post
দূতাবাস খবর

ইতালিতে প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি শিঘ্রই অবসান হবে

ইতালির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রবাসীদের পাসপোর্ট এ্যান্ড্রোলমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ভোগান্তির শিঘ্রই অবসান হবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। মিলান বাংলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং উপদেষ্টা তুহিন মাহমুদের সাথে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন, ভাইস কনসাল তাজ উল ইসলাম এবং প্রেসক্লাবের প্রচার সম্পাদক রতন হক।দীর্ঘদিন ধরে কনস্যুলেট থেকে পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিলেন না প্রবাসী বাংলাদেশীরা। ফলে প্রতারক চক্রের মাধ্যমে অ্যাপার্টমেন্ট সংগ্রহের চেষ্টা করে আসছিলেন তারা। খবরটি কনসাল জেনারেলের দৃষ্টিগোচর হলে প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস তিনি। জানান,আগামী আগস্ট থেকে শনি ও রোববার মিলান বাসীর জন্য কনস্যুলেট সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইল এর মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পেতে পারেন।

post
এনআরবি বিশ্ব

জার্মানিতে নাগরিকত্ব আইন সংস্কার খসড়া কার্যকর

জার্মানিতে নাগরিকত্ব আইন সংস্কারের বহু প্রতীক্ষিত খসড়াটি আজ ২৭ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন এই আইনে দেশটিতে বসবাসরত সকল অভিবাসীরা খুব কম সময়ের মধ্যেই নাগরিকত্ব গ্রহন করতে পারবেন। জার্মানির পার্লামেন্টে নানা আলোচনা ও পর্যালোচনা শেষে আইনটি পাস হওয়ায় খুশী দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীসহ সকল অভিবাসীরাও।জানা যায়, সারা বিশ্ব থেকে আসা অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে ২০২৩ সালে দেশটির ক্ষমতাসীন জোট সরকার অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন, সংশোধন ও নাগরিক হওয়ার পথ সহজ করার উদ্যোগ নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এর পর ২৩ আগস্ট মন্ত্রিসভা এই আইনের খসড়ায় অনুমোদন দেয়ার পর আজ ২৭ জুন ২০২৪ থেকে আইনটি কার্যকর হবে প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার এই দেশটিতে। কার্যকর হতে যাওয়া আইনটিতে এখন থেকে খুব সময়ের মধ্যে দেশটিতে বসবাসরত যেকোন নাগরিক নিজ দেশের নাগরিকত্ব বহাল রেখে আট বছরের পরিবর্তে মাত্র পাঁচ বছর এবং বিদেশী দক্ষ ও সুশিক্ষিত জনবল হিসেবে আসা যেকেউ পাঁচ বছরের পরিবর্তে মাত্র তিন বছরেই নাগরিকত্বের আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জার্মান সমাজে অন্তর্ভুক্তি, দেশটির মানুষ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকাসহ জার্মান ভাষার দক্ষতাকে গুরুত্ব দিতে হবে সবার আগে। এমনকি বৈধভাবে বসবাসরত অভিবাসী বাবা মায়ের কোন সন্তান জার্মানিতে জন্ম নিলে সেই সন্তান শর্তহীন নাগরিকত্ব পাবে । তবে দেশটিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী কিংবা কোন শরণার্থী হিসেবে বসবাস করছেন, সরকারী সাহায্য নিয়ে জীবন ধারণ করছেন কিংবা সরকারকে কর দিচ্ছেন না এবং দন্ডপ্রাপ্ত কোন অপরাধী এমন অভিবাসী নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন না।

post
অনুষ্ঠান

এনআরবি চেয়ারম্যানকে ফ্রান্সে সংবর্ধনা

এনআরবি গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসাইনকে ফ্রান্সে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজধানী প্যারিসের লা কর্নবের নাবিলা রেষ্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করে, নিত্যপণ্য আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান নয়ন-মনি গ্রুপ অব কোম্পানি।আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন,এনআরবি গ্রুপের পরিচালক রোমা হোসাইন, নয়ন-মুনি গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার কামরুন নাহার রেখা, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী শামিম মিয়া, নাবিলা গ্রুপের চেয়ারম্যান সুমন আহমদ, নাবিলা রেষ্টুরেন্টের পরিচালক মারুফ আহমদ ডালিম,শাহ জালাল রেস্টুরেন্টের পরিচালক সাদিকুর রহমান, টাঙ্গাইল কমিউনিটি ফ্রান্সের সভাপতি মিজানুর রহমান, বিডি ফুডের পরিচালক আনোয়ার হোসেন ও সমাজকর্মী আশরাফ হোসাইনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় এনআরবি গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার গ্রহন করেন, নয়ন-মুনি গ্রুপের চেয়ারম্যান শেখ ফরহাদ হোসেন।

post
প্রবাস রাজনীতি

ইতালিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তীতে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সমবেত সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধুসহ নিহত মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রোমান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভেনিস শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম ,সহ সভাপতি সুলেমান হোসাইন ,আবুল কালাম আজাদ ,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ,প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ,বিল্লাল হোসাইন ,সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা ,সদস্য মশিউর রহমান ,সহসাধারণ সম্পাদক জামাল খান ,ডালিম মাহমুদ,প্রচার সম্পাদক সারওয়ার হোসেন,দেলোয়ার হোসেন ও যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালুসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নেতৃস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।ইউক্রেইন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার আদালত বলেছে, শোইগু এবং গেরাসিমভ দুইজনই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওইসব লক্ষবস্তুসহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা। তাছাড়া, মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে।

