post
খেলা

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের ইতিহাস গড়ে শ্রীলঙ্কা হারালো দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে শনিবার তারা বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পুঁজি গড়ে লঙ্কানদের আটকে দেয় ৩২৬ রানে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কয়েক জন। শুরুতে উইকেট হারানোর পর দুইশ রানের জুটি গড়ে ব্যক্তিগত শতকের দেখা পান কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডাসেন। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এইডেন মারক্রাম। ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করে ম্যাচের সেরা অবশ্য তিনিই। ওপেনার ডি কক ৮৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১০০ রান। ফন ডাসেনের ব্যাট থেকে ১১০ বলে ১০৮ রান আসে ১৩ চার ও ২ ছক্কার সুবাদে। তাদের হাত ধরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুইশ রানের জুটি পায় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার তিন জন পঞ্চাশ ছুঁলেও তিন অঙ্কে যেতে পারেননি কেউই। কুসাল মেন্ডিস ৪২ বলে ৭৬, চারিথ আসালাঙ্কা ৬৫ বলে ৭৯ ও অধিনায়ক দাসুন শানাকা ৬২ বলে করেন ৬৮ রান। দুই দল মিলে ম্যাচে রান হয়েছে মোট ৭৫৪, বিশ্বকাপের এক ম্যাচে যা সর্বোচ্চ। ২০১৯ আসরে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ৭১৪ রান ছিল আগের সেরা। এই ম্যাচে চার ও ছক্কা হয়েছে মোট ১০৫টি, এটিও বিশ্বকাপে রেকর্ড। ২০১৫ আসরে ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড ম্যাচের ৯৩ বাউন্ডারি ছিল আগের সর্বোচ্চ। এই সব রেকর্ডের পাশাপাশি বিশ্বকাপে এক ইনিংসে তিন শতকের দেখা মেলে প্রথমবার।

post
খেলা

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে ২০২৩-ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রানে আফগানিস্তানকে বেধে ফেলে সাকিবের দল। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। দেখে-শুনে খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারে নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান তামিম। এরপর দ্রুত সাজঘরে ফিরে যান লিটন দাসও। ফেরার আগে ১৮ বলে করেন ১৩ রান। দুই ওপেনারের আউট হয়ে যাবার পর হাল ধরেন মিরাজ আর শান্ত মিলে। জয়ের ভীত গড়ে দেয় এই জুটি। ৫৮ বলে দু'বার জীবন পাওয়া মিরাজ তুলে নেন ফিফটি। বাংলাদেশের জয় যখন এক প্রকার নিশ্চিত, তখন মিরাজ আউট হয়ে যান ৭৩ বলে ৫৭ রান করে। উইকেটে এসে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে গিয়ে অধিনায়ক সাকিব আউট হয়েছেন ১৪ রানে। তবে বাকি কাজটা মুশফিকুর রহিম আর শান্ত সেরেছেন সহজে। অপরাজিত ৫৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল হাসান শান্ত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে বিনা উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ছিলো ২৭ রান। ২২ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। শুরুর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছিল আফগানিস্তান। পরের দশ ওভারে কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ মিলে। ১১-২০ ওভারের মধ্যে আফগানিস্তান তুলেতে পেরেছে ৪৬ রান। ১৮ রান করা হাশমতউল্লাহ শাহিদিকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ওপেনার গুরবাজ তখনো আগলে রেখেছেন উইকেটের আরেক প্রান্ত। অবশেষে ৪৭ রান করা গুরবাজকে ফেরান মুস্তাফিজর রহমান। আর সাকিব তার তৃতীয় উইকেট তুলে নেন ৫ রান করা নাজিবুল্লাহকে ফিরিয়ে। টপ অর্ডার ব্যাটারদের কল্যাণে ভালো শুরুই পেয়েছিল আফগানিস্তান। তবে মিডল অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতোই। ১০ রানের ব্যবধানে ফিরে যান-হাশমতউল্লাহ-গুরবাজ-নাজিবুল্লাহ। ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি ও রশিদ খান। দলীয় ১৫৬ রানে আউট হয়েছেন ওমরজাই। সেই একই রানে পরের দুই উইকেটও হারিয়েছে আফগানিস্তান। ফলে ১৫৬ তেই আটকে যায় তারা।দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

post
আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন কারাবন্দী ইরানের নার্গিস মোহাম্মদী

