পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ
পর্তুগাল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।ইউরোপে আওয়ামী লীগের অন্যতম এই শাখার সম্মেলনকে সফল করতে রাজধানী লিসবনে নেয়া হয় সকল প্রস্তুতি। আলোচনা সভা ও মিছিল শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে বাঙালি অধ্যুষিত মারতিম মনিজ এলাকা। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামসহ সিনিয়র নেতৃবৃন্দ এরই মধ্যে পৌঁছেছেন সম্মেলন এলাকায়। সম্মেলন উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতা রনি হোসাইনের নেতৃত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কর্মী সমাবেশ করেছেন বর্তমান সভাপতি জহিরুল আলম জসিম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে সংগঠনটিতে যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মনে করছেন নেতাকর্মীরা।