পর্যটক এসেছে পতুর্গালে। অর্থনীতিতে যুক্ত হয়েছে ২৫ বিলিয়ন ইউরো। উষ্ণ আবহাওয়া, কম ভ্রমন খরচ, নিরাপত্তাসহ কয়েকটি কারণে পর্যটকদের সন্তুটির রেংকিংয়ে ২০২৩ সালে বিশ্বের এক নম্বর শহর লিসবন। গত কয়েক বছরে পতুর্গালে পর্যটন নির্ভর শিল্প ও ব্যবসা—বাণিজ্যের বিস্তার ঘটছে। প্রবাসী বাংলাদেশীরাও এই সেক্টরে বেশ ভালো অবস্থান তৈরি করেছেন। সিন্ত্রার রাজবাড়ি প্যানা প্যালেস ও ইউরোপের শেষ গ্রান্তকাবো দ্যা রোকা ভ্রমন পিপাসুদের অন্যতম আকর্ষন। পতুর্গালের নাজারে সমুদ্র সৈকতেই পৃথিবীর সবচেয়ে বড় ঢৈউ হয়ে থাকে; যেখানে এসে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বরেকর্ড করেন বিশ্বখ্যাত সার্পাররা। পতুর্গালের ভ্যানিস খ্যাত আভেইরো শহরের লেকে নৌকা ভ্রমন ও রঙিন ছাতার শহর বেশ উপভোগ করেন পর্যটকরা। আলগ্রাম এলাকার সমুদ্র সৈকতগুলো সারাবছরই থাকে পরিপূর্ণ।

post
প্রবাস রাজনীতি

কাতালোনিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দেশটির স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু, স্পেন আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা,কাতালোনিয়া আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি আবুতালেব আল মামুন লাবু, মোহাম্মেদ কামরুল, নাজমা জামাল, শিউলী আক্তার ও রুবেল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সদস্য জুয়েল আহমেদ,আব্দুল মান্নান,জাহিদুল ইসলাম দিপু,সুলেমান আহমেদ,ফারহান প্রীথম,মামুন হোসেন ও আশরাফুল ইসলামসহ অনেকে।

post
শিক্ষা

আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামে অধ্যয়নের সুযোগ

বৃত্তি নিয়ে ইউরোপে পড়তে চাইলে শিক্ষার্থীদের জন্য বেলজিয়াম হতে পারে অন্যতম একটি দেশ। কারণ, ইংরেজি দক্ষতা স্কিল-আইইএলটিএস ছাড়াই দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দেয়া হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। তাই, ইউরোপের অন্যতম এ সুখি দেশটিতে উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন দেখতেই পারেন বাংলাদেশিরাও।বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত। তবে শিক্ষার্থীদের জন্য খুশির বিষয় হলো, আইইএলটিএস পরীক্ষা না দিয়েই আবেদন করা যাবে এসব বিশ্ববিদ্যালয়ে। তাই, জেনে নেয়া যাক, আইইএলটিএস ছাড়াই স্কলারশিপ নিয়ে লেখাপড়ার সুযোগ দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর নাম। এই তালিকায় প্রথমেই রয়েছে, গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ। এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম কোর্সে এ বৃত্তি দেয় বেলজিয়াম সরকার। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকারনির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে লেখাপড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দিয়ে থাকে। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি মওকুফসহ ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা দেয়া হয়। ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ, ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে অন্যতম একটি। ইউরোপীয় ইউনিয়নের এই স্কলারশিপটি মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এতে শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো পর্যন্ত, জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি ও বিমা খরচ বহনকরে। এছাড়াও রয়েছে,ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও,জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান প্রদান করে। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য, প্রায় ৩১ জন বিদেশি ছাত্রকে প্রতিবছর এই বৃত্তি দেওয়া হয়। এদিকে, গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর গবেষণাকে উৎসাহিত করার জন্য কেইউ লিভেন-এর একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া হয় এ বৃত্তির আওতায়। বৃত্তিটি সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, ২ হাজার ১৯৯ ইউরো মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়ার টিকিট ও মাসিক ৩১০ ইউরো গবেষণা ভাতা দিয়ে থাকে।

post
এনআরবি বিশ্ব

তুরস্কে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১১ জনের মৃত্যু

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১১ জন মারা গেছেন।শুক্রবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিন ও দিয়ারবাকির প্রদেশের বেশ কয়েকটি গ্রামে এই দাবানল ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে দিয়ারবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। পরে ঘটনাস্থলে জরুরি সেবাদাতা দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

