post
অনুষ্ঠান

সিলেটের উন্নয়নে স্পেন প্রবাসীদের মতবিনিময়

নবগঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার উদ্যোগে বার্সেলোনায় বসবাসরত সিলেট বিভাগের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বার্সেলোনার একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আমিন আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। এতে বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, নুরুল ওয়াহিদ, রফিক উদ্দিন, সেলিম আহমেদ লালন, আব্দুল আলিম, শিপলু আহমেদ নিয়াজি, লুৎফুর রহমান সুমন, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, ছালাহ উদ্দিন, ইকবাল বকসি, আলকাস উদ্দিন, ময়েজ উদ্দিন, আবির আহমেদ, আলকাস উদ্দিন ও রেদোয়ান আহমেদসহ অনেকে। এসময় সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনে সিলেট বিভাগের প্রতিটি জেলার প্রবাসীদের সম্পৃক্ত করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীলের আশা ব্যক্ত করেন বক্তারা।

post
অভিবাসন

ইতালিতে প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইতালিতে অভিবাসীদের উপর হামলার ঘটনা নতুন নয়। সম্প্রতি রাজধানী রোমে একই ঘটনায় আহত হয়েছেন, ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশীও।নেক্কারজনক এসব ঘটনাকে বর্ণবাদী হামলা বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। এবার প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ইতালির বামপন্থী জোটের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলো। যেখানে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরাও। ওই হামলায় আহত বাংলাদেশি কবির জানান, স্থানীয় উশৃংখল কিছু যুবক অন্যায়ভাবে তাকে আঘাত করে। এ হামলার নিন্দা জানিয়ে প্রতিরোধের আহবান জানান, বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন ইতালি-বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন। এছাড়াও,ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় করার কথা জানান দেশটির প্রবীণ বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব নূরে আলম। এসময় বক্তারা বলেন, কোন অপ্রীতিকর ঘটনা নয় বরং ইতালীয়দের সাথে সুসম্পর্ক এবং সামাজিক বন্ধনে বিশ্বাস করেন প্রবাসী বাংলাদেশীরা।

post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে চলছে ভোট গ্রহণ; জয়ের সম্ভাবনা লেবার দলের

চলছে ব্রিটেনের জাতীয় নির্বাচনের ভোট গ্রহন। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহন শেষ হবে রাত দশটায়। বিভিন্ন কারণে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনে ব্যয়ের বোঝা এবং অভিবাসন ও গাজা যুদ্ধসহ বৈশ্বিক বাস্তবতায়, এক কঠিন সময়ে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন বিশ্বের ষষ্ঠ অর্থনীতির দেশ যুক্তরাজ্যের ভোটাররা। এর আগে প্রায় দেড় মাস ধরে ৯৫টি দল ও স্বতন্ত্র মিলে রেকর্ড ৪ হাজার ৫১৫ প্রার্থীর ভোট চাওয়ার পালা শেষ হয় বুধবার। নির্বাচনে প্রাথমিক জরিপে এগিয়ে রয়েছে লেবার দল। এক্সিট পুল ইউগভের জরিপ মতে, এবার লেবার দল জয় লাভ করতে পারে ৪৩১ আসনে। আগের বারের নির্বাচনের চেয়ে প্রায় ২২৯ টি বেশি আসন পেতে পারে দলটি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেতে পারে ১০২ আসন। এ হিসেবে দলটি গত নির্বাচনের তুলনায় ২৬৩ টি আসন কম পেতে পারে। এতে করে দলটি অস্তিত্ব সংকটে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আর লিবারেল ডেমোক্রেট নতুন ৬১ আসনসহ মোট ৭২ টি আসন পেতে পারে। এছাড়াও এসএনপি পেতে পারে ১৮ টি, রিফর্ম ইউকে পেতে পারে ৩টি এবং গ্রীন পার্টি ২ টি আসন পেতে পারে। বুধবার প্রধান দুই রাজনৈতিক দল লেবার নেতা স্যার কিয়ার স্টারমার এবং টরি নেতা ঋষি সুনাক নির্বাচনের আগ মুহুর্তে ভোটারদের প্রতি নিজেদের পক্ষে শেষ প্রচারণা চালান।

post
এনআরবি বিশ্ব

কাজাখস্তানে এসসিও আঞ্চলিক সম্মেলনে পুতিন-পিং

পশ্চিমাবিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও আঞ্চলিক সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ৯ সদস্যের এসসিও নামের এ সংস্থার স্থায়ী সদস্যদেশগুলোর মধ্যে রয়েছে,কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও গত বছরে যুক্ত হওয়া ইরান। এ বছর এতে সদস্য হিসেবে যুক্ত হতে পারে বেলারুশও। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এবারের সম্মেলনে এসসিও সদস্যদেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার ও এসসিওর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন। এর বাইরেও দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন।