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি । ৬ অক্টোবর শুক্রবার নরওয়ের বিকাল ৩টার সময় নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। নোবেল কমিটি বলেছে, রানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।  ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদি একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাঁকে বেশির ভাগ সময় কারাগারে থাকতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। তিনি এখনও কারাগারে। ২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির নেতৃত্বাধীন এনজিও ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার-এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন নার্গিস। ১৯তম নারী হিসেবে মোহাম্মদী ১২২ বছর পুরনো নোবেল শান্তি পুরস্কারটি পেলেন। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। তার আগে গত বুধবার ন্যানো প্রযুক্তির অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য রসায়নে নোবেল পুরস্কারের জন্য তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন আলেক্সি ইয়াকিমভ, মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুস। তার আগের দিন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান পিয়ের আগোস্তিনি, ফেরেন্স ক্রাউজ ও অ্যান লিয়ের। এই বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র সময়ে অ্যাটোসেকেন্ডে আলোকতরঙ্গের স্পন্দন তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। তাঁদের এ গবেষণা আরও দ্রুতগতির ইলেকট্রনিকস ও রোগনির্ণয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর করোনার এমআরএনএ টিকা তৈরিতে ভূমিকার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই গবেষক ক্যাটালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যাঁরা অবদান রাখেন, তাঁরা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

post
আন্তর্জাতিক

নোবেল জয়ের ফোন পেয়েও অধ্যাপক বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন জন। পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যানি ল'হুইলিয়ার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। ৩ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪ টায় স্টকহোমে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ার সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। মঙ্গলবার তাকে যখন নোবেল কমিটির পক্ষ থেকে ফোনকল দেওয়া হয় তখন তিনি ক্লাসে ছিলেন। তাই কল রিসিভ করেননি। পরে ক্লাসের বিরতিতে আবার কল পেলে তিনি রিসিভ করেন। সে সময় নোবেল কর্তৃপক্ষের হয়ে অ্যাডাম স্মিথ যখন কল দেন তখন তিনি বলেন, আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি। তখন তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় চেয়ে নেন অ্যাডাম স্মিথ। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরস্কার জয়ের সংবাদ দেওয়া হয়। প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান। ক্লাস লেকচারে ব্যস্ত থাকার কথা শুনে অ্যাডাম স্মিথ জানতে চান তিনি এই সুখবরটি তার শিক্ষার্থীদের জানাবেন কি না? উত্তরে অ্যানি বলেন, তাদেরকে অবশ্যই জানাবো। তারা জানলে আশা করি অনেক খুশি হবে। এটা অবশ্যই তাদের জন্য অনেক মজাদার বিষয় হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে নোবেল কর্তৃপক্ষ। সেখানে অ্যানি এল’হুলিয়ারের ফোনে কথা বলার একটি ছবি পোস্ট করে বলা হয়েছে, একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। যখন আমাদের নতুন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীকে কল দেওয়া হয় তখন তিনি লুন্ড ইউনিভার্সিটিতে লেকচারে ব্যস্ত ছিলেন। অ্যানি এল’হুলিয়ারকে নোবেল পুরস্কারের সংবাদ দেওয়ার সেই ফোন কলের রেকর্ডটিও ফেসবুকে প্রকাশ করেছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ। যেখানে শোনা যায় তিনি ক্লাসের জন্য নিজের ব্যস্ততা প্রকাশ করছেন। নোবেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাগোস্টিনি, ক্রাউস এবং ল'হুইলিয়ার আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরির একটি উপায় আবিষ্কার করেছেন, ইলেকট্রনগুলোর চলাচল বা শক্তি পরিবর্তনের প্রক্রিয়াগুরো দ্রুত পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। তিন বিজ্ঞানীর এই আবিষ্কার অনু-পরমাণুর ভেতরে ইলেকট্রনের জগৎ অন্বেষণের জন্য মানুষের হাতে নতুন সরঞ্জাম তুলে দিয়েছে।

