post
আন্তর্জাতিক

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: আফরিন আক্তার

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। ১৭ অক্টোবর মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, শেখ হাসিনার প্রতিশ্রুতি-কে সমর্থন করতে হলে নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু ভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠকে তিনি জানিয়েছেন যে, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য সকল পক্ষের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহজভাবে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। বাংলাদেশ সফরে এসে মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যান আফরিন আক্তার। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলা ছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রম দেখেন তিনি।রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি জানিয়েছেন যে, এই প্রত্যাবাসন অবশ্যই 'স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও নিরাপদ' ভাবে হতে হবে। মিয়ানমারের পরিস্থিতি এই মুহূর্তে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত না হওয়ায়, জোরপূর্বক প্রত্যাবাসনের প্রচেষ্টা নেয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেছেন।যুক্তরাষ্ট্রের এই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশের প্রচেষ্টা এবং 'অবিশ্বাস্য উদারতার' উল্লেখ করে প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে, তারা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত। ২০১৭ সালে মিয়ানমারের দমন পীড়ন থেকে বাঁচতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছে।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেড়ে চলেছে স্থুলকায় মানুষের সংখ্যা

বর্তমানে স্থুলতা বা স্বাভাবিকের তুলনায় বেশি ওজন একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে এ সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্থুলকায় বা মোটা মানুষের সংখ্যা বাড়ছে।ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা ও ওকলাহোমা প্রদেশে সবচেয়ে বেশি স্থুলকায় মানুষ বসবাস করছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, এই প্রদেশগুলিতে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্কের ‘বডি মাস ইন্ডেক্স’ বা বিএমআই ৪০ শতাংশ বা তার বেশি। রবার্ট উড জনসন ফাউন্ডেশনের স্বাস্থ্য-সংক্রান্ত দাতব্য সংগঠনের জেমি বাসেল মন্তব্য করেছেন, “সিডিসি-র সাম্প্রতিক তথ্য ভয়ানক।” তিনি পরিসংখ্যা দেখিয়ে বলেন, এক দশক আগে কোনও প্রদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থুলত্বের হার ৩৫ শতাংশ ছিল না, কিন্তু এখন এটি বাড়তির দিকে। অন্যান্য প্রদেশের মধ্যে যেগুলি স্থুলত্বের হার ৩৫ শতাংশ বা তার বেশি তা অ্যালাবামা, আরকানসা, ডেলাওয়্যার, জর্জিয়া ইত্যাদি। স্থুলত্বের প্রকোপ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি প্রকাশ পায়। কৃষ্ণকায়, হিস্পানিক, আদিবাসী আমেরিকান ও আলাস্কার মূলনিবাসীদের মধ্যে এ হার তুলনামূলকভাবে বেশি। যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশেই স্থুলত্বের হার অন্তত ২০ শতাংশ ছিল। স্থুলতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য বাড়তি সাহায্যের বিষয়কে “জরুরি অগ্রাধিকার” বলে অভিহিত করেছে সিডিসি।

post
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় লেবাননে রয়টার্সের সাংবাদিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিক নিহত হয়েছেন। রয়টার্স নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন এবং তার নাম ইশাম আব্দুল্লাহ। এক বিবৃতিতে সংবাদ সংস্থা রয়টার্স গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। তারা জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩ অক্টোবর শুক্রবার সাংবাদিকদের একটি দল লেবাননের দক্ষিণাঞ্চলে সংবাদ সংগ্রহ করতে যান। সেখানে রয়টার্স, আল জাজিরা এবং এপির সাংবাদিকরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। তারা একটি পাহাড়ের উপর খোলা স্থানে সবাই একসাথে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে তাদের উপর সরাসরি গোলা ছোড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সেখানে একটি বড় বিস্ফোরণের শব্দ হয় এরপর চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১০ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেস গেজেট।

post
আন্তর্জাতিক

ইসরায়েলে হামাসের নতুন করে রকেট হামলা

ইসরায়েলের আসকেলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। (১০ অক্টোবর) মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শহরবাসীদের সুরক্ষিত স্থানে যেতে বলে নির্দেশ দেন তারা। আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর্মুহু রকেট ছোড়ে গাজার এ সশস্ত্র বাহিনী। বিবিসির সাংবাদিক অ্যালিস কাডি প্রতিবেদন করেছেন যে, গাজা উপত্যকা থেকে এক পর্যায়ে বিপুল পরিমাণ রকেট ছোড়া হয়েছে। হামলার আগের সময়টিতে আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলো। নতুন রকেট হামলার খবর জানতে পেলে শহরে আতঙ্ক ও উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ে। অ্যালিস কাডি জানিয়েছেন, সেখানে রকেটের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগে থেকেই স্থানীয় মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মোবাইল বার্তা পাঠানো হয়েছে। অবস্থা ধীরে ধীরে জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে, যখন হামাস ইসরায়েলে রকেট ছুড়ছে, তখন ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে অনুসারে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৮৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা সংবাদ সংস্থা প্রতিবেদন করেছে, গাজা উপত্যকায় গত তিন দিনে প্রচুর বিমান হামলা চলছে। এই হামলায় অনেক বাড়ি, মসজিদ ও অন্যান্য স্থাপনা ধসে গেছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের প্রতিশোধ হিসেবে গাজা উপর 'পূর্ণ অবরোধ' আরোপ করা হয়েছে। তারা ঘোষণা করেছেন, গাজায় কোনো পন্য প্রবেশ করানো হবে না। এদিকে, রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে ও সেখানে বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের আসকেলন শহরকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে আসকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় তারা। 