post
সংবাদ

সোমা হত্যার দায়ে স্বামী আমিনান দোষি সাব্যস্ত

স্ত্রী সোমা বেগমকে হত্যার দায়ে স্বামী আমিনান রহমানকে দোষি সাব্যস্ত করেছেন ব্রিটিশ আদালত। জানা যায়, সোমা বেগম অনলাইনে প্রেমিকের সাথে কথা বলার সময় তাকে হত্যা করে স্বামী আমিনান। হত্যার পর সোমা বেগমতে লাগেজে পুরে ফেলে দেয় বাড়ির পাশের লী নদীতে। বাঙালী অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলারের বাসিন্দা আমিনান রহমানের সাজা ঘোষণা করা হবে আগামী ৩১ জুলাই। ওল্ড বেইলী কোর্ট রায়ে বলেছেন, গত বছরের ২৯ এপ্রিল নিজেদের ফ্ল্যাটে সোমা বেগমকে হত্যা করে আমিনান। এর পর টুকরো টুকরো করে কেটে তাকে লাগেজে ভরা হয়। লাগেজটি নদীতে ফেলে দেয়ার ১০ দিন পর স্থানীয় এক ব্যক্তি লাগেজটি দেখে পুলিশকে খবর দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন আমিনান বাহুতে একটি শিশু এবং অন্য হাতে একটি লাগেজ নিয়ে বেরিয়ে যায়। পরে সেই লাগেজ নিয়ে লী নদীর পার ধরে হেটে যেতে দেখা যায়। বাঙালী কমিউনিটিতে লোমহর্ষক এই হত্যাকান্ড ভীতির সঞ্চার করেছে।

post
প্রবাস রাজনীতি

পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পর্তুগাল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে রাজধানী লিসবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশী অধ্যুষিত মারতিম মনিজ এলাকার একটি রেষ্টুরেন্টে সভার আয়োজন করা হয়। পর্তুগাল আওয়ামী লীগের তরুণ নেতা রনি হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুম আহমেদ। এতে উপস্থিত ছিলেন, খাইরুল ইসলাম, সাদিকুর রহমান তালুকদার, ফখরুল ইসলাম, শেখ শামিম, মিলন বেপারী, রয়েল আহম্মেদ, শাহ নূর, শাহীন কাদির, যুবলীগ নেতা আহম্মেদ লিটন, শিপলু আহম্মেদ, রন্জু আহমেদ, পর্তুগাল ছাত্রলীগ নেতা মাহদী আহম্মদ, তারেক আজিজ রাব্বি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফি আদনান আকাশ ও সহসভাপতি শিমুল সরকারসহ শতাধিক নেতাকর্মী। এসময় বক্তারা বলেন, অনেক ত্যাগী সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা এখনো মূল দলের বাইরে রয়েছে। এই সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তুলে আনতে হবে। আগামি ১০ জুলাই অনুষ্ঠিত হবে পতুর্গাল আওয়ামী লীগের সম্মেলন।

post
অনুষ্ঠান

আয়ারল্যান্ড প্রবাসী চিকিৎসকদের মিলন মেলা অনুষ্ঠিত

এসোসিয়েশন অব বাংলাদেশী ডক্টরস্ ইন আয়ারল্যান্ড-এবিডিআই এর উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।দেশটির রাজধানী ডাবলিনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। এতে আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত চিকিৎসকরা যোগ দেন। এবিডিআই এর আহ্বায়ক ডা: মোসাব্বির রুবেলের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ডা: পারভেজ এবং ডা: মিলন। দেশটিতে বসবাসকারী বাংলাদেশীরা নিজেদের পেশাগত ও ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করতে সবাইকে আহবান জানান। এছাড়া আয়ারল্যান্ড এ আসতে ইচ্ছুক ডাক্তারদের মাঝেও সেতু বন্ধনে কাজ করার কথা জানান আয়োজকেরা। বর্তমানে প্রায় ৭০ বাংলাদেশী প্রবাসী চিকিৎসক আয়ারল্যান্ড এর বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে অভিবাসনবিরোধী রাজনৈতিক দলের উত্থান

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে অভিবাসনবিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের ইইউ সমালোচক মারিন লু পেনের জয়ের পর তাদের ক্ষমতায় আসা ঠেকাতে ঐক্যফ্রন্ট গড়ার চেষ্টা নিয়েছে রাজনৈতিক দলগুলো।ভোটের আনুষ্ঠানিক ফলে দেখা গেছে, আরএন পেয়েছে প্রায় ৩৩ শতাংশ ভোট। বামপন্থি দল পেয়েছে ২৮ শতাংশ, আর প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর টুগেদার অ্যালায়েন্স পেয়েছে মাত্র ২২ শতাংশ ভোট। মাক্রোঁর জন্য এটি বড় ধাক্কা। অন্যদিকে, আরএনের সমর্থকরা ভোটের ফলে সন্তুষ্ট। কারণ তারা পরিবর্তন চায়। কিন্তু অন্যান্যদের আশঙ্কা, আরএন এর উত্থান এবং তাদের জাতীয়তাবাদী প্লাটফর্ম ফ্রান্সের সমাজে উত্তেজনা বাড়াবে। আগামী সপ্তাহে আরএন জয়ী হয়ে ক্ষমতায় যাবে কি না, তা নির্ভর করছে তাদের প্রতিদ্বন্দ্বিরা কোন রাজনৈতিক সমঝোতায় পৌঁছায় তার ওপর।

post
এনআরবি বিশ্ব

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের পরিকল্পনা জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিয়ার্স মুসার। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা সামনে আনা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে। যুদ্ধ থামাতে কূটনৈতিক উপায়ে কাজ করছেন বলেও জানায়েছেন তিনি। যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এ নিয়ে কোনো আলোচনা চলছে না। আর জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্য প্রবাসীদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গানাইজেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, আব্দুল মান্নান। বিদায়ী সেক্রেটারি হাফিজুর রহমান সুমন ও নব নির্বাচিত সেক্রেটারি আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যরিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার খালেদ নুর, কাউন্সিলর বদরুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মুনিম, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, হোসানুজ্জামান লিটন ও দেলোয়ার হোসেন চৌধুরী হিরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, এ কে এম হেলাল, গোলাম আব্বাস, আকিব চৌধুরী, আব্দুর রউফ, আবুল কালাম এবং কমিউনিটি নেতা হাবিবুর রহমান বাবলু।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.