post
আন্তর্জাতিক

ইলেকট্রন গতিবিদ্যা গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এবারের পদার্থে নোবেলজয়ী তিন বিজ্ঞানী হলেন, মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। পরমাণু এবং অণুর ভিতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।৩ অক্টোবর বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি। এর আগে সোমবার ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যানকে। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন তারা। এ বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে নোবেল বিজয়ীদের নাম। ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

post
ক্যাম্পাস লাইফ

চার মাসের ব্যবধানে বছরের দ্বিতীয় পিকনিক উৎসব করলো ডব্লিউইউএসটির শিক্ষার্থীরা

বছরের সবচেয়ে আনন্দমুখর একটি দিন যেন কাটালো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। চার মাসের ব্যবধানে ১লা অক্টোবরের রবিবার বছরের দ্বিতীয় পিকনিকের আয়োজন করে ডব্লিউইউএসটির সু্ডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশন (এসজিএ)। চমৎকার আবহাওয়ায় ভার্জিনিয়ার রেস্টনের লেক ফেয়ারফ্যাক্সের প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে এদিন সবাই হেসে খেলে, গান গেয়ে আর মজাদার খাবার উপভোগের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি কাটিয়েছেন সকলে।যেখানে জড় হয়েছে ডব্লিউইউএসটিতে পড়া বিশ্বের ২৯ টি দেশের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল পিকনিক স্পট। যাদের মধে অনেকেই ছিলেন একবারে নতুন। যারা কিনা সবেমাত্র ফল কোয়ার্টারে ভর্তি হয়েছেন। পরিবার পরিজন রেখে বিদেশের মাটিতে পড়তে আসা ছাত্রছাত্রীরা এমন উৎসব মুখর পরিবেশ পেয়ে আপ্লুত। তাদের চোখে মুখে ছিলো যেন এক রকম প্রশান্তি। অন্যদিকে পুরনো ছাত্রছাত্রীদের জন্যও দিনটি ছিলো আনন্দের। কারণ পরের দিন থেকে শুরু নতুন কোয়ার্টার।শুধু শিক্ষার্থীরা নয়, তাদের সাথে আসা পরিবারের মানুষজনও বেশ উপভোগ করেছেন দিনটি। বাচ্চারা ছুটে বেড়িয়েছে সারাক্ষণ। একদিকে চলছিল খাবার পরিবেশনের প্রস্তুতি, অন্যদিকে সবুজ ঘাসের প্রান্তরে সঙ্গে আনা বিছানা চাদর পেতে, চেয়ার সাজিয়ে অনেকে বসে গল্পে মেতে উঠেন। ছবি তোলা, ভিডিও করা, ফেসবুকে লাইভ করা নিয়ে অন্য দল মেতে রইলেন। লেকের ধারে ঘুরে বেড়িয়েছেন ছাত্রছাত্রীরা। কেউ কেউ মাছ ধরায় ব্যস্ত হয়ে পরেন। এসবের মাঝে ছিলো মজাদার খাবারের বিশাল আয়াজন। তৃপ্তি ভরে খেয়েছেন সকলে। পিকনিক প্রাণবন্ত হয়ে উঠার আরেকটি উপললক্ষ্য ছিলো মজার খেলাধুলা পর্ব। কাপে বল ফেলা আর কোমড়ে রিং ঘুরানোসহ বেশ কয়েকটি গেইমের আয়োজন ছিলো। স্বত:স্ফূর্তভাবে এতে অংশ নেন সকলে। মজার ছলে হলওে কঠিন প্রতিদ্বন্দিতা করেছেন সকলে। ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক ও সিএফও ফারহানা হানিপ বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন । পিকনিকের সার্বিক আয়োজন নিয়ে সকলে এক বাক্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পড়াশোনার ব্যস্ত জীবনের ফাঁকে সবাইকে আনন্দ উপলক্ষ্য এনে দিতে পেরে খুশি ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারার্বাক ও সিএফও ফারহানা হানিপ। আর সবাইকে সুন্দর একটি দিন উপরহার দেয়ার জন্য যারা গত দুই সপ্তাহ কঠিন পরিশ্রম করেছেন তাদের মুখে লেগে ছিলো হাসি। তারা বলেন, প্রথমবারের তুলনায় এই আয়োজন ছিলো সব দিকে ছিলো অনেক গোছানো।ফেরার সময় শিক্ষার্থী ও তাদের পরিবার সুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে সুন্দর দিন কাটালাম স্মৃতিতে অমলিন হয় থাকবে।