post
আন্তর্জাতিক

অমর্ত্য সেনের মৃত্যুর গুজব

১০ আক্টোবর মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ডসহ অনেকে খবর প্রকাশ করে যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা গেছেন। এই তথ্যের উৎস হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মাত্র দু'দিন আগে নোবেলজয়ী ক্লাউডিয়া গোল্ডিনের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার)। যে টুইটে ক্লাউডিয়া লেখেন ‘মর্মান্তিক সংবাদ। আমার অত্যন্ত কাছের অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। কিছু বলার ভাষা নেই।’ প্রায় সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হাজার হাজার পাঠক ও দর্শক দুঃখ প্রকাশ করতে শুরু করেন, কেউ কেউ অমর্ত্য সেনের সঙ্গে নানা সময়ে তাঁদের কাজ, যোগাযোগ ও সান্নিধ্য পাওয়ার খবরও বলেন ফেসবুকের পাতায়। কিন্তু পরে জানা যায় যে খবরটি ভুয়া। ভারতের শীর্ষ ফ্যাক্ট চেকার একটি কম্পানী উনি জানায়, ভুয়া খবরটি একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে।’ অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সে খবরটি অসত্য বলে প্রতিস্থাপন করেছেন। তিনি কলকাতার জনপ্রিয় আনন্দবাজার সংবাদমাধ্যমকে জানান, তার বাবা সুস্থ ও ভালো আছেন। গত সোমবার রাত পর্যন্তও তিনি তার সঙ্গে সময় কাটিয়েছেন। নন্দনা তার এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি ছবি দিয়ে তিনি টুইটে লিখেছেন, "বন্ধুরা, আপনাদের চিন্তার জন্য ধন্যবাদ। বাবা পুরোপুরি ভালো ও সুস্থ আছেন।"

post
আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন

অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি। সোমবার বিকেলে সুইডেনে স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। অধ্যাপক গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণ সম্পর্কে প্রথমবারের মতো বিস্তৃত গবেষণা করেছেন অর্থনীতিতে নোবেলবিজয়ী ক্লডিয়া গোল্ডিন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে। নিউ ইয়র্কে ১৯৪৬ সালে জন্ম ক্লডিয়া গোল্ডিনের। ১৯৭২ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপনায় যুক্ত। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। এর আগে, গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন—বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ পুরস্কার দেওয়া হয় তাদের। এ বছর গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কারের মাধ্যমে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হল। পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন গোল্ডিন। ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে।

post
আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিনে নিহত ছাড়াল ১৩০০

গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার পর গত ৩ দিনে ইসরায়েল ও গাজায় নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৮ শতাধিক ইসরায়েলের এবং ৫৬০ জন ফিলিস্তিনের। এ প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুযায়ী, এই হামলা ও প্রতিহামলায় ইসরায়েলের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের লোকজন নিহত হয়েছেন। দৈনিক খালিজ টাইমস প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্তত ১০টি দেশের নাগরিক হত্যা ও অপহরণের শিকার হয়েছেন। এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, আয়ার‌ল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, নেপাল, থাইল্যান্ড এবং ইউক্রেন। যুদ্ধে নিহত হয়েছেন অন্তত ১০ জন যুক্তরাষ্ট্র ও ১২ জন থাই নাগরিক। এর পাশাপাশি, ১১ জন থাই নাগরিক অপহরণের শিকার হয়েছেন। গত শনিবার ভোররাতে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস কর্তৃক ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় রকেট হামলা চালানো হয়। এই রকেট হামলার জেরে নানা বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এই সংঘাতে হামাসের কয়েকজন যোদ্ধা মোটরচালিত গ্লাইডার ও হ্যাং গ্লাইডার ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাসের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূর্যের আলো পুরোপুরি ফোটার আগেই ৩ হাজারেরও বেশি রকেট ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। এদের লক্ষ্য ছিল ইসরায়েলের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমাণ্ড ও অন্যান্য কার্যালয়। ইসরায়েল ও গাজা ভূখণ্ডের মধ্যে এই নতুন সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বড় ধরণের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। যুদ্ধের অব্যাহতি পরিস্থিতির কারণে সারা বিশ্বে বড় রকম নেতিবাচক প্রভাব পরবে বলে বিশ্লেষকরা আশংকা করছেন। 

