ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০৪ ফিলিস্তিন নিহত
গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় ৭০৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ৩০৫ জন শিশু, ১৭৩ জন নারী এবং ৭৮ জন বয়স্ক। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব জানিয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা শেষ ২৪ ঘন্টায় ৪০০ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং তাদের হামাসের কয়েকজন কমান্ডারকে নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৪ শ’ জন নিহত এবং ২০৩ জন জিম্মি হওয়ার পর ইসরায়েল এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে। এরপর থেকে অবিরাম বিমান হামলা চলছে। ইসরায়েলের লাগাতার বিমান হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৫ হাজার ৮০০ মানুষ নিহতের হিসাব দিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ইসরাইলকে নিরাপদ ব্যবস্থা করে দিতে আহবান জানিয়েছে। কারণ গাজার অনেক হাসপাতালে বিদ্যুৎ, ওষুধ ও কর্মীর ঘাতক অভাবে সেবা বন্ধ। পানির ঘাটতির জন্য সংকট বেড়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল গাজার বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করেছে। জাতিসংঘ সামান্য ত্রাণ গাজায় পৌঁছেছে মিশরের রাফাহ সীমান্ত দিয়ে, যেটা পরিমাণে একেবারেই নগন্য। ওই এলাকায় মানুষের সংখ্যা ৪ লাখ থেকে ১২ লাখে পৌঁছেছে। এদিকে, ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করে ফেলতে চায় বলে জানিয়েছে আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি।