যুক্তরাজ্য থেকে ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানো পরিকল্পনা
যুক্তরাজ্য থেকে ‘অবৈধ’ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দলীয় নেতা কিয়ার স্টারমারের মন্তব্যের ‘অপব্যাখ্যা’ দেয়া হচ্ছে বলে দাবি করেছে লেবার পার্টি। এ সপ্তাহে দেশটির ‘ডেইলি সান’ পত্রিকা আয়োজিত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে ‘অযাচিতভাবে’ বাংলাদেশের নাম টেনে আনেন বিরোধীদল লেবার পার্টির নেতা স্টারমার। মানবপাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ব্যয়বহুল রুয়ান্ডা পরিকল্পনার বিরুদ্ধে কথা বলছিলেন স্টারমার। তার এ মন্তব্যের ফলে ব্রিটেনের বাঙালী কমিউনিটিতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।