post
আন্তর্জাতিক

৭ সদস্যের মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায়

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই বাছাই করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষকদের সাত সদস্যের একটি দল। পর্যবেক্ষক দলটি স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা। ৭ সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এর বাইরেও বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা। মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানান, সফর শেষ হলে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে তা জানাবে এবং বাস্তব সম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।

post
খেলা

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের ইতিহাস গড়ে শ্রীলঙ্কা হারালো দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে শনিবার তারা বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পুঁজি গড়ে লঙ্কানদের আটকে দেয় ৩২৬ রানে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কয়েক জন। শুরুতে উইকেট হারানোর পর দুইশ রানের জুটি গড়ে ব্যক্তিগত শতকের দেখা পান কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডাসেন। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এইডেন মারক্রাম। ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করে ম্যাচের সেরা অবশ্য তিনিই। ওপেনার ডি কক ৮৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১০০ রান। ফন ডাসেনের ব্যাট থেকে ১১০ বলে ১০৮ রান আসে ১৩ চার ও ২ ছক্কার সুবাদে। তাদের হাত ধরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুইশ রানের জুটি পায় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার তিন জন পঞ্চাশ ছুঁলেও তিন অঙ্কে যেতে পারেননি কেউই। কুসাল মেন্ডিস ৪২ বলে ৭৬, চারিথ আসালাঙ্কা ৬৫ বলে ৭৯ ও অধিনায়ক দাসুন শানাকা ৬২ বলে করেন ৬৮ রান। দুই দল মিলে ম্যাচে রান হয়েছে মোট ৭৫৪, বিশ্বকাপের এক ম্যাচে যা সর্বোচ্চ। ২০১৯ আসরে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ৭১৪ রান ছিল আগের সেরা। এই ম্যাচে চার ও ছক্কা হয়েছে মোট ১০৫টি, এটিও বিশ্বকাপে রেকর্ড। ২০১৫ আসরে ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড ম্যাচের ৯৩ বাউন্ডারি ছিল আগের সর্বোচ্চ। এই সব রেকর্ডের পাশাপাশি বিশ্বকাপে এক ইনিংসে তিন শতকের দেখা মেলে প্রথমবার।

post
খেলা

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে ২০২৩-ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রানে আফগানিস্তানকে বেধে ফেলে সাকিবের দল। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। দেখে-শুনে খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারে নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান তামিম। এরপর দ্রুত সাজঘরে ফিরে যান লিটন দাসও। ফেরার আগে ১৮ বলে করেন ১৩ রান। দুই ওপেনারের আউট হয়ে যাবার পর হাল ধরেন মিরাজ আর শান্ত মিলে। জয়ের ভীত গড়ে দেয় এই জুটি। ৫৮ বলে দু'বার জীবন পাওয়া মিরাজ তুলে নেন ফিফটি। বাংলাদেশের জয় যখন এক প্রকার নিশ্চিত, তখন মিরাজ আউট হয়ে যান ৭৩ বলে ৫৭ রান করে। উইকেটে এসে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে গিয়ে অধিনায়ক সাকিব আউট হয়েছেন ১৪ রানে। তবে বাকি কাজটা মুশফিকুর রহিম আর শান্ত সেরেছেন সহজে। অপরাজিত ৫৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল হাসান শান্ত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে বিনা উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ছিলো ২৭ রান। ২২ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। শুরুর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছিল আফগানিস্তান। পরের দশ ওভারে কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ মিলে। ১১-২০ ওভারের মধ্যে আফগানিস্তান তুলেতে পেরেছে ৪৬ রান। ১৮ রান করা হাশমতউল্লাহ শাহিদিকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ওপেনার গুরবাজ তখনো আগলে রেখেছেন উইকেটের আরেক প্রান্ত। অবশেষে ৪৭ রান করা গুরবাজকে ফেরান মুস্তাফিজর রহমান। আর সাকিব তার তৃতীয় উইকেট তুলে নেন ৫ রান করা নাজিবুল্লাহকে ফিরিয়ে। টপ অর্ডার ব্যাটারদের কল্যাণে ভালো শুরুই পেয়েছিল আফগানিস্তান। তবে মিডল অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতোই। ১০ রানের ব্যবধানে ফিরে যান-হাশমতউল্লাহ-গুরবাজ-নাজিবুল্লাহ। ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি ও রশিদ খান। দলীয় ১৫৬ রানে আউট হয়েছেন ওমরজাই। সেই একই রানে পরের দুই উইকেটও হারিয়েছে আফগানিস্তান। ফলে ১৫৬ তেই আটকে যায় তারা।দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.