প্যারিসে বাংলাদেশিদের আনন্দপূর্ণ ঈদ উৎসব
ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সন্মানে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদ ফেস্টিভ্যাল। আয়োজনটি করেছে ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) । এ নিয়ে তৃতীয় বার আয়োজন করা হলো এই উৎসবের।প্যারিসের পার্ক দো লা ভিলের সুবিশাল সবুজ চত্বরটিতে পাঁচ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি জড়ো হন এই উৎসব উপলক্ষে। শিশু কিশোর ও পরিবারগুলো দলে দলে ভাগ হয়ে চাদর বিছিয়ে গল্প জুড়ে দেয়, তরুন-যুবকেরা মেতে থাকে গান, নাচ আর হৈ-হুল্লোড়ে।অন্যদিকে, শিশুদের দৌড়, পুরুষদের মোরগ লড়াই, নারীদের বালিশ খেলা, ফুড চ্যাম্পিয়নশিপ (রান্না) প্রতিযোগিতা, নাচ-গান আর খাবারের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিডি বসের স্বত্ত্বাধিকারী আইয়ুব হাসান, সরুফ সোদিওল, ফারুক খান, আশরাফুল ইসলাম, দাতো ইবাদত হোসেন, এমডি নুর, মোসিওঁ জেরেমি, রাব্বানী খান, লুৎফুর রহমান বাবু, ফেরদৌস করিম আখঞ্জী, নয়ন মামুন প্রমুখ।