post
এনআরবি বিশ্ব

রাশিয়ার ঘাঁটি ধ্বংস করার দাবি ইউক্রেনের

রাশিয়ার ইরানি ড্রোন নিক্ষেপের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসোনদার অঞ্চলে একটি বিমানঘাঁটির কাছে বিরাট বিস্ফোরণের খবর প্রকাশের পর ইউক্রেনের নৌবাহিনী কিছু ছবি প্রকাশ করে এ দাবি করেছে। তারা বলেন,স্যাটেলাইটে ধরা পড়া ওই সব ছবিতে একটি রুশ গুদামঘরের ধ্বংসাবশেষ দেখা গেছে। সেখান থেকে ইরানে তৈরি ড্রোন নিক্ষেপের পাশাপাশি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো। এ বিষয়ে এখনো মস্কোর বক্তব্য পাওয়া যায়নি। তবে রুশ কর্তৃপক্ষ বলেছে,শুক্রবার রাতে ওই অঞ্চলে একটি বড়সংখ্যক ড্রোন ভূপাতিত করেছে তারা। কিয়েভে নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন,ইরানে তৈরি শাহেদ ড্রোন চালানোর প্রশিক্ষণে যুক্ত একদল প্রশিক্ষক ও ক্যাডেট ওই হামলায় নিহত হয়েছেন।

post
অনুষ্ঠান

ফ্রান্সে পালিত হলো ‘ফেত দো লা মিউজিক’

‘ফেত দো লা মিউজিক’ ফ্রান্সের একটি বিশেষ দিন। এই দিনটিতে ফ্রান্সের রাস্তা-ঘাটে ওপেন কনসার্টের অনুমোদন দেয়া হয়। ‘ফেত দো লা মিউজিক’ এর মূল উদ্দেশ্য- ফরাসি সংগীত প্রচার করা। সেই সাথে পেশাদারী ও অপেশাদারী সংগীতশিল্পীরাও যেন, এতে অংশগ্রহণ করে সেই আগ্রহ সৃষ্টি করা।ফ্রান্সে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন বাংলাদেশীরা। ফরাসি সঙ্গীতের পাশাপাশি বাংলা সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন তারা। ‘অ্যাসোসিয়েশন কালচার ফ্রাঙ্কো বাংলাদেশি’ এর উদ্যোগে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে ফরাসি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম,ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য মরিয়ম খাতুনসহ অন্যান্যরা।

post
সংবাদ

পর্তুগালে প্রবাসী সাংবাদিকের উপর হামলা

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী সাংবাদিক ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার ইসমাইল হোসেন জুয়েল, জাবেদ মাহমুদ ও আরিজ আলী নামে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।গেল দুই মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিক রনিকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে ১৯ জুন রাতে লার্গ দা ইনতেন্দেন্তে ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে কয়েকজন এই হামলা চালায়। জানা গেছে, জুয়েল পর্তুগাল আওয়ামী লীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং জাবেদ মাহমুদ ও আরিজ আলীও একই দলের সদস্য। ইতিমধ্যে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, সাংবাদিক রনির উপর হামলার ঘটনায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পর্তুগাল বাংলাদেশ ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন,ব্যক্তি পর্যায়ের সমস্যা থেকে সাংবাদিকদের প্রতিপক্ষ বানাচ্ছে হামলাকারীরা।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে জাহাজডুবি: আরও ১৪ মৃতদেহ উদ্ধার

ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনায় আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।সোমবারের ওই জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৪ জন হতাহত হয়েছিল ও অনেকে নিখোঁজ ছিলো। নিখোঁজদের মধ্যে ১৪ জনের মৃতদেহ শুক্রবার উদ্ধার হয়। চ্যারিটি সংস্থাগুলো জানিয়েছে, জাহাজটি সম্ভবত তুরস্ক থেকে ছেড়ে এসেছিল, কিন্তু ক্যালাব্রিয়ার থেকে প্রায় ২শ কিলোমিটার দূরে থাকার সময় আগুন ধরে যাওয়ার পর সেটি উল্টে যায়। জাহাজডুবির পর ইতালির কোস্টগার্ড জানিয়েছিল, তারা ঘটনাস্থল থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করে এবং একজন নারীর মৃতদেহ খুঁজে পায়। জীবিত সবাইকে ও নারীর লাশটি তীরে নিয়ে আসা হয়েছে। কিন্তু ৬০ জনেরও বেশি তখনো নিখোঁজ বলে জানিয়েছিল। এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইরান, ইরাক ও সিরিয়ার নাগরিক থাকার তথ্য দিয়েছিল জাতিসংঘের সংস্থাগুলো।

post
প্রবাস রাজনীতি

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের নতুন কমিটি

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া’র ২০২৪-২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বার্সেলোনার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন, সংগঠনটির সাবেক সভাপতি সুরুজ্জামান জামান। এসময় নির্বাচনকালীন সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর, সদস্য আব্দুল জব্বার ও সদস্য মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।নতুন কমিটিতে করিম আলীকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, রেদোয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও ছালেহ আলীকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়। এবিষয়ে সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর জানান, সংগঠনটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে, দীর্ঘ প্রায় তিন মাস ধরে সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। নানা আলোচনা শেষে নতুন কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.