post
আন্তর্জাতিক

করোনার টিকায় চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ক্যারিকো ও ওয়েইসম্যান

অত্যাধুনিক এমআরএনএ করোনা টিকা আবিষ্কারে বিশেষ অবদান রাখার জন্য ২০২৩ সালে চিকিৎসা খাতে নোবেল পুরস্কার জয় করলেন ক্যাথিলন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান। ২ অক্টোবর সোমবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির নাম ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। এই প্রযুক্তিতে টিকা প্রস্তুতে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয় না। বরং ব্যবহার করা হয় এক ধরনের প্রোটিন, যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। এই এমআরএনএ প্রযুক্তিকে কার্যকর করতে মানবকোষের প্রধান অংশ নিউক্লিয়াসের অনুপুঙ্খ গবেষণা জরুরি ছিল। এই দুই বিজ্ঞানী সেই কাজটিই করেছেন। তাদের ‘নিউক্লিওসাইড বেইজড মডিফিকেশন’ গবেষণার সাফল্যই এমআরএনএ করোনা টিকার আগমনের পথ সুগম করে। পুরস্কার হিসেবে তারা দুজনে মিলে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার ভাগাভাগি করবেন। এর পরিমাণ বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা। এবার নোবেল বিজয়ীদের পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রাউন বেড়েছে। সম্প্রতি পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দেয়। ১৯৯০ এর দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ইউনির্ভার্সটি অব পেনসেলভেনিয়ায় একত্রে কাজ করতে শুরু করেন ক্যাথলিন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান। ২০০৫ সালে ‘নিউক্লিওসাইড বেইজড মডিফিকেশন’ গবেষণার ফল প্রকাশ করেন তারা। বিশ্বে এমআরএনএ প্রযুক্তির প্রথম করোনা টিকা আনে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োটেক। এ বছর ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হবে নোবেল বিজয়ীদের নাম। ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে নোবেল জয়ী/জয়ীদের নাম ঘোষণা করা হবে। তারপর ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