post
এনআরবি বিশ্ব

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৬০

অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে পৃথক দুটি নৌকা দুর্ঘটনায় মারা গেছেন ১০ অভিবাসনপ্রত্যাশী। নিখোঁজ ৬০ জন। অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা থেকে ৩০ বাংলাদেশিসহ জীবিত উদ্ধার করা হয়েছে ৫১ জনকে। মৃত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কি না জানা যায়নি।জার্মানির এনজিও প্রতিষ্ঠান রেসকিউশিপ জানায়, গতকাল সোমবার ভুমধ্যসাগরে ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৪০ মাইল দূরে ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের মানবিক উদ্ধার জাহাজ নাডির ৫১ জনকে জীবিত উদ্ধার করে। রেসকিউশিপের একজন কর্মকর্তা জানান, তাদের উদ্ধারকর্মীরা প্রথমে ওপরের ডেকে থাকা লোকদের উদ্ধার করে। পরে নৌকার ডেকের নিচে থেকে অচেতন অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন জীবিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্য নির্বাচন: জরিপ চালিয়েছে ইউগভ

দুই সপ্তাহ নির্বাচনী প্রচারণার পর বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে জরিপ চালিয়েছে নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ইউগভ। তাতে উঠে এসেছে প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমেছে। নির্বচনী প্রচারণার শুরুর সময়ে চেয়ে ৪ শতাংশ জনপ্রিয়তা কমে কনজারভেটিভ পার্টির দাড়িয়েছে ২০ শতাংশ। অন্যদিকে লেবার দলের জনপ্রিয়তা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১ শতাংশ। কিন্তু জনিপ্রয়তা বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের। দলটির জনসমর্থন দাঁড়িয়েছে ১৬ শতাংশে। কনজারভেটিভ দলের চেয়ে মাত্র চা শতাংশ পিছিয়ে রিফর্ম ইউকে। ফলে কনজারভেটিভের জন্য রিফর্ম ইউকে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ইউগভ ১২ ও ১৩ জুন দুই হাজার দু‘শ প্রাপ্ত বয়স্ক ভোটারদের মধ্যে এ জরিপ পরিচালনা করে। জরিপ নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন দাবি পুতিনের

ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন দাবির কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্ত দিয়েছেন ইউক্রেনকে। এগুলো হচ্ছে আরও ভূখন্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে,দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্খা ত্যাগ করতে হবে। পশ্চিমাদের নেতৃত্বে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে এ সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই পুতিন তাঁর শর্তের বিষয়গুলো সামনে আনলেন। সুইজারল্যান্ডের ওই সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি ও সংস্থা অংশ নেয়। ওই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এর মধ্যে শুক্রবার পুতিন তাঁর শর্তের বিষয়টি সামনে আনলেন।

post
সংবাদ

ইংল্যান্ডে বাংলাদেশিদের স্মার্ট এনআইডি বিতরণ

যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।হাইকমিশনের কনফারেন্স হলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজি জিয়াউল হাসান। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতার বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসিরা নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কীভাবে আরো সহজ করা যায় সে ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করছে।

post
অনুষ্ঠান

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভা

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজান হাওলাদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠটির সাবেক সভাপতি এমদাদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, আব্দুল কাদের ঢালী, জসিম উদ্দিন ব্যাপারী, তুতা কাজী, রফিক হোসেন হাওলাদার,রুবেল খান, ইকবাল হোসেন, জাকির হোসেন জহির ও সেলিম খানসহ অনেকে। সভায় সকলের সম্মতিতে আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে, সভাপতি কবির হোসেন, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বেপারী,সাধারন সম্পাদক মিজানুর রহমান হাওলাদার ও সেলিম খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।

post
অনুষ্ঠান

বৃটেনে বাংলাদেশীদের এনআইডি কার্ড বিতরণ

বৃটেনে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে লন্ডন বাংলাদেশ হাইকমিশন। রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি জানান, এ পর্যন্ত বৃটেন থেকে ৪ হাজার ২শ ৬৪টি আবেদন জমা হয়েছে। যার মধ্যে প্রায় ২ হাজার ৬শ আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এরইমধ্যে ৫শ ২৮ জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে। খুব শিগগিরই তাঁদের কাছে কার্ড গ্রহণের বার্তা পাঠানো হবে। যেসব আবেদনকারী এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাইকমিশনে এসে আঙুলের ছাপ, আইরিস ও ছবি দেওয়ার জন্য হাইকমিশনার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৃটেনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন বারা-অব-ক্যামডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বারা-অব-বারকিং ও ডেগেনহ্যাম-এর মেয়র মঈন কাদরী। অনুষ্ঠানে বিশিষ্ট বৃটিশ-বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির জামাল হোসেন খান ও জাহাঙ্গির খানসহ কয়েকজন নির্বাচন কমিশনারের হাত থেকে তাঁদের স্মার্ট কার্ড গ্রহণ করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.