post
টেক মেন্টর

ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপে খোলা যাবে চ্যানেল

নতুন ফিচার এনেছে মেসেজ আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এখন এই প্ল্যাটফর্মটিতে নিজস্ব চ্যানেল খুলতে পারবেন ব্যবহারকারীরাবিশ্বের ১৫০টি দেশ থেকে এই ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যার ফলে শুধু প্রোফাইল বা গ্রুপ কিংবা কমিউনিটি নয়, তৈরি করা যাবে নিজের চ্যানেলও। অ্যান্ড্রয়েড ২.২৩, ৮.৬ বিটা ভার্সনে উল্লিখিত চ্যানেল ফিচারটি খুঁজে পাওয়া গেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করা যাবে সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে। এরই মধ্যে অনেক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন। তবে চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়। কেউ যদি নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করে দেন, তাহলে তিনি সেখানে আর ফিরতে পারবেন না। ডিলিট করার পরেও অবশ্য ফলোয়াররা সেই চ্যানেল খুঁজে পাবেন। নতুন এই ফিচার তথ্য সম্প্রচারের কাজে লাগবে। ওয়াবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যানেলগুলো স্ট্যাটাস ট্যাবের মধ্যে আলাদাভাবে কাজ করবে। এই বিভাগকে ‘আপডেট’ বলা হবে। ভবিষ্যতে স্ট্যাটাস ট্যাবে স্ট্যাটাস আপডেটের জন্য একটি নতুন ইন্টারফেস থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আদান-প্রদান করা মেসেজগুলো কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে না, প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীর ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দেখানো হবে না। প্রাথমিকভাবে ১০টি দেশে এই ফিচার উন্মুক্ত করা হয়েছিল। ইতিবাচক সাড়া পাওয়ায় ১৫০টি দেশে এই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা। মেটা জানায়, `আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব একটি ব্যক্তিগত সম্প্রচারমাধ্যম গড়ে তোলা। এটি আপনাদের চ্যাট থেকে আলাদা। আপনি কাকে অনুসরণ করছেন তাও দেখা যাবে না। অ্যাডমিন ও অনুসারী প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমরা নিশ্চিত করবো। জানা গেছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এ ছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।

post
আন্তর্জাতিক

রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অ্যাডমিশন নিলো ডব্লিউইউএসটির ফল-২০২৩ কোয়ার্টারে

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) বিশ্ববিদ্যালয়ের ফল কোয়ার্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়ে গেলো গত ২৭ সেপ্টেম্বর। এতে অংশ নিয়েছেন প্রায় ২০০ শিক্ষার্থী। বিশ্বের ১০০টিরও বেশি দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তাদের মধ্যে নতুন সেমিস্টারে যোগ দিয়েছেন ২১৬ জন শিক্ষার্থী। ২ অক্টোবর থেকে শুরু হয়েছে ২০২৩ এর ফল কোয়ার্টারের ক্লাস। ইনপার্সন ও অনলাইন মিলিয়ে হওয়া এবারের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের জন্য ছিলো নানা আয়োজন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় র্কতৃপক্ষ ছাত্রছাত্রীদের সামনে ডব্লিউইউএসটির সার্বিক চিত্র তুলে ধরেন। শিক্ষার্থীদের ধারনা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা ও নিয়ম নীতির বিষয়ে। নতুন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় ডব্লিউইউএসটি কেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ব্যাতিক্রম। ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কিভাবে পাশে থাকবে সে সব বিষয়ে আলোকপাত করেন ডব্লিউইউএসটির স্কুল অব বিজনেস এর পরিচালক অধ্যাপক ড. মার্ক এল রবিনসন। শিক্ষার্থীদের সামনে তাদের পড়াশোনার নানা ধরন পরীক্ষার মান বন্টনের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন ড. অ্যাপোসটোলস পল। এই আয়োজনে আরও বক্তব্য রাখেন ডব্লিউইউএসটির মার্কেটিং ডিরেক্টর হোসে ওর্তেগা, স্টুডেন্ট সাকসেস এন্ড ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ, আইটি ম্যানেজার কাজী বারী, স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিন ইয়েগিত। ওরিয়েন্টেশনে নতুন শিক্ষার্থীদের জন্য ছিলো মজার কুইজের আয়োজন। বিজয়ীদের মাঝে দেয়া হয় পুরস্কার।ওরিয়েন্টেশন শেষে ডব্লিউইউএসটির ক্যাম্পাস বিল্ডিংয়ের সামনে নতুন স্টুডেন্টদের সাথে গ্রুপ ফটোসেশন অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা। নতুন সহপাঠীরা একে অপরের সাথে পরিচয় পর্ব সেড়ে গল্পে মেতে উঠেন একেকজন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ-বিবিএ কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের ১৫ শ'র বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে।

post
বিনোদন

সৃষ্টি নৃত্যাঙ্গনের সৃষ্টিশীলদের নৃত্য সন্ধ্যা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

২৪ সেপ্টেম্বর রবিবার বৃষ্টিমুখর সন্ধ্যায় দর্শক মুগ্ধ করেছে সৃষ্টি নৃত্যাঙ্গনের একঝাঁক ক্ষুদে নৃত্যশিল্পী। ভরতনাট্যম, মনিপুরী,লোকগাঁথা সব মিলিয়ে অন্যবদ্য পরিবেশনায় আবিষ্ট করেছে সবাইকে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের একটি স্কুল অডিটোরিয়ামে সৃষ্টি নৃত্যাঙ্গনের শিল্পীরা পরিবেশন করে নাচের নানান মুদ্রার কারিশমা। সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিচালক, খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী রোজ মেরী মিতু রিবেরু'র কোরিওগ্রাফি ও পরিচালনায় 'ঝংকার' নৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু লায়লা হাসান, কবি আনিস আহমেদ, ড আরিফুল ইসলাম,সাংস্কৃতি ব্যক্তিত্ব শামীম চৌধুরী, প্রজ্ঞা আহমেদ,কণ্ঠশিল্পী অণিমা মুক্তি গমেজ,রিমি বোসসহ সাংস্কৃতি প্রেমীরা। অনুষ্ঠানে শিশু শিল্পীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন লায়লা হাসান। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 'ধন ধান্যে পুষ্পে ভরা' গানের তালে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রোজ মেরী মিতু রিবেরু ও খ্রিস্টিন রোজারিও। শুভেচ্ছা বক্তব্যে রোজ মেরি মিতু সৃষ্টি নৃত্যাঙ্গনের ইতিকথা তুলে ধরেন। মনিপুরী নৃত্যে অংশগ্রহণ করেন খ্রিস্টিন,লাবিবা, নায়সা ও মিতু। কোরিওগ্রাফি জি এ মান্নান ও পরিচালনায় রোজ মেরী মিতু। খ্রিস্টিন রোজারিও'র কোরিওগ্রাফিতে 'দোল দোল দোলানি নৃত্যে অংশগ্রহন করে ইকরা, অবনতি,ক্লেয়ার,রিসা,রোদেলা ও মৃত্তিকা। চা বাগানের নৃত্য অংশ নেয়- মেঘা, এঞ্জেলিনা, এমিলি ও রিধা। 'বাহাহাল করিয়া' নৃত্যে- মৌমিতা,এভেলিন,অনামিকা,সামান্তা ও দ্রোহী'র পরিবেশনা ছিল অনবদ্ধ। 'হুড়মুড় হুড়মুড় করে মেঘা' নৃত্যে অংশ নেয়- ইকরা, অবনতি,ক্লেয়ার ও রেসা। একক নৃত্য লাবিবা ও নাইসা মোস্তফার পরিবেশনা ছিল চমৎকার। খ্রিস্টিন রোজারিও'র রচনা ও কোরিওগ্রাফিতে নৃত্যনাট্যে অংশ নেয়-এমা,ছোটন,আনিকা,দ্রোহী ও সামান্তা। 'বাইদার ঘরের মেয়েগো আমি' গানের তালে মেঘা পিউরিফিকেশন দর্শকদের চোখ চাপিয়ে দেয় বেদে কন্যার জীবন গাঁথা। নৃত্যের এক ফাঁকে নাচের মুদ্রা ও তাল কি এবং কেমন অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানে শেষের দিকে সৃষ্টি নৃত্যাঙ্গনের সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিরতণ করেন নৃত্যগুরু লায়লা হাসান, সহযোগিতায় রোজ মেরী মিতু রিবেরু। ধন্যবাদ ও সমাপনী বক্তব্য রাখেন খ্রিস্টিন রোজারিও।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.